বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলে বড়সড় রদবদল

- আপডেট : ১৬ মে ২০২৫, শুক্রবার
- / 37
পুবের কলম, ওয়েবডেস্ক: বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের সংগঠনে বড়সড় পরিবর্তন। নতুন জেলা সভাপতি ও জেলা চেয়ারপার্সনদের নাম ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। বেশিরভাগ জেলা সংগঠনের পুরোনো নেতৃত্বের উপরেই ভরসা রাখছে দল। বীরভূমে নতুন করে কাউকে জেলা চেয়ারম্যান করা হয়নি। কোর কমিটিই জেলার দায়িত্বে থাকবে। অন্যদিকে, উত্তর কলকাতা-সহ বেশ কিছু জায়গায় এখনও নাম ঘোষণা হয়নি।
আলিপুরদুয়ার: জেলা চেয়ারম্যান – গঙ্গাপ্রসাদ শর্মা, জেলা সভাপতি – প্রকাশ চিক বরাইক । কোচবিহার: জেলা চেয়ারম্যান – গিরীন্দ্রনাথ বর্মন, জেলা সভাপতি – অভিজিৎ দে ভৌমিক। জলপাইগুড়ি: জেলা চেয়ারম্যান – খগেশ্বর রায়, জেলা সভাপতি – মহুয়া গোপে। দার্জিলিং হিল: জেলা চেয়ারম্যান – এল বি রাই, জেলা সভাপতি – শান্তা ছেত্রী।
দাজিলিং সমতল: জেলা চেয়ারম্যান – সঞ্জয় টিবরেয়াল, জেলা সভাপতি – ঘোষণা হয়নি। উত্তর দিনাজপুর: জেলা চেয়ারম্যান – হামিদুল রহমান, জেলা সভাপতি – কানাই লাল আগরওয়াল। দক্ষিণ দিনাজপুর: জেলা চেয়ারম্যান – তোরাফ হোসেন মণ্ডল, জেলা সভাপতি – সুভাষ ভাওয়াল। মালদা: জেলা চেয়ারম্যান – চৈতালি সরকার, জেলা সভাপতি – আবদুর রহিম বক্সী।
মুর্শিদাবাদ (বহরমপুর): জেলা চেয়ারম্যান – নিয়ামত শেখ, জেলা সভাপতি – অপূর্ব সরকার। মুর্শিদাবাদ (জঙ্গিপুর): জেলা চেয়ারম্যান – জাকির হোসেন, জেলা সভাপতি – খলিলুর রহমান। বীরভূম: জেলা চেয়ারম্যান – আশিস বন্দ্যোপাধ্যায়, জেলা সভাপতি – জেলা কোর কমিটি। পূর্ব বর্ধমান: জেলা চেয়ারম্যান – অপূর্ব চৌধুরী, জেলা সভাপতি – রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়।
পশ্চিম বর্ধমান: জেলা চেয়ারম্যান – হরে রাম সিং, জেলা সভাপতি – নরেন্দ্রনাথ চক্রবর্তী। বাঁকুড়া: জেলা চেয়ারম্যান – অলোক সেন মজুমদার, জেলা সভাপতি – তারাশঙ্কর রায়। বিষ্ণুপুর: জেলা চেয়ারম্যান – বিক্রমজিৎ চট্টোপাধ্যায়, জেলা সভাপতি – সুব্রত দত্ত। পুরুলিয়া: জেলা চেয়ারম্যান – শান্তিরাম মাহাতো, জেলা সভাপতি – রাজীব লোচন সোরেন। ঝাড়গ্রাম: জেলা চেয়ারম্যান – বীরবাহা সোরেন টুডু, জেলা সভাপতি – দুলাল মুর্মু।
পূর্ব মেদিনীপুর (তমলুক): জেলা চেয়ারম্যান – দিপেন্দ্র নারায়ণ রায়, জেলা সভাপতি – সুজিত কুমার রায়। পূর্ব মেদিনীপুর (কাঁথি), জেলা চেয়ারম্যান – তরুণ মাইতি, জেলা সভাপতি – পীযুষ কান্তি পান্ডা। পশ্চিম মেদিনীপুর (ঘাটাল): জেলা চেয়ারপার্সন – রাধাকান্ত মাইতি, জেলা সভাপতি – অজিত মাইতি, পশ্চিম মেদিনীপুর (মেদিনীপুর): জেলা চেয়ারপার্সন – দীনেন রায়, জেলা সভাপতি – সুজয় হাজরা। হাওড়া (গ্রামীণ): জেলা চেয়ারম্যান – সমীর কুমার পাঁজা, জেলা সভাপতি – অরুনাভ সেন। হাওড়া (আরবান): জেলা চেয়ারম্যান – অরূপ রায়, জেলা সভাপতি – গৌতম চৌধুরী।
হুগলি (শ্রীরামপুর): জেলা চেয়ারম্যান – অসীমা পাত্র, জেলা সভাপতি – অরিন্দম গুইন। নদিয়া (কৃষ্ণনগর): জেলা চেয়ারম্যান – রুকবানুর রহমান, জেলা সভাপতি – মহুয়া মৈত্র। নদিয়া (রানাঘাট): জেলা চেয়ারম্যান – শঙ্কর সিং রায়, জেলা সভাপতি – দেবাশিস গঙ্গোপাধ্যায়। কলকাতা (উত্তর): জেলা চেয়ারম্যান – সুদীপ বন্দ্যোপাধ্যায়, জেলা সভাপতি – কোর কমিটি। কলকাতা (দক্ষিণ): জেলা চেয়ারম্যান – মনীশ গুপ্ত, জেলা সভাপতি – দেবাশিস কুমার। উত্তর ২৪ পরগনা (বনগাঁ): জেলা চেয়ারম্যান – মমতা ঠাকুর, জেলা সভাপতি – বিশ্বজিৎ দাস। উত্তর ২৪ পরগনা (বারাসত): জেলা চেয়ারম্যান – ঘোষণা হয়নি, জেলা সভাপতি – ঘোষণা হয়নি।
উত্তর ২৪ পরগনা (বসিরহাট): জেলা চেয়ারম্যান – সরোজ বন্দ্যোপাধ্যায়, জেলা সভাপতি – বুরহানুর মুক্কাদিম। উত্তর ২৪ পরগনা (দমদম-ব্যারাকপুর): জেলা চেয়ারম্যান – নির্মল ঘোষ, জেলা সভাপতি – পার্থ ভৌমিক। দক্ষিণ ২৪ পরগনা (ডায়মন্ডহারবার-যাদবপুর): জেলা চেয়ারম্যান – অশোক কুমার দেব, জেলা সভাপতি – শুভাশিস চক্রবর্তী। দক্ষিণ ২৪ পরগনা (সুন্দরবন): জেলা চেয়ারম্যান – নমিতা সাহা, জেলা সভাপতি – জয়দেব হালদার।