পাঁচ বছর ধরে চলমান গৃহযুদ্ধ, রাজনৈতিক দমন–পীড়ন ও বিরোধী দলগুলোর বর্জনের মধ্যেই মিয়ানমারে শুরু হয়েছে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত বেসামরিক সরকার উৎখাতের পর এই প্রথম দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তবে সংঘাতপূর্ণ পরিস্থিতি, সেনাশাসনের কঠোর নিয়ন্ত্রণ এবং বিরোধী রাজনৈতিক শক্তির অনুপস্থিতির কারণে এই নির্বাচনকে ঘিরে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে।
জান্তা-নিয়ন্ত্রিত নির্বাচন কমিশনের তথ্যমতে, ২৮ ডিসেম্বর থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত তিন ধাপে ভোটগ্রহণ চলবে। প্রথম ধাপে রাজধানী নেইপিদো, ইয়াঙ্গুন ও মান্দালয়সহ জান্তা নিয়ন্ত্রিত কয়েকটি শহর ও এলাকায় ভোট গ্রহণ শুরু হয়েছে। তবে বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকা বহু অঞ্চল ভোটের বাইরে রয়েছে।
২০২০ সালের নির্বাচনে অং সান সু চির নেতৃত্বাধীন এনএলডি বিপুল জয় পেলেও সামরিক অভ্যুত্থানের পর দলটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়। ফলে এবারের নির্বাচনে তারা অংশ নিচ্ছে না। এই অবস্থায় সেনাবাহিনী–সমর্থিত ইউএসডিপি দলই সরকার গঠনে এগিয়ে থাকবে বলে পর্যবেক্ষকদের ধারণা।
জাতিসংঘ ও মানবাধিকার সংগঠনগুলো সহিংসতা ও দমন–পীড়নের পরিবেশে এই নির্বাচনকে অবিশ্বাসযোগ্য বলে সমালোচনা করেছে। তবে জান্তা সরকার দাবি করছে, এই নির্বাচনই দেশকে সংঘাত কাটিয়ে রাজনৈতিক পুনর্গঠনের পথে এগিয়ে নেবে।
২৮ ডিসেম্বর ২০২৫, রবিবার, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
গৃহযুদ্ধের মাঝেই আজ মায়ানমারে জাতীয় নির্বাচন
-
মোক্তার হোসেন মন্ডল - আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, রবিবার
- 8
ট্যাগ :
সর্বধিক পাঠিত
































