০৯ অগাস্ট ২০২৫, শনিবার, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ইংরেজদের পর এখন তাদের দাসেরাও টিপুকে ভয় পাচ্ছে বিজেপিকে নিশানা ওয়াইসির

ইমামা খাতুন
  • আপডেট : ১৩ অক্টোবর ২০২২, বৃহস্পতিবার
  • / 49

পুবের কলম ওয়েব ডেস্ক: টিপু সুলতান জীবিত থাকাকালীন তাঁকে ইংরেজরা ভয় করত। আর এখন ইংরেজদের দাসত্বকারীরাও টিপুকে ভয় পাচ্ছে।

টিপুকে, তাঁর অবদানকে কখনও মুছে ফেলা যাবে না। ঠিক এই ভাষাতেই বিজেপিকে আক্রমণ করলেন হায়দরাবাদের সাংসদ তথা মিম সুপ্রিমো আসাদউদ্দিন ওয়াইসি। ইংরেজদের ‘দাসত্বকারী’ বলতে তিনি গেরুয়া শিবিরকেই নিশানা করেছেন।

আরও পড়ুন: রাজ্য বিজেপির সভাপতি হলেন শমীক ভট্টাচার্য, বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে নাম ঘোষণা

আসলে হিন্দু রাজনৈতিক মতাদর্শের প্রবক্তা হিসেবে পরিচিত সাভারকার আন্দামান জেলে বন্দি থাকার সময় মুক্তি পেতে ইংরেজদের কাছে ক্ষমাপ্রার্থনা করেছিলেন।

আরও পড়ুন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্য বিজেপির নয়া সভাপতি শমীক ভট্টাচার্য

‘ইংরেজদের দাসত্বকারী’ বলতে ওয়াইসি আসলে সাভারকার ও তাঁর অনুসারী পদ্মশিবিরকে একটু খোঁচা দিতে চেয়েছেন।

আরও পড়ুন: রাজ্য বিজেপির নতুন সভাপতি হতে চলেছেন শমীক ভট্টাচার্য, ঘোষণা সময়ের অপেক্ষা

উল্লেখ্য, বেঙ্গালুরু ও মহীশূরের মধ্যে চলাচলকারী টিপু এক্সপ্রেসের নাম বদলে ওয়াদেয়ার এক্সপ্রেস করা নিয়ে বিজেপিকে বিধতে গিয়ে এই মন্তব্য করেছেন ওয়াইসি।

তিনি বলেন, এভাবে কখনও টিপুকে তাঁর ঐতিহাসিক সংগ্রাম ও ইতিহাসকে মুছে ফেলা যাবে না। ওয়াইসির কথায়, বিজেপি সরকার টিপু এক্সপ্রেসের নাম পালটে ওয়াদেয়ার এক্সপ্রেস করে। স্থানীয় এক হিন্দু রাজার নামে এই নামকরণ করা হয়েছে।

আসলে টিপুকে বিজেপি ভয় পায় কারণ, টিপু সুলতান ইংরেজদের বিরুদ্ধে তিন-তিনবার যুদ্ধ ঘোষণা করেছিলেন। বিজেপি যতই চেষ্টা করুক, টিপুর ইতিহাস মুছতে পারবে না। টিপু যখন জীবিত ছিলেন ইংরেজরা তাঁকে ভয় করত আর এখন ইংরেজদের দাসত্বকারীরা টিপুকে ভয় পাচ্ছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইংরেজদের পর এখন তাদের দাসেরাও টিপুকে ভয় পাচ্ছে বিজেপিকে নিশানা ওয়াইসির

আপডেট : ১৩ অক্টোবর ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েব ডেস্ক: টিপু সুলতান জীবিত থাকাকালীন তাঁকে ইংরেজরা ভয় করত। আর এখন ইংরেজদের দাসত্বকারীরাও টিপুকে ভয় পাচ্ছে।

টিপুকে, তাঁর অবদানকে কখনও মুছে ফেলা যাবে না। ঠিক এই ভাষাতেই বিজেপিকে আক্রমণ করলেন হায়দরাবাদের সাংসদ তথা মিম সুপ্রিমো আসাদউদ্দিন ওয়াইসি। ইংরেজদের ‘দাসত্বকারী’ বলতে তিনি গেরুয়া শিবিরকেই নিশানা করেছেন।

আরও পড়ুন: রাজ্য বিজেপির সভাপতি হলেন শমীক ভট্টাচার্য, বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে নাম ঘোষণা

আসলে হিন্দু রাজনৈতিক মতাদর্শের প্রবক্তা হিসেবে পরিচিত সাভারকার আন্দামান জেলে বন্দি থাকার সময় মুক্তি পেতে ইংরেজদের কাছে ক্ষমাপ্রার্থনা করেছিলেন।

আরও পড়ুন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্য বিজেপির নয়া সভাপতি শমীক ভট্টাচার্য

‘ইংরেজদের দাসত্বকারী’ বলতে ওয়াইসি আসলে সাভারকার ও তাঁর অনুসারী পদ্মশিবিরকে একটু খোঁচা দিতে চেয়েছেন।

আরও পড়ুন: রাজ্য বিজেপির নতুন সভাপতি হতে চলেছেন শমীক ভট্টাচার্য, ঘোষণা সময়ের অপেক্ষা

উল্লেখ্য, বেঙ্গালুরু ও মহীশূরের মধ্যে চলাচলকারী টিপু এক্সপ্রেসের নাম বদলে ওয়াদেয়ার এক্সপ্রেস করা নিয়ে বিজেপিকে বিধতে গিয়ে এই মন্তব্য করেছেন ওয়াইসি।

তিনি বলেন, এভাবে কখনও টিপুকে তাঁর ঐতিহাসিক সংগ্রাম ও ইতিহাসকে মুছে ফেলা যাবে না। ওয়াইসির কথায়, বিজেপি সরকার টিপু এক্সপ্রেসের নাম পালটে ওয়াদেয়ার এক্সপ্রেস করে। স্থানীয় এক হিন্দু রাজার নামে এই নামকরণ করা হয়েছে।

আসলে টিপুকে বিজেপি ভয় পায় কারণ, টিপু সুলতান ইংরেজদের বিরুদ্ধে তিন-তিনবার যুদ্ধ ঘোষণা করেছিলেন। বিজেপি যতই চেষ্টা করুক, টিপুর ইতিহাস মুছতে পারবে না। টিপু যখন জীবিত ছিলেন ইংরেজরা তাঁকে ভয় করত আর এখন ইংরেজদের দাসত্বকারীরা টিপুকে ভয় পাচ্ছে।