২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বিত্ত নিগমের উদ্যোগে শুরু হতে চলেছে প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিং

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, সোমবার
  • / 139

পুবের কলম প্রতিবেদকঃ  ছাত্রছাত্রীদের সুবিধার্থে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিশেষ কোচিংয়ের উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম। আগামী জানুয়ারি মাস থেকে এই আবাসিক কোচিং শুরু হবে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে।

বিত্ত নিগম সূত্রে জানা গিয়েছে, ই-ডেন্ডারের মাধ্যমে কোচিংয়ের দায়িত্ব পেয়েছে, আল আমীন মিশন, অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন এবং রাইস গ্রুপ। মোট ৫০০ জন ছাত্রছাত্রীকে কোচিং করানো হবে।

আরও পড়ুন: সংখ্যালঘুদের সংখ্যায় নয়, বড় হতে হবে মেধা ও কর্মোদ্যোগে: ফিরহাদ

গত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আবাসিক প্রশিক্ষণ দিয়ে আসছে। কিন্তু করোনা পরিস্থিতিতে সেই কোচিং দেওয়া যায়নি। করোনা পরিস্তিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় এবার আবার আবাসিক প্রশিক্ষণ দিতে চলেছে।

আরও পড়ুন: যাত্রী হয়রানী রুখতে নয়া  উদ্যোগ রাজ্যের, হলুদ ট্যাক্সির জন্য  ‘যাত্রী সাথী’ অ্যাপ আনল পরিবহণ দফতর

সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম সূত্রে খবর,  হাওড়া– কলকাতা– বারাসত– সোনারপুর– বারুইপুর– বহরমপুর– কৃষ্ণনগর– বর্ধমান– শিলিগুড়ি– মালদা– খড়্গপুরে  স্কিনিং টেস্টের সেন্টার করা হয়েছিল। এর মধ্যে ৪ হাজার ৪২৮ জন পুরুষ এবং ১ হাজার ৯৪ জন মহিলা প্রার্থী ছিলেন। জানুয়ারির শুরুতেই উত্তীর্ণ পরীক্ষার্থীদের প্রশিক্ষণ দেবে সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম।

আরও পড়ুন: হামজা বে মসজিদ সংস্কারের উদ্যোগ

প্রথমে  লিখিত পরীক্ষা হয়,  উত্তীর্ণদের ইন্টারভিউ হয়। দ্রুত ইন্টারভিউয়ে উত্তীর্ণদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে বিত্ত নিগম।

বিত্ত নিগম সূত্রে আরও জানা গিয়েছে, ১০০ নম্বরের স্কিনিং টেস্ট হয় ১ ঘণ্টার। পরীক্ষা নেওয়া হয় জেনারেল নলেজ, মাতৃভাষা, ইংরেজি এবং সাধারণ বিষয়ের উপর।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিত্ত নিগমের উদ্যোগে শুরু হতে চলেছে প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিং

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, সোমবার

পুবের কলম প্রতিবেদকঃ  ছাত্রছাত্রীদের সুবিধার্থে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিশেষ কোচিংয়ের উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম। আগামী জানুয়ারি মাস থেকে এই আবাসিক কোচিং শুরু হবে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে।

বিত্ত নিগম সূত্রে জানা গিয়েছে, ই-ডেন্ডারের মাধ্যমে কোচিংয়ের দায়িত্ব পেয়েছে, আল আমীন মিশন, অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন এবং রাইস গ্রুপ। মোট ৫০০ জন ছাত্রছাত্রীকে কোচিং করানো হবে।

আরও পড়ুন: সংখ্যালঘুদের সংখ্যায় নয়, বড় হতে হবে মেধা ও কর্মোদ্যোগে: ফিরহাদ

গত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আবাসিক প্রশিক্ষণ দিয়ে আসছে। কিন্তু করোনা পরিস্থিতিতে সেই কোচিং দেওয়া যায়নি। করোনা পরিস্তিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় এবার আবার আবাসিক প্রশিক্ষণ দিতে চলেছে।

আরও পড়ুন: যাত্রী হয়রানী রুখতে নয়া  উদ্যোগ রাজ্যের, হলুদ ট্যাক্সির জন্য  ‘যাত্রী সাথী’ অ্যাপ আনল পরিবহণ দফতর

সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম সূত্রে খবর,  হাওড়া– কলকাতা– বারাসত– সোনারপুর– বারুইপুর– বহরমপুর– কৃষ্ণনগর– বর্ধমান– শিলিগুড়ি– মালদা– খড়্গপুরে  স্কিনিং টেস্টের সেন্টার করা হয়েছিল। এর মধ্যে ৪ হাজার ৪২৮ জন পুরুষ এবং ১ হাজার ৯৪ জন মহিলা প্রার্থী ছিলেন। জানুয়ারির শুরুতেই উত্তীর্ণ পরীক্ষার্থীদের প্রশিক্ষণ দেবে সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম।

আরও পড়ুন: হামজা বে মসজিদ সংস্কারের উদ্যোগ

প্রথমে  লিখিত পরীক্ষা হয়,  উত্তীর্ণদের ইন্টারভিউ হয়। দ্রুত ইন্টারভিউয়ে উত্তীর্ণদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে বিত্ত নিগম।

বিত্ত নিগম সূত্রে আরও জানা গিয়েছে, ১০০ নম্বরের স্কিনিং টেস্ট হয় ১ ঘণ্টার। পরীক্ষা নেওয়া হয় জেনারেল নলেজ, মাতৃভাষা, ইংরেজি এবং সাধারণ বিষয়ের উপর।