পুলিশের তৎপরতায় গ্রেফতার ২
বিদেশ ভ্রমণের নামে প্রতারণা, কলকাতায় এসে বিপাকে গুজরাতি পরিবার

- আপডেট : ১১ জুলাই ২০২৫, শুক্রবার
- / 160
পুবের কলম প্রতিবেদকঃ বড়সড় সাফল্য কলকাতা পুলিশের। কানাডায় যাওয়ার কথা বলে পর্যটকদের কলকাতায় ডেকে এনে নিখোঁজ গুজরাতের এক ব্যক্তি ও তাঁর প্রতিবেশীরা। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে এখনও পর্যন্ত দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয় সকলকে।
জানা গেছে, গুজরাতের এক ব্যক্তি ও তাঁর প্রতিবেশীরা ২৩ জুন কানাডা যাওয়ার উদ্দেশ্যে ‘অ্যাব্রড ড্রিমস ইমিগ্রেশন’ নামের এক ট্রাভেল এজেন্সির মাধ্যমে প্রয়োজনীয় নথিপত্র পেতে কলকাতায় আসেন। প্রথমে তাঁদের রাখা হয় শহরের বিমানবন্দর সংলগ্ন এক হোটেলে। পরে হোটেল বদলে পাঠানো হয় রবীন্দ্র সরোবর থানার অন্তর্গত অন্য একটি হোটেলে। সব কিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু ৩ জুলাই আচমকা নিখোঁজ হয়ে যান অভিযোগকারীর প্রতিবেশী ও তাঁদের পরিবারের সদস্যরা, সব মিলিয়ে পাঁচজন।
স্থানীয় থানায় যোগাযোগ করলে নিখোঁজদের খোঁজে তদন্তে নামে দক্ষিণ-পূর্ব ডিভিশনের পুলিশ আধিকারিকেরা। রবীন্দ্র সরোবর থানার মাধ্যমে চিহ্নিত করা হয় হোটেলটি ও সংশ্লিষ্ট ট্রাভেল সংস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিদের। টানা নজরদারি ও অনুসন্ধানে শেষমেশ ৯ জুলাই পাঁচজন নিখোঁজকেই উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। পাশাপাশি তদন্তে উঠে আসে অপহরণ করে অর্থ আদায়ের অভিযোগও। পুলিশ গ্রেফতার করেছে হোটেল ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত এক ব্যক্তি ও ট্রাভেল সংস্থার এক সন্দেহভাজন কর্মীকে।
ঘটনার নেপথ্যে আরও বড় কোনও চক্র রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চালাচ্ছে পুলিশ। ট্রাভেল এজেন্সির নামে প্রতারণার ছক অনেক আগে থেকেই চলছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা দেখছে পুলিশ। কলকাতা পুলিশ জানিয়েছে, বিদেশ ভ্রমণের জন্য কোনও এজেন্সির প্রলোভনে পা দেওয়ার আগে ভাল করে যাচাই করা প্রয়োজন। অন্যথায় প্রতারণার শিকার হওয়ার আশঙ্কা থেকেই যায়।