০৭ মে ২০২৫, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বিরোধী প্রার্থীদের নিরাপত্তা দিয়ে মনোনয়নে সহযোগিতা করুক পুলিশ, নির্দেশ দিলেন বিচারপতি মান্থা

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৫ জুন ২০২৩, বৃহস্পতিবার
  • / 9

পারিজাত মোল্লা: চলতি পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন হল বৃহস্পতিবার । বিরোধী প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারছেন না । এই অভিযোগ উঠছে বারেবারে । এদিন কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি রাজাশেখর মান্থার কলকাতা পুলিশকে নির্দেশ দেন, -‘হাইকোর্টে আসা বিরোধী প্রার্থীদের এসকর্ট দিয়ে মনোনয়নপত্র জমা দিতে নিয়ে যেতে হবে’ । পঞ্চায়েত ভোটের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন বৃহস্পতিবার । এর মধ্যে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার কলকাতা পুলিশকে বিশেষ নির্দেশ দিলেন । আদালতে শাসক-বিরোধী শিবিরের বহু প্রার্থী হাজির ছিলেন । তাঁরা মনোনয়নপত্র জমা দিতে চান । কলকাতা পুলিশ সেই সব প্রার্থীদের নিরাপত্তা দিয়ে গন্তব্যস্থলে নিয়ে যাবে, নির্দেশ সিঙ্গেল বেঞ্চের ।

রাজ্যের বিভিন্ন এলাকা- বসিরহাট, ক্যানিং, ভাঙর, কাশীপুরে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র জমা দিতে যাবেন । সেখানে পৌঁছতে কলকাতা পুলিশকে ওই প্রার্থীদের নিরাপত্তা দিতে হবে । তাঁরা যাতে সময়ের মধ্যে মনোনয়ন কেন্দ্রে পৌঁছতে পারেন, রাজ্য সরকারকে সেই ব্যবস্থা করতে হবে । হাইকোর্টে উপস্থিত সকল প্রার্থীকে হেয়ার স্ট্রিট থানায় পৌঁছনোর নির্দেশ দেওয়া হয়েছে । বাকি প্রার্থীরা এলাকার থানা, কোথাও এসপি অফিসে এখনই পৌঁছবেন । তাঁদের পুলিশ নিরাপত্তা দিয়ে মনোনয়নপত্র জমা দিতে নিয়ে যাবে ।

আরও পড়ুন: গ্রেফতারি পরোয়ানায় চোরের বদলে বিচারকের নাম! সাসপেন্ড সাব-ইন্সপেক্টর

এ বিষয়ে রাজ্যের আপত্তি উড়িয়ে সরকারের আইনজীবীকে বিচারপতি রাজাশেখর মান্থার কটাক্ষ করেন, “পুলিশের জন্য আপনার উদ্বেগকে বাহবা দিয়েও বলছি, সংবিধান রক্ষার স্বার্থে কলকাতা পুলিশ এসকর্ট করে তাঁদের গন্তব্য পর্যন্ত পৌঁছে দেবে । এটা জরুরি ।” গত বুধবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত যেখানে ভোটের মনোনয়নপত্র জমা নিয়ে গোলমাল হয়েছে, সেই সব থানার ওই সময়ের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করতে হবে । বিচারপতি রাজাশেখর মান্থার রাজ্য সরকারকে জানান, -‘যে কোনও মূল্যে মনোনয়নপত্র জমা দেওয়ার ব্যবস্থা করতে হবে রাজ্যকে’ । পুলিশকে পদক্ষেপ করতে রাজ্য সরকারকে নির্দেশ দেন বিচারপতি । মিনাখাঁ, ক্যানিং যেখানেই এই সমস্যা দেখা দেবে, সেখানে আগে থেকে থানাকে এখনই পদক্ষেপ করতে নির্দেশ দেন বিচারপতি রাজাশেখর মান্থার ।বিজেপির অভিযোগ, -‘ মিনাখাঁ, হাড়োয়া-সহ বসিরহাটের চারটি ব্লকে কেউ মনোনয়নপত্র জমা দিতে পারছে না । রাজ্য আদালতে যাই বলুক না কেন, ওখানকার পরিস্থিতি একেবারে আলাদা’ । বিজেপির দাবি,-‘ আগে মনোনয়নপত্র জমা দেওয়ার ব্যবস্থা করা হোক’ ।রাজ্যের দাবি, -‘মিনাখাঁয় সিপিএমের চার জন নেতাকে ডেকে মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার জন্য পুলিশ ডাকাডাকি করেছিল । কিন্তু তাঁরা পুলিশের কথায় যাননি’ । আইনজীবী বিকাশরঞ্জন বলেন -‘ এটা শুধু একটা জায়গার জন্য নয়, পুলিশ জায়গা বলে দিক ।

