০৪ নভেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কাজাখস্তানকে ৮ গোলে ওড়াল ফ্রান্স

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৪ নভেম্বর ২০২১, রবিবার
  • / 55

পুবের কলম ওয়েবডেস্কঃ প্যারিসে নিজেদের ঘরের মাঠে কাজাখস্তানকে উড়িয়ে দিল ফ্রান্স৷ বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বে ৮-০ গোলে কাজাখস্তানকে পরাস্ত করল ফ্রান্স।  কিলিয়ান এমবাপে একাই করলেন চারটি গোল।  দুটি গোল করিম বেনজেমার।  একটি করে গোল করলেন আদ্রিয়েন র‍্যাবিয়ট এবং আন্তোয়াইন গ্রিজম্যান। ম্যাচের ৬ মিনিটে ফ্রান্সের হয়ে প্রথম গোলটি করলেন এমবাপ্পে। 

১২ মিনিটে কোমানের পাস থেকে ফ্রান্সের হয়ে এবং নিজের দ্বিতীয় গোলটি করলেন এমবাপ্পে। কাজাখস্তানকে নিয়ে ছেলেখেলা করলেন এমবাপ্পে। ৩২ মিনিটে ফের একবার কোমানর পাস থেকে গোল করে হ্যাটট্রিক করলেন ফরাসি তারকা এমবাপ্পে। প্রথমার্ধে ৩-০’য় এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধেও দুরন্ত গতিতে শুরু করে ফ্রান্স। এবার ফ্রান্সের হয়ে খাতা খুলতে শুরু করলেন করিম বেনজেমা।

আরও পড়ুন: Block Everything, সরকার বদলের দাবিতে এবার উত্তাল ফ্রান্স

৫৫ মিনিটে হার্নান্ডেজ এর পাস থেকে বেনজেমা ৪-০ করলেন। চার মিনিটের মধ্যেই ফের গোল করলেন রিয়াল তারকা। কাজাখস্তান একেবারে দুমড়ে-মুচড়ে পরল। ৭৫ মিনিটে দলের ষষ্ঠ গোলটি করেন আদ্রিয়ান রাবিয়ট। পেনাল্টি থেকে ফ্রান্সের সপ্তম গোলটি করলেন স্ট্রাইকার গ্রিজম্যান। আর দিয়াবির পাস থেকে কাজাখস্তানের কফিনে শেষ পেরেকটি মারলেন কিলিয়ান এমবাপ্পে।

আরও পড়ুন: অন্ধকারে ডুবল স্পেন-পর্তুগাল-ফ্রান্স, ইউরোপে সাইবার হামলা, উঠছে প্রশ্ন

আরও পড়ুন: ফরাসি দূতাবাসের ১২ কর্মকর্তাকে দেশত্যাগের নির্দেশ আলজেরিয়ার
Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কাজাখস্তানকে ৮ গোলে ওড়াল ফ্রান্স

আপডেট : ১৪ নভেম্বর ২০২১, রবিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ প্যারিসে নিজেদের ঘরের মাঠে কাজাখস্তানকে উড়িয়ে দিল ফ্রান্স৷ বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বে ৮-০ গোলে কাজাখস্তানকে পরাস্ত করল ফ্রান্স।  কিলিয়ান এমবাপে একাই করলেন চারটি গোল।  দুটি গোল করিম বেনজেমার।  একটি করে গোল করলেন আদ্রিয়েন র‍্যাবিয়ট এবং আন্তোয়াইন গ্রিজম্যান। ম্যাচের ৬ মিনিটে ফ্রান্সের হয়ে প্রথম গোলটি করলেন এমবাপ্পে। 

১২ মিনিটে কোমানের পাস থেকে ফ্রান্সের হয়ে এবং নিজের দ্বিতীয় গোলটি করলেন এমবাপ্পে। কাজাখস্তানকে নিয়ে ছেলেখেলা করলেন এমবাপ্পে। ৩২ মিনিটে ফের একবার কোমানর পাস থেকে গোল করে হ্যাটট্রিক করলেন ফরাসি তারকা এমবাপ্পে। প্রথমার্ধে ৩-০’য় এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধেও দুরন্ত গতিতে শুরু করে ফ্রান্স। এবার ফ্রান্সের হয়ে খাতা খুলতে শুরু করলেন করিম বেনজেমা।

আরও পড়ুন: Block Everything, সরকার বদলের দাবিতে এবার উত্তাল ফ্রান্স

৫৫ মিনিটে হার্নান্ডেজ এর পাস থেকে বেনজেমা ৪-০ করলেন। চার মিনিটের মধ্যেই ফের গোল করলেন রিয়াল তারকা। কাজাখস্তান একেবারে দুমড়ে-মুচড়ে পরল। ৭৫ মিনিটে দলের ষষ্ঠ গোলটি করেন আদ্রিয়ান রাবিয়ট। পেনাল্টি থেকে ফ্রান্সের সপ্তম গোলটি করলেন স্ট্রাইকার গ্রিজম্যান। আর দিয়াবির পাস থেকে কাজাখস্তানের কফিনে শেষ পেরেকটি মারলেন কিলিয়ান এমবাপ্পে।

আরও পড়ুন: অন্ধকারে ডুবল স্পেন-পর্তুগাল-ফ্রান্স, ইউরোপে সাইবার হামলা, উঠছে প্রশ্ন

আরও পড়ুন: ফরাসি দূতাবাসের ১২ কর্মকর্তাকে দেশত্যাগের নির্দেশ আলজেরিয়ার