২৬ জুলাই ২০২৫, শনিবার, ১০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সউদি আরবে চাকরির নামে প্রতারণা, বারুইপুরে ধৃত ১

ইমামা খাতুন
  • আপডেট : ২৪ জুলাই ২০২৫, বৃহস্পতিবার
  • / 30

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,বারুইপুর :সউদি আরবে চাকরি করে দেওয়ার নাম করে মোটা টাকা নেওয়া। তারপর চাকরি দেওয়া দূর অস্ত, উল্টে আবেদনকারীদের পাসপোর্টও আটকে রাখা হয় দিনের পর দিন। সম্প্রতি রানাঘাট থানায় দায়ের হওয়া প্রতারণার অভিযোগের তদন্তে নেমে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থেকে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ধৃতের নাম শেখ শামিম। তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলার রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা তা জানার চেষ্টা করছে। এছাড়ায় এই প্রতারণা চক্রের জাল কতদূর ছড়িয়ে রয়েছে তাও খতিয়ে দেখছে পুলিশ। ধৃতের কাছ থেকে কয়েকজনের পাসপোর্টও উদ্ধার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে,আবেদনকারীরা প্রত্যেকেই রানাঘাট থানা এলাকার বাসিন্দা।

আরও পড়ুন: জীবিত ব্যক্তিকে মৃত বানিয়ে সরকারি প্রকল্পে প্রতারণার অভিযোগ

সম্প্রতি তাঁরা এক এজেন্টের মাধ্যমে সউদি আরব সহ বিদেশে চাকরির জন্য একটি সংস্থার সঙ্গে যোগাযোগ করেন। আটজন আবেদনকারীর সঙ্গে চুক্তি হয় সউদি আরবের একটি কোম্পানিতে। চাকরি পাইয়ে দেওয়ার জন্য প্রত্যেককে ৬৫ হাজার টাকা করে দিতে হবে ওই সংস্থাকে। সেইমতো অনেকেই দু’টি কিস্তিতে সেই টাকা ওই সংস্থাকে মিটিয়ে দেন। এরপর ভিসা করানোর নাম করে তাঁদের থেকে পাসপোর্ট চেয়ে নেওয়া হয়।

আরও পড়ুন: ৯৩ কোটির প্রতারণা, দিল্লির দম্পতির অভিযোগে মুকুন্দপুরে ইডির হানা

অভিযোগ, এরপর থেকেই তাদের সঙ্গে প্রতারণা শুরু হয়। দিনের পর দিন কেটে গেলেও তাঁরা কোন ও চাকরি পাননি। তাদের ভিসাও হয়নি। এমনকি বারবার পাসপোর্ট ফেরত চাইলে তা দেওয়া হচ্ছিল না বলে অভিযোগ। তাই শেষমেষ প্রতারিতরা রানাঘাট থানার দ্বারস্থ হন।আর তাঁদের দায়ের করা অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার পুলিশ শামিমকে গ্রেপ্তার করে।বুধবার তাকে আদালতে পেশ করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ।

আরও পড়ুন: বিদেশ ভ্রমণের নামে প্রতারণা, কলকাতায় এসে বিপাকে গুজরাতি পরিবার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সউদি আরবে চাকরির নামে প্রতারণা, বারুইপুরে ধৃত ১

আপডেট : ২৪ জুলাই ২০২৫, বৃহস্পতিবার

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,বারুইপুর :সউদি আরবে চাকরি করে দেওয়ার নাম করে মোটা টাকা নেওয়া। তারপর চাকরি দেওয়া দূর অস্ত, উল্টে আবেদনকারীদের পাসপোর্টও আটকে রাখা হয় দিনের পর দিন। সম্প্রতি রানাঘাট থানায় দায়ের হওয়া প্রতারণার অভিযোগের তদন্তে নেমে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থেকে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ধৃতের নাম শেখ শামিম। তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলার রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা তা জানার চেষ্টা করছে। এছাড়ায় এই প্রতারণা চক্রের জাল কতদূর ছড়িয়ে রয়েছে তাও খতিয়ে দেখছে পুলিশ। ধৃতের কাছ থেকে কয়েকজনের পাসপোর্টও উদ্ধার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে,আবেদনকারীরা প্রত্যেকেই রানাঘাট থানা এলাকার বাসিন্দা।

আরও পড়ুন: জীবিত ব্যক্তিকে মৃত বানিয়ে সরকারি প্রকল্পে প্রতারণার অভিযোগ

সম্প্রতি তাঁরা এক এজেন্টের মাধ্যমে সউদি আরব সহ বিদেশে চাকরির জন্য একটি সংস্থার সঙ্গে যোগাযোগ করেন। আটজন আবেদনকারীর সঙ্গে চুক্তি হয় সউদি আরবের একটি কোম্পানিতে। চাকরি পাইয়ে দেওয়ার জন্য প্রত্যেককে ৬৫ হাজার টাকা করে দিতে হবে ওই সংস্থাকে। সেইমতো অনেকেই দু’টি কিস্তিতে সেই টাকা ওই সংস্থাকে মিটিয়ে দেন। এরপর ভিসা করানোর নাম করে তাঁদের থেকে পাসপোর্ট চেয়ে নেওয়া হয়।

আরও পড়ুন: ৯৩ কোটির প্রতারণা, দিল্লির দম্পতির অভিযোগে মুকুন্দপুরে ইডির হানা

অভিযোগ, এরপর থেকেই তাদের সঙ্গে প্রতারণা শুরু হয়। দিনের পর দিন কেটে গেলেও তাঁরা কোন ও চাকরি পাননি। তাদের ভিসাও হয়নি। এমনকি বারবার পাসপোর্ট ফেরত চাইলে তা দেওয়া হচ্ছিল না বলে অভিযোগ। তাই শেষমেষ প্রতারিতরা রানাঘাট থানার দ্বারস্থ হন।আর তাঁদের দায়ের করা অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার পুলিশ শামিমকে গ্রেপ্তার করে।বুধবার তাকে আদালতে পেশ করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ।

আরও পড়ুন: বিদেশ ভ্রমণের নামে প্রতারণা, কলকাতায় এসে বিপাকে গুজরাতি পরিবার