আরও পড়ুন: ঈদ উপলক্ষে মুম্বইয়ের রাস্তায় ১৪ হাজার পুলিশ মোতায়েন

সব প্রার্থী সেখানেই জড়ো হোক । পুলিশ সেখান থেকে নিয়ে গিয়ে মনোনয়নের জায়গায় নিতে যাবে ‘।রাজ্য সরকারের পক্ষে আইনজীবী জানান, -‘এটা কি বাড়াবাড়ি নয় ! যিনি ভোটে দাঁড়াবেন, পুলিশ তাঁকে একেবারে বাড়ি থেকে নিতে গিয়ে প্রার্থী করে দেবে, এটা হয় না’ । বিচারপতি রাজাশেখর মান্থার বলেন, “দুষ্কৃতীরা অপহরণ করছে বলেও অভিযোগ । পুলিশের তো দায়িত্ব আছে । কে বাধা দিচ্ছে, আমি সেই জায়গায় যাচ্ছি না, কিন্তু পুলিশের দায়িত্ব বাধা এলে তাদের নিরাপত্তা দেওয়া ।” রাজ্য আরও জানায়, -‘হাজার প্রার্থী আছেন । পুলিশের পক্ষে এতজনকে নিরাপত্তা দিয়ে মনোনয়নপত্র দিতে নিয়ে যাওয়া সম্ভব নয়’ । ক্যানিংয়ে প্রার্থীরা এসপির বারুইপুর অফিসে যাবে । বসিরহাট থানায় যাবেন ৬৬ জন বিজেপি প্রার্থী । ভাঙড় ও কাশীপুর থানায় যাবেন সেখানকার বিরোধী দলের প্রার্থীরা ।এখন দেখার পুলিশ কতটা কার্যকর ভুমিকা গ্রহণ করে বিরোধীদের মনোনয়ন পেশে?

আরও পড়ুন: ফের আমেরিকায় মৃত্যু ভারতীয়র, আত্মহত্যা অনুমান পুলিশের

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিরোধী প্রার্থীদের নিরাপত্তা দিয়ে মনোনয়নে সহযোগিতা করুক পুলিশ, নির্দেশ দিলেন বিচারপতি মান্থা

আপডেট : ১৫ জুন ২০২৩, বৃহস্পতিবার

পারিজাত মোল্লা: চলতি পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন হল বৃহস্পতিবার । বিরোধী প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারছেন না । এই অভিযোগ উঠছে বারেবারে । এদিন কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি রাজাশেখর মান্থার কলকাতা পুলিশকে নির্দেশ দেন, -‘হাইকোর্টে আসা বিরোধী প্রার্থীদের এসকর্ট দিয়ে মনোনয়নপত্র জমা দিতে নিয়ে যেতে হবে’ । পঞ্চায়েত ভোটের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন বৃহস্পতিবার । এর মধ্যে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার কলকাতা পুলিশকে বিশেষ নির্দেশ দিলেন । আদালতে শাসক-বিরোধী শিবিরের বহু প্রার্থী হাজির ছিলেন । তাঁরা মনোনয়নপত্র জমা দিতে চান । কলকাতা পুলিশ সেই সব প্রার্থীদের নিরাপত্তা দিয়ে গন্তব্যস্থলে নিয়ে যাবে, নির্দেশ সিঙ্গেল বেঞ্চের ।

রাজ্যের বিভিন্ন এলাকা- বসিরহাট, ক্যানিং, ভাঙর, কাশীপুরে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র জমা দিতে যাবেন । সেখানে পৌঁছতে কলকাতা পুলিশকে ওই প্রার্থীদের নিরাপত্তা দিতে হবে । তাঁরা যাতে সময়ের মধ্যে মনোনয়ন কেন্দ্রে পৌঁছতে পারেন, রাজ্য সরকারকে সেই ব্যবস্থা করতে হবে । হাইকোর্টে উপস্থিত সকল প্রার্থীকে হেয়ার স্ট্রিট থানায় পৌঁছনোর নির্দেশ দেওয়া হয়েছে । বাকি প্রার্থীরা এলাকার থানা, কোথাও এসপি অফিসে এখনই পৌঁছবেন । তাঁদের পুলিশ নিরাপত্তা দিয়ে মনোনয়নপত্র জমা দিতে নিয়ে যাবে ।

