গ্রামীণ স্বাস্থ্য মিশনের তহবিলে ‘দু’বছর পর’ ৩৯১ কোটি রাজ্যকে দিল কেন্দ্র

- আপডেট : ৩১ মে ২০২৫, শনিবার
- / 166
পুবের কলম ওয়েবডেস্ক: ২ বছর পর ৩৯১ কোটি টাকা বরাদ্দ এল গ্রামীণ স্বাস্থ্য মিশনের তহবিলে। দীর্ঘদিন বাদে রাজ্যকে তিনশো একানব্বই কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র। জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক রাজ্যকে দিচ্ছে ৩৯১ কোটি টাকা। গত দু’বছর ধরে এই কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যকে টাকা বরাদ্দ বন্ধ রাখা হয়েছিল।
নবান্ন সূত্রের খবর, কেন্দ্রীয় শর্ত না মানার অভিযোগে টাকা বন্ধ রেখেছিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। অবশেষে চলতি অর্থ বর্ষের প্রথম কিস্তির টাকা পেল রাজ্য। গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রগুলির পরিকাঠামোর মান উন্নয়ন, সুস্বাস্থ্যকেন্দ্র গঠন-সহ একাধিক ক্ষেত্রে এই কেন্দ্রীয় বরাদ্দ ব্যবহার করা হয়।
এর আগে জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের টাকা বরাদ্দ চেয়ে রাজ্যের তরফে চিঠিও দেওয়া হয় কেন্দ্রকে। চলতি অর্থ বর্ষে প্রথম কিস্তির টাকা পাওয়ায় এবারে নিয়মিত টাকা এই প্রকল্পে কেন্দ্রের থেকে পাওয়া যাবে বলেই রাজ্য আশাবাদী।
এই প্রকল্পের জন্য বরাদ্দ প্রথম কিস্তির ৩৯১ কোটি টাকা চলতি অর্থবর্ষের প্রথম কিস্তি হিসাবে দেওয়া হবে বলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক চিঠি দিয়ে রাজ্যকে জানিয়েছে বলেই নবান্ন সূত্রে খবর। রাজ্য সরকার দীর্ঘদিন ধরে কেন্দ্রের কাছে দাবি জানিয়ে আসছিল। অবশেষে রাজ্যের চাপে অর্থ বরাদ্দ করতে বাধ্য হল।