০৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বিহারে দরাজ নীতীশ সরকার! ভোটের আগে দ্বাদশ উত্তীর্ণ ছাত্রছাত্রীদের মিলবে মাসিক ৪০০০ টাকা, স্নাতকদের ৬০০০ টাকা!

চামেলি দাস
  • আপডেট : ৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার
  • / 51

পুবের কলম ওয়েবডেস্ক: ভোট বড় বালাই! চলতি বছরের শেষে বিহারে বিধানসভা নির্বাচন। তার আগে বড় ঘোষণা বিহারে এনডিএ সরকারের। মঙ্গলবার নীতীশ কুমারের সভাপতিত্বে রাজ্য মন্ত্রিসভার বৈঠক হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়, ইন্টার্নশিপের সময় মাসিক আর্থিক অনুদান দেওয়া হবে উচ্চমাধ্যমিক ও স্নাতক উত্তীর্ণ পড়ুয়াদের।

এই প্রকল্পের আওতায় ১৮ থেকে ২৮ বছর বয়সি যুবক-যুবতীরা অন্তর্ভুক্ত হবেন। যাঁরা দ্বাদশ শ্রেণি পাশ করেছেন তাঁদের মাসে ৪০০০ টাকা,  আইটিআই বা ডিপ্লোমা প্রাপ্তদের ৫০০০ টাকা, আর স্নাতক বা স্নাতকোত্তর উত্তীর্ণদের ৬০০০ টাকা করে দেওয়া হবে।

যাঁরা বিহারের অন্য জেলায় ইন্টার্নশিপ করবেন, তাঁরা অতিরিক্ত ২০০০ টাকা পাবেন। আর যাঁরা অন্য রাজ্যে কাজ করবেন, তাঁদের দেওয়া হবে অতিরিক্ত ৫০০০ টাকা।

আরও পড়ুন: বিহার বিধানসভা নির্বাচন ও ভোটার তালিকা সংশোধন ঘিরে তৃণমূলের আপত্তি, নির্বাচন কমিশনে প্রতিনিধিদল

প্রকল্পের নাম ‘মুখ্যমন্ত্রী প্রতিজ্ঞা যোজনা’। মূলত স্কিল ডেভেলপমেন্ট ও তরুণদের কর্মক্ষমতা বৃদ্ধির লক্ষ্যেই নেওয়া হয়েছে এই উদ্যোগ। তিন থেকে ১২ মাসের মধ্যে ইন্টার্নশিপের সময়সীমা নির্ধারিত থাকবে। আর্থিক অনুদান সরাসরি প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে বলে জানিয়েছে সরকার।

আরও পড়ুন: বিহারে ভোটার তালিকা থেকে অনগ্রসর, দলিত এবং সংখ্যালঘুদের বাদ দেওয়ার ষড়যন্ত্র: কংগ্রেস

চলতি অর্থবর্ষে প্রাথমিকভাবে ৫ হাজার যুবক-যুবতীকে এই অনুদান দেওয়া হবে। আগামী পাঁচ বছরে এই সংখ্যা এক লক্ষ ছাড়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই প্রকল্পে সরকারের মোট ব্যয় হবে ৬৮৫.৭৬ কোটি টাকা।

আরও পড়ুন: জাতিগণনার জন্য আইন পরিবর্তনের প্রয়োজন নেই

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিহারে দরাজ নীতীশ সরকার! ভোটের আগে দ্বাদশ উত্তীর্ণ ছাত্রছাত্রীদের মিলবে মাসিক ৪০০০ টাকা, স্নাতকদের ৬০০০ টাকা!

আপডেট : ৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্ক: ভোট বড় বালাই! চলতি বছরের শেষে বিহারে বিধানসভা নির্বাচন। তার আগে বড় ঘোষণা বিহারে এনডিএ সরকারের। মঙ্গলবার নীতীশ কুমারের সভাপতিত্বে রাজ্য মন্ত্রিসভার বৈঠক হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়, ইন্টার্নশিপের সময় মাসিক আর্থিক অনুদান দেওয়া হবে উচ্চমাধ্যমিক ও স্নাতক উত্তীর্ণ পড়ুয়াদের।

এই প্রকল্পের আওতায় ১৮ থেকে ২৮ বছর বয়সি যুবক-যুবতীরা অন্তর্ভুক্ত হবেন। যাঁরা দ্বাদশ শ্রেণি পাশ করেছেন তাঁদের মাসে ৪০০০ টাকা,  আইটিআই বা ডিপ্লোমা প্রাপ্তদের ৫০০০ টাকা, আর স্নাতক বা স্নাতকোত্তর উত্তীর্ণদের ৬০০০ টাকা করে দেওয়া হবে।

যাঁরা বিহারের অন্য জেলায় ইন্টার্নশিপ করবেন, তাঁরা অতিরিক্ত ২০০০ টাকা পাবেন। আর যাঁরা অন্য রাজ্যে কাজ করবেন, তাঁদের দেওয়া হবে অতিরিক্ত ৫০০০ টাকা।

আরও পড়ুন: বিহার বিধানসভা নির্বাচন ও ভোটার তালিকা সংশোধন ঘিরে তৃণমূলের আপত্তি, নির্বাচন কমিশনে প্রতিনিধিদল

প্রকল্পের নাম ‘মুখ্যমন্ত্রী প্রতিজ্ঞা যোজনা’। মূলত স্কিল ডেভেলপমেন্ট ও তরুণদের কর্মক্ষমতা বৃদ্ধির লক্ষ্যেই নেওয়া হয়েছে এই উদ্যোগ। তিন থেকে ১২ মাসের মধ্যে ইন্টার্নশিপের সময়সীমা নির্ধারিত থাকবে। আর্থিক অনুদান সরাসরি প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে বলে জানিয়েছে সরকার।

আরও পড়ুন: বিহারে ভোটার তালিকা থেকে অনগ্রসর, দলিত এবং সংখ্যালঘুদের বাদ দেওয়ার ষড়যন্ত্র: কংগ্রেস

চলতি অর্থবর্ষে প্রাথমিকভাবে ৫ হাজার যুবক-যুবতীকে এই অনুদান দেওয়া হবে। আগামী পাঁচ বছরে এই সংখ্যা এক লক্ষ ছাড়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই প্রকল্পে সরকারের মোট ব্যয় হবে ৬৮৫.৭৬ কোটি টাকা।

আরও পড়ুন: জাতিগণনার জন্য আইন পরিবর্তনের প্রয়োজন নেই