আরও পড়ুন: গ্রেফতারি পরোয়ানায় চোরের বদলে বিচারকের নাম! সাসপেন্ড সাব-ইন্সপেক্টর

এ বিষয়ে রাজ্যের আপত্তি উড়িয়ে সরকারের আইনজীবীকে বিচারপতি রাজাশেখর মান্থার কটাক্ষ করেন, “পুলিশের জন্য আপনার উদ্বেগকে বাহবা দিয়েও বলছি, সংবিধান রক্ষার স্বার্থে কলকাতা পুলিশ এসকর্ট করে তাঁদের গন্তব্য পর্যন্ত পৌঁছে দেবে । এটা জরুরি ।” গত বুধবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত যেখানে ভোটের মনোনয়নপত্র জমা নিয়ে গোলমাল হয়েছে, সেই সব থানার ওই সময়ের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করতে হবে । বিচারপতি রাজাশেখর মান্থার রাজ্য সরকারকে জানান, -‘যে কোনও মূল্যে মনোনয়নপত্র জমা দেওয়ার ব্যবস্থা করতে হবে রাজ্যকে’ । পুলিশকে পদক্ষেপ করতে রাজ্য সরকারকে নির্দেশ দেন বিচারপতি । মিনাখাঁ, ক্যানিং যেখানেই এই সমস্যা দেখা দেবে, সেখানে আগে থেকে থানাকে এখনই পদক্ষেপ করতে নির্দেশ দেন বিচারপতি রাজাশেখর মান্থার ।বিজেপির অভিযোগ, -‘ মিনাখাঁ, হাড়োয়া-সহ বসিরহাটের চারটি ব্লকে কেউ মনোনয়নপত্র জমা দিতে পারছে না । রাজ্য আদালতে যাই বলুক না কেন, ওখানকার পরিস্থিতি একেবারে আলাদা’ । বিজেপির দাবি,-‘ আগে মনোনয়নপত্র জমা দেওয়ার ব্যবস্থা করা হোক’ ।রাজ্যের দাবি, -‘মিনাখাঁয় সিপিএমের চার জন নেতাকে ডেকে মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার জন্য পুলিশ ডাকাডাকি করেছিল । কিন্তু তাঁরা পুলিশের কথায় যাননি’ । আইনজীবী বিকাশরঞ্জন বলেন -‘ এটা শুধু একটা জায়গার জন্য নয়, পুলিশ জায়গা বলে দিক ।

আরও পড়ুন: ঈদ উপলক্ষে মুম্বইয়ের রাস্তায় ১৪ হাজার পুলিশ মোতায়েন

সব প্রার্থী সেখানেই জড়ো হোক । পুলিশ সেখান থেকে নিয়ে গিয়ে মনোনয়নের জায়গায় নিতে যাবে ‘।রাজ্য সরকারের পক্ষে আইনজীবী জানান, -‘এটা কি বাড়াবাড়ি নয় ! যিনি ভোটে দাঁড়াবেন, পুলিশ তাঁকে একেবারে বাড়ি থেকে নিতে গিয়ে প্রার্থী করে দেবে, এটা হয় না’ । বিচারপতি রাজাশেখর মান্থার বলেন, “দুষ্কৃতীরা অপহরণ করছে বলেও অভিযোগ । পুলিশের তো দায়িত্ব আছে । কে বাধা দিচ্ছে, আমি সেই জায়গায় যাচ্ছি না, কিন্তু পুলিশের দায়িত্ব বাধা এলে তাদের নিরাপত্তা দেওয়া ।” রাজ্য আরও জানায়, -‘হাজার প্রার্থী আছেন । পুলিশের পক্ষে এতজনকে নিরাপত্তা দিয়ে মনোনয়নপত্র দিতে নিয়ে যাওয়া সম্ভব নয়’ । ক্যানিংয়ে প্রার্থীরা এসপির বারুইপুর অফিসে যাবে । বসিরহাট থানায় যাবেন ৬৬ জন বিজেপি প্রার্থী । ভাঙড় ও কাশীপুর থানায় যাবেন সেখানকার বিরোধী দলের প্রার্থীরা ।এখন দেখার পুলিশ কতটা কার্যকর ভুমিকা গ্রহণ করে বিরোধীদের মনোনয়ন পেশে?

আরও পড়ুন: ফের আমেরিকায় মৃত্যু ভারতীয়র, আত্মহত্যা অনুমান পুলিশের