০২ জুলাই ২০২৫, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ফ্রান্সের কুর্দ সেন্টারে হামলাকারী একজন শ্বেতাঙ্গ আধিপত্যবাদী

ইমামা খাতুন
  • আপডেট : ২৫ ডিসেম্বর ২০২২, রবিবার
  • / 97

পুবের কলম ওয়েব ডেস্কঃ প্যারিসের একটি কুর্দ সাংস্কৃতিক কেন্দ্রে গুলি চালিয়ে তিনজনকে হত্যা করা  ব্যক্তি একজন শ্বেতাঙ্গ আধিপত্যবাদী ও বর্ণবিদ্বেষী।

 

আরও পড়ুন: মোদির শাসনে সবচেয়ে বেশি সংবিধানের ওপরই আঘাত: খাড়গে

৬৯ বছর বয়সী শ্বেতাঙ্গ ওই বন্দুকবাজ ফরাসি তদন্তকারীদের নিজের মুখেই এ কথা জানিয়েছে। ২৩ ডিসেম্বর, শুক্রবার উইলিয়াম নামে একজন ফরাসি নাগরিক প্যারিসের টেনথ ডিস্ট্রিক্টের স্ট্রাসবার্গ-সেন্ট ডেনিস এলাকার একটি কুর্দ কমিউনিটি সেন্টার এবং রেস্তোরাঁকে লক্ষ্য করে গুলি চালায়।

আরও পড়ুন: অন্ধকারে ডুবল স্পেন-পর্তুগাল-ফ্রান্স, ইউরোপে সাইবার হামলা, উঠছে প্রশ্ন

 

আরও পড়ুন: ফরাসি দূতাবাসের ১২ কর্মকর্তাকে দেশত্যাগের নির্দেশ আলজেরিয়ার

এর ফলে ৩ জন নিহত এবং ৪ জন আহত হয়েছে। তার কাছে ৫টি কার্তুজের বাক্স এবং ২ বা ৩টি লোড করা ম্যাগাজিন পাওয়া গেছে। তার ব্যবহার করা পিস্তলটি ছিল ইউএস আর্মি কোল্ট ১৯১১। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, ‘ফ্রান্সের কুর্দরা প্যারিসের কেন্দ্রস্থলে একটি জঘন্য হামলার লক্ষ্যবস্তু হয়েছে।’

 

তিনি প্যারিসের পুলিশ প্রধানকে শনিবার কুর্দ সম্প্রদায়ের নেতাদের সাথে দেখা করার নির্দেশ দিয়েছেন। ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন ফ্রান্সে উগ্র ডানপন্থীদের বিপদ সম্পর্কে বারবার সতর্ক করেছেন। এর আগে ২০১৩ সালের জানুয়ারিতে প্যারিসে ৩ কুর্দ নারীকে হত্যার প্রায় ১০ বছর পর এই হামলার ঘটনা ঘটে।

 

উল্লেখ্য, বন্দুকধারী এই ব্যক্তির বর্ণবাদী সহিংসতার ইতিহাস রয়েছে। ওই হামলাকারীকে ২০১৬ সালে সশস্ত্র সহিংসতার জন্য দোষী সাব্যস্ত করেছিল প্যারিসের এক আদালত। এর এক বছর পর বেআইনিভাবে আগ্নেয়াস্ত্র রাখার জন্যও দোষী সাব্যস্ত হন তিনি।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফ্রান্সের কুর্দ সেন্টারে হামলাকারী একজন শ্বেতাঙ্গ আধিপত্যবাদী

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২২, রবিবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ প্যারিসের একটি কুর্দ সাংস্কৃতিক কেন্দ্রে গুলি চালিয়ে তিনজনকে হত্যা করা  ব্যক্তি একজন শ্বেতাঙ্গ আধিপত্যবাদী ও বর্ণবিদ্বেষী।

 

আরও পড়ুন: মোদির শাসনে সবচেয়ে বেশি সংবিধানের ওপরই আঘাত: খাড়গে

৬৯ বছর বয়সী শ্বেতাঙ্গ ওই বন্দুকবাজ ফরাসি তদন্তকারীদের নিজের মুখেই এ কথা জানিয়েছে। ২৩ ডিসেম্বর, শুক্রবার উইলিয়াম নামে একজন ফরাসি নাগরিক প্যারিসের টেনথ ডিস্ট্রিক্টের স্ট্রাসবার্গ-সেন্ট ডেনিস এলাকার একটি কুর্দ কমিউনিটি সেন্টার এবং রেস্তোরাঁকে লক্ষ্য করে গুলি চালায়।

আরও পড়ুন: অন্ধকারে ডুবল স্পেন-পর্তুগাল-ফ্রান্স, ইউরোপে সাইবার হামলা, উঠছে প্রশ্ন

 

আরও পড়ুন: ফরাসি দূতাবাসের ১২ কর্মকর্তাকে দেশত্যাগের নির্দেশ আলজেরিয়ার

এর ফলে ৩ জন নিহত এবং ৪ জন আহত হয়েছে। তার কাছে ৫টি কার্তুজের বাক্স এবং ২ বা ৩টি লোড করা ম্যাগাজিন পাওয়া গেছে। তার ব্যবহার করা পিস্তলটি ছিল ইউএস আর্মি কোল্ট ১৯১১। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, ‘ফ্রান্সের কুর্দরা প্যারিসের কেন্দ্রস্থলে একটি জঘন্য হামলার লক্ষ্যবস্তু হয়েছে।’

 

তিনি প্যারিসের পুলিশ প্রধানকে শনিবার কুর্দ সম্প্রদায়ের নেতাদের সাথে দেখা করার নির্দেশ দিয়েছেন। ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন ফ্রান্সে উগ্র ডানপন্থীদের বিপদ সম্পর্কে বারবার সতর্ক করেছেন। এর আগে ২০১৩ সালের জানুয়ারিতে প্যারিসে ৩ কুর্দ নারীকে হত্যার প্রায় ১০ বছর পর এই হামলার ঘটনা ঘটে।

 

উল্লেখ্য, বন্দুকধারী এই ব্যক্তির বর্ণবাদী সহিংসতার ইতিহাস রয়েছে। ওই হামলাকারীকে ২০১৬ সালে সশস্ত্র সহিংসতার জন্য দোষী সাব্যস্ত করেছিল প্যারিসের এক আদালত। এর এক বছর পর বেআইনিভাবে আগ্নেয়াস্ত্র রাখার জন্যও দোষী সাব্যস্ত হন তিনি।