১৩ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ফ্রান্সের কুর্দ সেন্টারে হামলাকারী একজন শ্বেতাঙ্গ আধিপত্যবাদী

পুবের কলম ওয়েব ডেস্কঃ প্যারিসের একটি কুর্দ সাংস্কৃতিক কেন্দ্রে গুলি চালিয়ে তিনজনকে হত্যা করা  ব্যক্তি একজন শ্বেতাঙ্গ আধিপত্যবাদী ও বর্ণবিদ্বেষী।

 

আরও পড়ুন: চার্চ-সাজসজ্জা ভাঙচুর, দেশের বিভিন্ন প্রান্তে খ্রিস্টানদের উৎসবে হামলা হিন্দুত্ববাদীদের

৬৯ বছর বয়সী শ্বেতাঙ্গ ওই বন্দুকবাজ ফরাসি তদন্তকারীদের নিজের মুখেই এ কথা জানিয়েছে। ২৩ ডিসেম্বর, শুক্রবার উইলিয়াম নামে একজন ফরাসি নাগরিক প্যারিসের টেনথ ডিস্ট্রিক্টের স্ট্রাসবার্গ-সেন্ট ডেনিস এলাকার একটি কুর্দ কমিউনিটি সেন্টার এবং রেস্তোরাঁকে লক্ষ্য করে গুলি চালায়।

আরও পড়ুন: Block Everything, সরকার বদলের দাবিতে এবার উত্তাল ফ্রান্স

 

আরও পড়ুন: মোদির শাসনে সবচেয়ে বেশি সংবিধানের ওপরই আঘাত: খাড়গে

এর ফলে ৩ জন নিহত এবং ৪ জন আহত হয়েছে। তার কাছে ৫টি কার্তুজের বাক্স এবং ২ বা ৩টি লোড করা ম্যাগাজিন পাওয়া গেছে। তার ব্যবহার করা পিস্তলটি ছিল ইউএস আর্মি কোল্ট ১৯১১। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, ‘ফ্রান্সের কুর্দরা প্যারিসের কেন্দ্রস্থলে একটি জঘন্য হামলার লক্ষ্যবস্তু হয়েছে।’

 

তিনি প্যারিসের পুলিশ প্রধানকে শনিবার কুর্দ সম্প্রদায়ের নেতাদের সাথে দেখা করার নির্দেশ দিয়েছেন। ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন ফ্রান্সে উগ্র ডানপন্থীদের বিপদ সম্পর্কে বারবার সতর্ক করেছেন। এর আগে ২০১৩ সালের জানুয়ারিতে প্যারিসে ৩ কুর্দ নারীকে হত্যার প্রায় ১০ বছর পর এই হামলার ঘটনা ঘটে।

 

উল্লেখ্য, বন্দুকধারী এই ব্যক্তির বর্ণবাদী সহিংসতার ইতিহাস রয়েছে। ওই হামলাকারীকে ২০১৬ সালে সশস্ত্র সহিংসতার জন্য দোষী সাব্যস্ত করেছিল প্যারিসের এক আদালত। এর এক বছর পর বেআইনিভাবে আগ্নেয়াস্ত্র রাখার জন্যও দোষী সাব্যস্ত হন তিনি।

 
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

অঙ্কিতা ভাণ্ডারি হত্যাকাণ্ড: রাজ্যজুড়ে “উত্তরাখণ্ড বন্ধ”-এর ডাক রাজনৈতিক ও সামাজিক সংগঠনের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফ্রান্সের কুর্দ সেন্টারে হামলাকারী একজন শ্বেতাঙ্গ আধিপত্যবাদী

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২২, রবিবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ প্যারিসের একটি কুর্দ সাংস্কৃতিক কেন্দ্রে গুলি চালিয়ে তিনজনকে হত্যা করা  ব্যক্তি একজন শ্বেতাঙ্গ আধিপত্যবাদী ও বর্ণবিদ্বেষী।

 

আরও পড়ুন: চার্চ-সাজসজ্জা ভাঙচুর, দেশের বিভিন্ন প্রান্তে খ্রিস্টানদের উৎসবে হামলা হিন্দুত্ববাদীদের

৬৯ বছর বয়সী শ্বেতাঙ্গ ওই বন্দুকবাজ ফরাসি তদন্তকারীদের নিজের মুখেই এ কথা জানিয়েছে। ২৩ ডিসেম্বর, শুক্রবার উইলিয়াম নামে একজন ফরাসি নাগরিক প্যারিসের টেনথ ডিস্ট্রিক্টের স্ট্রাসবার্গ-সেন্ট ডেনিস এলাকার একটি কুর্দ কমিউনিটি সেন্টার এবং রেস্তোরাঁকে লক্ষ্য করে গুলি চালায়।

আরও পড়ুন: Block Everything, সরকার বদলের দাবিতে এবার উত্তাল ফ্রান্স

 

আরও পড়ুন: মোদির শাসনে সবচেয়ে বেশি সংবিধানের ওপরই আঘাত: খাড়গে

এর ফলে ৩ জন নিহত এবং ৪ জন আহত হয়েছে। তার কাছে ৫টি কার্তুজের বাক্স এবং ২ বা ৩টি লোড করা ম্যাগাজিন পাওয়া গেছে। তার ব্যবহার করা পিস্তলটি ছিল ইউএস আর্মি কোল্ট ১৯১১। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, ‘ফ্রান্সের কুর্দরা প্যারিসের কেন্দ্রস্থলে একটি জঘন্য হামলার লক্ষ্যবস্তু হয়েছে।’

 

তিনি প্যারিসের পুলিশ প্রধানকে শনিবার কুর্দ সম্প্রদায়ের নেতাদের সাথে দেখা করার নির্দেশ দিয়েছেন। ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন ফ্রান্সে উগ্র ডানপন্থীদের বিপদ সম্পর্কে বারবার সতর্ক করেছেন। এর আগে ২০১৩ সালের জানুয়ারিতে প্যারিসে ৩ কুর্দ নারীকে হত্যার প্রায় ১০ বছর পর এই হামলার ঘটনা ঘটে।

 

উল্লেখ্য, বন্দুকধারী এই ব্যক্তির বর্ণবাদী সহিংসতার ইতিহাস রয়েছে। ওই হামলাকারীকে ২০১৬ সালে সশস্ত্র সহিংসতার জন্য দোষী সাব্যস্ত করেছিল প্যারিসের এক আদালত। এর এক বছর পর বেআইনিভাবে আগ্নেয়াস্ত্র রাখার জন্যও দোষী সাব্যস্ত হন তিনি।