বিহারে দরাজ নীতীশ সরকার! ভোটের আগে দ্বাদশ উত্তীর্ণ ছাত্রছাত্রীদের মিলবে মাসিক ৪০০০ টাকা, স্নাতকদের ৬০০০ টাকা!

- আপডেট : ৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার
- / 51
পুবের কলম ওয়েবডেস্ক: ভোট বড় বালাই! চলতি বছরের শেষে বিহারে বিধানসভা নির্বাচন। তার আগে বড় ঘোষণা বিহারে এনডিএ সরকারের। মঙ্গলবার নীতীশ কুমারের সভাপতিত্বে রাজ্য মন্ত্রিসভার বৈঠক হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়, ইন্টার্নশিপের সময় মাসিক আর্থিক অনুদান দেওয়া হবে উচ্চমাধ্যমিক ও স্নাতক উত্তীর্ণ পড়ুয়াদের।
এই প্রকল্পের আওতায় ১৮ থেকে ২৮ বছর বয়সি যুবক-যুবতীরা অন্তর্ভুক্ত হবেন। যাঁরা দ্বাদশ শ্রেণি পাশ করেছেন তাঁদের মাসে ৪০০০ টাকা, আইটিআই বা ডিপ্লোমা প্রাপ্তদের ৫০০০ টাকা, আর স্নাতক বা স্নাতকোত্তর উত্তীর্ণদের ৬০০০ টাকা করে দেওয়া হবে।
যাঁরা বিহারের অন্য জেলায় ইন্টার্নশিপ করবেন, তাঁরা অতিরিক্ত ২০০০ টাকা পাবেন। আর যাঁরা অন্য রাজ্যে কাজ করবেন, তাঁদের দেওয়া হবে অতিরিক্ত ৫০০০ টাকা।
প্রকল্পের নাম ‘মুখ্যমন্ত্রী প্রতিজ্ঞা যোজনা’। মূলত স্কিল ডেভেলপমেন্ট ও তরুণদের কর্মক্ষমতা বৃদ্ধির লক্ষ্যেই নেওয়া হয়েছে এই উদ্যোগ। তিন থেকে ১২ মাসের মধ্যে ইন্টার্নশিপের সময়সীমা নির্ধারিত থাকবে। আর্থিক অনুদান সরাসরি প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে বলে জানিয়েছে সরকার।
চলতি অর্থবর্ষে প্রাথমিকভাবে ৫ হাজার যুবক-যুবতীকে এই অনুদান দেওয়া হবে। আগামী পাঁচ বছরে এই সংখ্যা এক লক্ষ ছাড়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই প্রকল্পে সরকারের মোট ব্যয় হবে ৬৮৫.৭৬ কোটি টাকা।