করোনা মোকাবিলায় বাংলাদেশের পাশে ভারত, ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিল ৩০টি অ্যাম্বুলেন্স
- আপডেট : ৬ অগাস্ট ২০২১, শুক্রবার
- / 6
পুবের কলম ওয়েবডেস্কঃ করোনা মোকাবিলায় বন্ধু বাংলাদেশকে আগেই অক্সিজেন পাঠিয়ে ছিল ভারত। এবার করোনা মোকাবিলায় পাঠানো হল ৩০০টি অ্যাম্বুলেন্স। বৃহস্পতিবার অ্যাম্বুলেন্সগুলি পৌঁছে গিয়েছে পেট্রাপোলে। এরপর আনুষ্ঠানিক ভাবে আন্তর্জাতিক ছাড়পত্র পাওয়ার পর সেগুলি বেনাপোল সীমান্ত দিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবে।
উল্লেখ্য চলতি বছরের মার্চ মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরের সময় জানান করোনা মোকাবিলায় দেওয়া হবে মোট ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স। যে ৩০টি অ্যাম্বুলেন্স সীমান্তে পৌঁছেছে এইগুলি তারই অংশ।
ভারতীয় হাই কমিশন জানিয়েছে বাকি ১০৯টি অ্যাম্বুলেন্স পৌঁছে যাবে চলতি বছরের সেপ্টেম্বর মাসের মধ্যে। বাংলাদেশের করোনা সংক্রমণ কার্যত লাগামছাড়া অবস্থায় পৌঁছেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চলছে কড়া লকডাউন। তবে এর সঙ্গে দেখা দিয়েছে ভ্যাকসিন ও ওষুধের অভাব।