১৩ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মাথার দাম ১০ লক্ষ টাকা,ঝাড়খণ্ড থেকে গ্রেফতার শীর্ষ মাও নেতা মুনেশ্বর গাঞ্জু

 

পুবের কলম ওয়েবডেস্ক: চান্দওয়া থানার অন্তর্গত হেসলা গ্রাম থেকে সিপিআই মাওবাদীর জোনাল কমান্ডার মুনেশ্বর গাঞ্জুকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ তার কাছ থেকে নগদ ৫৩ হাজার টাকাও উদ্ধার করেছে। এই মাও নেতার সন্ধান মাথার দাম হিসেবে ঘোষণা করা হয়েছিল ১০ লক্ষ টাকা। ১৩ বছর ধরে নিঁখোজ ছিলেন মুনেশ্বর

আরও পড়ুন: ধর্ষণের চেষ্টা প্রতিহত করতে ব্যক্তিকে খুন, উত্তরপ্রদেশে গ্রেফতার ১৮ বছরের তরুণী

লাতেহারের এসপি অঞ্জনী অঞ্জন গোপন সূত্রে খবর পেয়েছিলেন যে জোনাল কমান্ডার রবীন্দ্র গাঞ্জুর নেতৃত্বে সিপিআই মাওবাদীদের একটি দলকে জেলার চান্দওয়া থানার অন্তর্গত মাদমা গ্রামের কাছে কিছু ঘটনা ঘটাতে দেখা গেছে। খবরের পরে ইনস্পেক্টর অমিত কুমার গুপ্তের নেতৃত্বে একটি দল গঠন করা হয় এবং মাওবাদীদের ধরতে অভিযান চালানো হয়। এদিকে চাঁদোয়া থানা এলাকার হেসলা গ্রামের কাছে থেকে মুনেশ্বর গাঞ্জুকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃত ব্যক্তি সিপিআই মাওবাদীর জোনাল কমান্ডার। সে চান্দওয়া থানা এলাকার মাদমা গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার পুলিশ সুপার অঞ্জনী অঞ্জন এক সাংবাদিক সম্মেলনে বলেন, লাতেহার এবং লোহারদাগা জেলার বিভিন্ন থানা এলাকায় ধৃত জোনাল কমান্ডার মুনেশ্বরের বিরুদ্ধে ৭৮ টিরও বেশি এফআইআর নথিভুক্ত করা হয়েছে। জিজ্ঞাসাবাদে ধৃত নকশালবাদীর কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে পুলিশ।

আরও পড়ুন: যোগীরাজ্যে প্রকাশ্যে অস্ত্র বিক্রি কট্টরপন্থীদের, দশজনকে গ্রেফতার-একাধিক ধারায় মামলা

 

আরও পড়ুন: ওডিশায় এনকাউন্টারে খতম শীর্ষ মাও নেতা, দ্বিতীয় এনকাউন্টারে নিহত আরও ৪ সদস্য

সর্বধিক পাঠিত

পাকিস্তান–তুরস্ক–সৌদি সামরিক জোটে বাংলাদেশের যোগদানের জল্পনা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মাথার দাম ১০ লক্ষ টাকা,ঝাড়খণ্ড থেকে গ্রেফতার শীর্ষ মাও নেতা মুনেশ্বর গাঞ্জু

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২২, শুক্রবার

 

পুবের কলম ওয়েবডেস্ক: চান্দওয়া থানার অন্তর্গত হেসলা গ্রাম থেকে সিপিআই মাওবাদীর জোনাল কমান্ডার মুনেশ্বর গাঞ্জুকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ তার কাছ থেকে নগদ ৫৩ হাজার টাকাও উদ্ধার করেছে। এই মাও নেতার সন্ধান মাথার দাম হিসেবে ঘোষণা করা হয়েছিল ১০ লক্ষ টাকা। ১৩ বছর ধরে নিঁখোজ ছিলেন মুনেশ্বর

আরও পড়ুন: ধর্ষণের চেষ্টা প্রতিহত করতে ব্যক্তিকে খুন, উত্তরপ্রদেশে গ্রেফতার ১৮ বছরের তরুণী

লাতেহারের এসপি অঞ্জনী অঞ্জন গোপন সূত্রে খবর পেয়েছিলেন যে জোনাল কমান্ডার রবীন্দ্র গাঞ্জুর নেতৃত্বে সিপিআই মাওবাদীদের একটি দলকে জেলার চান্দওয়া থানার অন্তর্গত মাদমা গ্রামের কাছে কিছু ঘটনা ঘটাতে দেখা গেছে। খবরের পরে ইনস্পেক্টর অমিত কুমার গুপ্তের নেতৃত্বে একটি দল গঠন করা হয় এবং মাওবাদীদের ধরতে অভিযান চালানো হয়। এদিকে চাঁদোয়া থানা এলাকার হেসলা গ্রামের কাছে থেকে মুনেশ্বর গাঞ্জুকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃত ব্যক্তি সিপিআই মাওবাদীর জোনাল কমান্ডার। সে চান্দওয়া থানা এলাকার মাদমা গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার পুলিশ সুপার অঞ্জনী অঞ্জন এক সাংবাদিক সম্মেলনে বলেন, লাতেহার এবং লোহারদাগা জেলার বিভিন্ন থানা এলাকায় ধৃত জোনাল কমান্ডার মুনেশ্বরের বিরুদ্ধে ৭৮ টিরও বেশি এফআইআর নথিভুক্ত করা হয়েছে। জিজ্ঞাসাবাদে ধৃত নকশালবাদীর কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে পুলিশ।

আরও পড়ুন: যোগীরাজ্যে প্রকাশ্যে অস্ত্র বিক্রি কট্টরপন্থীদের, দশজনকে গ্রেফতার-একাধিক ধারায় মামলা

 

আরও পড়ুন: ওডিশায় এনকাউন্টারে খতম শীর্ষ মাও নেতা, দ্বিতীয় এনকাউন্টারে নিহত আরও ৪ সদস্য