শৈলেন মান্না স্টেডিয়ামের পাশেই ফুটবলের থিমে সেজেছে হাওড়া ময়দান মেট্রো স্টেশন
- আপডেট : ২৬ অক্টোবর ২০২১, মঙ্গলবার
- / 5
অর্পিতা লাহিড়ীঃ “সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল” হাওড়া মানেই ফুটবলের এক চিরকালীন উত্তরাধিকার।হাওড়া মানেই সবুজ-মেরুনের উচ্ছাস। হাওড়া মানেই শৈলেন মান্না। সবুজ ঘাসে গোলের ঠিকানা লেখা সেই সোনালী দিনগুলো। হাওড়া ছিল এক সময় বাংলার ফুটবলের সবচয়ে বড় সাপ্লাই লাইনও।
এই হেন হাওড়ার ইষ্ট- ওয়েস্ট মেট্রোর প্রান্তিক স্টেশন হাওড়া ময়দানের থিম হিসেবে বেছে নেওয়া হয়েছে খেলাধুলোকে।

ইস্ট- ওয়েস্ট মেট্রোর এই সম্প্রসারিত রুটটি সল্টলেকের সেক্টর ফাইভের থেকে হাওড়া ময়দান পর্যন্ত ১৬.৬ কিলোমিটার দীর্ঘ। এই রুটের ৫.৮ কিলোমিটার পথে ট্রেন মাটির ওপর দিয়ে ছুটবে। বাকি ১০.৮ কিলোমিটার পথ এই মেট্রো যাবে মাটির ওপর দিয়ে।
হাওড়া ময়দান এলাকা জুড়ে এই মুহুর্তে সাজোসাজো রব। হাওড়া ময়দানে শৈলেন মান্না স্টেডিয়ামের পাশেই এই নজর কাড়ছে পোড়া লাল রঙের এই স্টেশন। সামনেই ঘাস দিয়ে বানানো হয়েছে ফুটবলারদের ম্যুরাল।বদলে গিয়েছে সম্পূর্ণ এলাকাটি।
এলাকার প্রবীণ মানুষদের সঙ্গে কথা বলে জানা গেল তারাও অপেক্ষা করছেন এই মেট্রোতে যাত্রী হওয়ার জন্য। হাওড়া জেলার মুখ্য প্রশাসনিক এলাকা হল এটি। সামনেই আছে হাওড়া জেলা শাসকের কার্যালয়, হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন , হাওড়া আদালত, তার সঙ্গে যুক্ত হতে চলেছে এই নতুন পালকটি।

জানা গেল ভিয়েতনামের টেরাকোটা ব্যবহার করা হয়েছে এই স্টেশনের ইন্টেরিয়র ডেকোরেশনের জন্য। হাওড়া জেলার খেলাধুলোর ঐতিহ্যকে মাথায়কে রেখে স্টেশনের ভেতরে দেওয়াল গাত্রে টাইলসে এই সব ম্যুরাল ব্যবহার করা হবে।
যেহেতু এটি প্রান্তিক স্টেশন তাই এতে ব্যবহার করা হচ্ছে সিজার ক্রশিং যেখান থেকে চাইলেই যে কোন প্রান্তের স্টেশানে পৌছে যাওয়া হবে, থাকছে পাচটি সিঁড়ি, ২টি লিফট এবং তিনটি এসকালেটর। আপাতত চলছে টেলি কমিউনিকেশনের কাজ। সবুজ সঙ্কেত পেলেই হয়ত আগামী বছরের শুরুতেই ছুটবে হাওড়ার গর্ব এই ইস্ট- ওয়েস্ট মেট্রো।