০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বোর্ড নাম্বার দিয়েছে, স্কুল মানতে নারাজ মার্কশিট পাচ্ছে না ছাত্রী: বিক্ষোভ

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৬ জুলাই ২০২১, সোমবার
  • / 20

দেবশ্রী মজুমদার, বোলপুর,  ওয়েব সাইটে বোর্ড নাম্বার দিয়েছে, স্কুলে সেই মার্কসিট পৌঁছে গিয়েছে। কিন্তু  মানতে নারাজ স্কুল। যার জেরে সবাই  মার্কসিট পেলেও, ঘোরানো হচ্ছে ছাত্রীকে। স্কুলের দাবি, ওই ছাত্রীর ওই নাম্বার পেতে পারে না। বোর্ডকে জানিয়ে নতুন মার্কশিট না আসা পর্যন্ত ওয়েবসাইটে প্রদর্শিত মার্কশিট  তাকে দেওয়া যাবে না। এদিকে সবাই  মার্কশিট পেলেও ছাত্রী অনন্যা মণ্ডল হাতে  মার্কশিট  না পেয়ে ভর্তি হওয়ার জন্য  কোথাও আবেদন করতে পারছেন না। তাছাড়া এই প্রাপ্ত নাম্বার পাড়া প্রতিবেশী আত্মীয় পরিজন সবাইকে দেখিয়ে বিড়ম্বনার শিকার  ছাত্রী। ছাত্রীর মা নিরুপমা দেবীর দাবী, এমতাবস্থায় তার প্রাপ্ত নাম্বার না দিলে হয়তো তার মেয়ে অপমানিত হয়ে কিছু করে ফেলতে পারে। যার জন্য  দায়ী থাকবে স্কুল কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটেছে নলহাটি হাইস্কুল ফর গার্লস স্কুলে।

স্কুলের প্রধান শিক্ষিকা  বিদিশা সিনহার বক্তব্য,  যা নম্বর পেয়েছে তা পাওয়ার কথা নয় ছাত্রী অনন্যা মণ্ডলের।   তাই                   দিনের পর দিন কেটে গেলেও সেই ছাত্রীর হাতে দিচ্ছেন না মার্কশিট। এদিকে মাধ্যমিকের ফল রেজাল্ট বেরোনোর পর সাতদিন কেটে গেলেও হাতে মার্কশিট না মেলায় বিপাকে পড়েছে ওই ছাত্রী। স্কুলে মার্কশিট চাইতে গেলে তাদের তাড়িয়ে দিয়েছেন প্রধান শিক্ষিকা, বলেও অভিযোগে সরব হয়েছেন ওই ছাত্রীর পরিবার। 

আরও পড়ুন: বন দফতরের আপত্তিতে বসন্ত উৎসব নিষিদ্ধ বোলপুরের সোনাঝুরিতে

আরও পড়ুন: বীরভূমের হজ যাত্রীদের বিশেষ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল সিউড়িতে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বোর্ড নাম্বার দিয়েছে, স্কুল মানতে নারাজ মার্কশিট পাচ্ছে না ছাত্রী: বিক্ষোভ

আপডেট : ২৬ জুলাই ২০২১, সোমবার

দেবশ্রী মজুমদার, বোলপুর,  ওয়েব সাইটে বোর্ড নাম্বার দিয়েছে, স্কুলে সেই মার্কসিট পৌঁছে গিয়েছে। কিন্তু  মানতে নারাজ স্কুল। যার জেরে সবাই  মার্কসিট পেলেও, ঘোরানো হচ্ছে ছাত্রীকে। স্কুলের দাবি, ওই ছাত্রীর ওই নাম্বার পেতে পারে না। বোর্ডকে জানিয়ে নতুন মার্কশিট না আসা পর্যন্ত ওয়েবসাইটে প্রদর্শিত মার্কশিট  তাকে দেওয়া যাবে না। এদিকে সবাই  মার্কশিট পেলেও ছাত্রী অনন্যা মণ্ডল হাতে  মার্কশিট  না পেয়ে ভর্তি হওয়ার জন্য  কোথাও আবেদন করতে পারছেন না। তাছাড়া এই প্রাপ্ত নাম্বার পাড়া প্রতিবেশী আত্মীয় পরিজন সবাইকে দেখিয়ে বিড়ম্বনার শিকার  ছাত্রী। ছাত্রীর মা নিরুপমা দেবীর দাবী, এমতাবস্থায় তার প্রাপ্ত নাম্বার না দিলে হয়তো তার মেয়ে অপমানিত হয়ে কিছু করে ফেলতে পারে। যার জন্য  দায়ী থাকবে স্কুল কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটেছে নলহাটি হাইস্কুল ফর গার্লস স্কুলে।

স্কুলের প্রধান শিক্ষিকা  বিদিশা সিনহার বক্তব্য,  যা নম্বর পেয়েছে তা পাওয়ার কথা নয় ছাত্রী অনন্যা মণ্ডলের।   তাই                   দিনের পর দিন কেটে গেলেও সেই ছাত্রীর হাতে দিচ্ছেন না মার্কশিট। এদিকে মাধ্যমিকের ফল রেজাল্ট বেরোনোর পর সাতদিন কেটে গেলেও হাতে মার্কশিট না মেলায় বিপাকে পড়েছে ওই ছাত্রী। স্কুলে মার্কশিট চাইতে গেলে তাদের তাড়িয়ে দিয়েছেন প্রধান শিক্ষিকা, বলেও অভিযোগে সরব হয়েছেন ওই ছাত্রীর পরিবার। 

আরও পড়ুন: বন দফতরের আপত্তিতে বসন্ত উৎসব নিষিদ্ধ বোলপুরের সোনাঝুরিতে

আরও পড়ুন: বীরভূমের হজ যাত্রীদের বিশেষ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল সিউড়িতে