০৬ অগাস্ট ২০২৫, বুধবার, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

পুরভোটে মেদিনীপুরে ধুয়েমুছে সাফ বিজেপি, নিজের কেন্দ্রেও মুখ পুড়ল দিলীপের

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২ মার্চ ২০২২, বুধবার
  • / 56

পুবের কলম ওয়েবডেস্ক: “ কুকথায় পঞ্চমুখ কণ্ঠ ভরা বিষ”দিলীপ ঘোষ বললেই এই ছবিটাই চোখের সামনে ভেসে ওঠে।মেদিনীপুরের  সাংসদ তথা বিজেপির এই  শীর্ষনেতার মুখ পুড়ল নিজের গড়েই।

মেদিনীপুরে নিজস্ব বাংলোয় বসে ভোট পরিচালনা করেছেন । স্থানীয় ভোটার না হওয়ায় তাঁকে বলা হয়েছিল ফিরে যেতে। দিলীপ অবশ্য সে কথা শোনেননি। নিজের বাংলোতে স্বেচ্ছা নির্বাসনে থেকেই ভোট পরিচালনা করেছেন। একের পর এক নির্বাচনী জনসভায় ঝড় তুলেছেন। তারপরেও পদ্ম থেকে মুখ ফিরিয়েছেন জনতা জনার্দন।

আরও পড়ুন: রাজ্য বিজেপির সভাপতি হলেন শমীক ভট্টাচার্য, বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে নাম ঘোষণা

একটু দেখে নেওয়া যাক মেদিনীপুর পুরসভায় মোট ২৫টি ওয়ার্ড। তার মধ্যে ২০টি ওয়ার্ড তৃণমূল কংগ্রেস পেয়েছে। তিনটি ওয়ার্ড বামফ্রন্ট, একটি নির্দল এবং একটি কংগ্রেসের দখলে গিয়েছে। সুতরাং এখানে বিজেপি একটিও আসন পেল না। ফলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূল কংগ্রেস মেদিনীপুর পুরসভার বোর্ড দখল করল।

আরও পড়ুন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্য বিজেপির নয়া সভাপতি শমীক ভট্টাচার্য

২১ শের বিধানসভা নির্বাচনের মত এবার পুর নির্বাচনেও মুখ পুড়ল বিজেপির। খড়গপুরে হিরণ জিতলেও, বিজেপি কিন্তু ক্ষমতার ধারেকাছেও যেতে পারেনি।

আরও পড়ুন: রাজ্য বিজেপির নতুন সভাপতি হতে চলেছেন শমীক ভট্টাচার্য, ঘোষণা সময়ের অপেক্ষা

অন্যদিকে কাঁথি পুরসভাতেও চারদশক পরে ক্ষমতা হারিয়েছে অধিকারী পরিবার। এমনকি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওয়ার্ডেও হেরেছে বিজেপি।

যদিও দিলীপ আছেন দিলীপেই। তাঁর সাফ বক্তব্য ভয়ের পরিবেশে নির্বাচন হয়েছে। তাই ফলাফল যা হওয়ার তাই হয়েছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পুরভোটে মেদিনীপুরে ধুয়েমুছে সাফ বিজেপি, নিজের কেন্দ্রেও মুখ পুড়ল দিলীপের

আপডেট : ২ মার্চ ২০২২, বুধবার

পুবের কলম ওয়েবডেস্ক: “ কুকথায় পঞ্চমুখ কণ্ঠ ভরা বিষ”দিলীপ ঘোষ বললেই এই ছবিটাই চোখের সামনে ভেসে ওঠে।মেদিনীপুরের  সাংসদ তথা বিজেপির এই  শীর্ষনেতার মুখ পুড়ল নিজের গড়েই।

মেদিনীপুরে নিজস্ব বাংলোয় বসে ভোট পরিচালনা করেছেন । স্থানীয় ভোটার না হওয়ায় তাঁকে বলা হয়েছিল ফিরে যেতে। দিলীপ অবশ্য সে কথা শোনেননি। নিজের বাংলোতে স্বেচ্ছা নির্বাসনে থেকেই ভোট পরিচালনা করেছেন। একের পর এক নির্বাচনী জনসভায় ঝড় তুলেছেন। তারপরেও পদ্ম থেকে মুখ ফিরিয়েছেন জনতা জনার্দন।

আরও পড়ুন: রাজ্য বিজেপির সভাপতি হলেন শমীক ভট্টাচার্য, বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে নাম ঘোষণা

একটু দেখে নেওয়া যাক মেদিনীপুর পুরসভায় মোট ২৫টি ওয়ার্ড। তার মধ্যে ২০টি ওয়ার্ড তৃণমূল কংগ্রেস পেয়েছে। তিনটি ওয়ার্ড বামফ্রন্ট, একটি নির্দল এবং একটি কংগ্রেসের দখলে গিয়েছে। সুতরাং এখানে বিজেপি একটিও আসন পেল না। ফলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূল কংগ্রেস মেদিনীপুর পুরসভার বোর্ড দখল করল।

আরও পড়ুন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্য বিজেপির নয়া সভাপতি শমীক ভট্টাচার্য

২১ শের বিধানসভা নির্বাচনের মত এবার পুর নির্বাচনেও মুখ পুড়ল বিজেপির। খড়গপুরে হিরণ জিতলেও, বিজেপি কিন্তু ক্ষমতার ধারেকাছেও যেতে পারেনি।

আরও পড়ুন: রাজ্য বিজেপির নতুন সভাপতি হতে চলেছেন শমীক ভট্টাচার্য, ঘোষণা সময়ের অপেক্ষা

অন্যদিকে কাঁথি পুরসভাতেও চারদশক পরে ক্ষমতা হারিয়েছে অধিকারী পরিবার। এমনকি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওয়ার্ডেও হেরেছে বিজেপি।

যদিও দিলীপ আছেন দিলীপেই। তাঁর সাফ বক্তব্য ভয়ের পরিবেশে নির্বাচন হয়েছে। তাই ফলাফল যা হওয়ার তাই হয়েছে।