কাজি নজরুল ইসলামের জন্মদিনে শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীর

- আপডেট : ২৬ মে ২০২৫, সোমবার
- / 423
পুবের কলম, ওয়েবডেস্ক: আজ সোমবার, ১১ জ্যৈষ্ঠ। কাজি নজরুল ইসলামের জন্মদিবস। নজরুলের জন্মদিবসে তাঁকে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার এক্স হ্যান্ডেলে বিদ্রোহী কবিকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি বেশ কিছু বার্তাও দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী।
এক্স হ্যান্ডলে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন – “মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু-মুসলমান”। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীতে জানাই আন্তরিক শ্রদ্ধার্ঘ্য। আমরা কবির স্মরণে তাঁর জন্মক্ষেত্রের কাছে আসানসোলে তাঁর নামে কাজী নজরুল বিশ্ববিদ্যালয় করেছি, ওই অঞ্চলেই অন্ডালে আমাদের গ্রিনফিল্ড বিমানবন্দরের নাম রেখেছি ‘কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট’। তাঁরই প্রতি শ্রদ্ধায় করেছি ‘নজরুল তীর্থ’ এবং ‘পশ্চিমবঙ্গ কাজী নজরুল ইসলাম আকাদেমি’। প্রকাশ করেছি কবির উপর নানা গবেষণা-গ্রন্থ। কবি আমাদের নিত্য-স্মরণীয়, সঙ্কটে কান্ডারি!”
“মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু-মুসলমান”
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীতে জানাই আন্তরিক শ্রদ্ধার্ঘ্য।
আমরা কবির স্মরণে তাঁর জন্মক্ষেত্রের কাছে আসানসোলে তাঁর নামে কাজী নজরুল বিশ্ববিদ্যালয় করেছি, ওই অঞ্চলেই অন্ডালে আমাদের গ্রিনফিল্ড বিমানবন্দরের নাম রেখেছি কাজী…
— Mamata Banerjee (@MamataOfficial) May 26, 2025