‘আত্মসমপর্ণ করব না, মারতে চাইলে মারুক’, ভিডিয়োবার্তায় সরকারকে খোলা চ্যালেঞ্জ অমৃতপাল সিংয়ের

- আপডেট : ৩১ মার্চ ২০২৩, শুক্রবার
- / 109
পুবের কলম, ওয়েবডেস্ক : এখনও অধরা খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী নেতা অমৃতপাল সিং। এদিকে একের পর এক ভিডিও বার্তায় সরকারকে তীব্র ভাষায় আক্রমণ শানাচ্ছেন তিনি। বৃহস্পতিবার ইউটিউবে ফের এক ভিডিয়োবার্তায় সরকারকে খোলা চ্যালেঞ্জ জানিয়ে অমৃতপাল বলেন, ‘আমি পলাতক নই, আমি একজন বিদ্রোহী। আমি শীঘ্রই বিশ্বের সামনে হাজির হব। আমি জেলে যেতে ভয় পাই না। আমি সরকারকে ভয় পাই না। যা করতে চান তাই করুন। আমাকে মারতে চাইলে মারুক।’
বিচ্ছিন্নতাবাদী নেতাকে বলতে শোনা যায় যে, তিনি আত্মসমর্পণের জন্য পঞ্জাব সরকারের কাছে কোনও দাবি রাখেননি, এগুলি আমার নামে সবই গুজব।
ভিডিওতে, অমৃতপাল তার পরিবারকে শক্ত থাকতে বলেছেন। তিনি বলেছেন, তিনি যে পথে হাঁটছেন তা কাঁটায় ভরা। এটি অমৃতপালের দ্বিতীয় ভিডিয়োবার্তা।
পঞ্জাবি ভাষায় বলা সেই ভিডিয়োয় অমৃতপালের স্পষ্টবার্তা, ‘তিনি দেশ ছেড়ে পালিয়ে যাননি। তবে ভগবানের আশীর্বাদেই পুলিশের চোখে ধুলো দিতে সক্ষম হয়েছেন। পাশাপাশি স্বাধীন খালিস্তানের দাবিতে খালদা সম্প্রদায়ের সমস্ত ব্যক্তিকে এক জোট হওয়ার বার্তাও দিয়েছেন অমৃতপাল। তাঁর সঙ্গীদের গ্রেফতার করে অসময়ে ডিটেনশনের প্রসঙ্গেও ভিডিয়ো বার্তায় সরব তিনি।
প্রসঙ্গত, একদিন আগে বুধবার অমৃতপাল সিং একটি ইউটিউব চ্যানেলে ভিডিও বার্তা প্রকাশ করে, ‘সারা বিশ্বের শিখদের বৃহত্তর স্বার্থের জন্য একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছিলেন।’
খালিস্তান পন্থী সংগঠন ‘ওয়ারিস পঞ্জাব দে’-র প্রধান নিজের রূপ ও পোশাক পরিবর্তন করে পঞ্জাব, হরিয়ানা ও দিল্লির বিভিন্ন প্রান্তে তিনি ঘুরছেন বলে জানা যাচ্ছে। সিসিটিভিতে তাঁকে দেখা গেলেও তার নাগাল পাওয়া যায়নি। শিখদের সর্বোচ্চ সংগঠন অমৃতপালকে আত্মসমর্পণ করতে বলেছিল। সম্প্রতি খবর রটেছিল অমৃতসরের স্বর্ণ মন্দিরে আত্মসমর্পণ করবেন তিনি। কিন্তু ভিডিয়ো বার্তায় সেই সম্ভাবনা নস্যাৎ করে দিয়েছেন ‘পলাতক’ এই নেতা।
অমৃতপাল আকাল তখতের জথেদারের কাছেও আবেদন করেছিলেন যে, একটি শিখ মণ্ডলী, সম্প্রদায়ের সমস্যা নিয়ে আলোচনা করার জন্য ‘সরবত খালসা’ ডাকতে। সরবত খালসা হল একটি সভা যেখানে বিভিন্ন শিখ সংগঠন সম্প্রদায়ের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলি নিয়ে আলোচনা করতে অংশ নেয়। আলোচনার পরে, অকাল তখতের জথেদার সম্প্রদায়কে সভায় আলোচনা করা সমাধানগুলি অনুসরণ করার নির্দেশ দেন৷