মাদক প্রাচারের ভয় দেখিয়ে বৃদ্ধাকে ডিজিটাল অ্যারেস্ট, ৬ মাসে খোয়ালেন প্রায় ৪ কোটি

- আপডেট : ১০ অগাস্ট ২০২৫, রবিবার
- / 10
পুবের কলম, ওয়েবডেস্ক: প্রতারণার নতুন কৌশলের নাম ‘ডিজিটাল অ্যারেস্ট’। দেশজুড়ে এই ধরনের সাইবার অপরাধ এখন নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছ । কখনও কেন্দ্রীয় এজেন্সি তো কখনও পুলিশের নাম করে প্রতারণা করা হচ্ছে নাগরিকদের সঙ্গে। এবার তারই শিকার হলেন এক বৃদ্ধা। ছ’মাসে খোয়ালেন ৩ কোটি ৯ লক্ষ টাকা। পুলিশ সেজে তাঁর কাছ এই বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেয় প্রতারকরা বলে খবর। কর্নাটকের ম্যাঙ্গালুরুতে ঘটনাটি ঘটেছে । তবে এখনও অধরা অভিযুক্তরা। পুলিশের পক্ষ থেকে জারি রয়েছে তদন্ত ।
পুলিশ সূত্রে খবর, চলতি বছরের ১৫ জানুয়ারি ওই বৃদ্ধার সঙ্গে যোগাযোগ করে প্রতারকরা। নাম লেহি প্রভু। নিজেদের পুলিশের আধিকারিক বলে পরিচয় দেয় প্রতারকরা। অভিযোগ, লেহির বিরুদ্ধে চিনে মাদক প্রচারের অভিযোগ আনে তারা। বলা হয়, ভুক্তভুগীর নাম ও ঠিকানা থেকে একটি পার্সেল প্রতিনিয়ত চিনে পাঠানো হচ্ছে। যাতে প্রচুর মাদক দ্রব্যাদি রয়েছে।
আর সেই পার্সেলটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। এরপরই বৃদ্ধাকে গ্রেফতারির হুমকি দেওয়া হয়। এরপর ওই প্রতারকদের চাপে পড়ে দফায় দফায় জানুয়ারি থেকে জুলাই মাস মোট ৩ কোটি ৯ লক্ষ টাকা পাঠায় ওই বৃদ্ধা। শেষমেশ জীবনের শেষ সঞ্চয় হারিয়ে সম্প্রতি পুলিশের দ্বারস্থ হন তিনি। তাঁর অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছেন তদন্তকারী অফিসাররা।