০৭ নভেম্বর ২০২৫, শুক্রবার, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মাত্র ৫৮ তেই জীবনের ইনিংসে দাঁড়ি টানলেন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক পার্থ রুদ্র

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৩ নভেম্বর ২০২১, শনিবার
  • / 26

পুবের কলম ওয়েবডেস্কঃ মাত্র ৫৮তেই জীবনের ইনিংসে দাঁড়ি টানলেন ক্রীঁড়া সাংবাদিক পার্থ রুদ্র।ভুগছিলেন কোলন ক্যান্সারে। চিকিৎসা চালিয়ে যেতে দরকার ছিল বিপুল পরিমান অর্থের। সতীর্থ সাংবাদিক কে জীবনের ইনিংসে নট আউট রাখতে  সাহায্যের হাতও বাড়িয়ে দিয়েছিলেন অন্য সাংবাদিকরা। তবু হলনা শেষ রক্ষা।

 দীর্ঘ ২৮ বছরের ক্রীড়া সাংবাদিক জীবন। মূলত ক্রিকেট সাংবাদিক হিসেবে কাজ করতেন। দীর্ঘ দিন ধরে যুক্ত ছিলেন আজকাল পত্রিকার সঙ্গে। ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে সফরসঙ্গী ক্রীড়া সাংবাদিক পার্থ রুদ্রর প্রতিবেদনের জন্য মুখিয়ে থাকতেন অনেকেই। আটের দশকের সেই সময়ে না ছিল ইন্টারনেট, না ছিল স্মার্টফোন জামানা। ক্রীড়া প্রতিবেদকের প্রতিবেদনই সেই চাহিদা মেটাত।

বাংলা ও ইংরাজি, এই দুই ভাষাতেই পার্থ ছিলেন অত্যন্ত সাবলীল। লেখায় বারবার ফুটে উঠেছে সেই ছাপ। খবরের কাগজের চাকরি ছাড়ার পর তিনি প্রাক্তন ভারত অধিনায়ক ও বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের ম্যানেজার হিসাবেও দীর্ঘদিন দায়িত্ব সামলেছেন।

নিজে ২২ ইয়ার্ডস বলে একটি ছবিও প্রজোযনা করেন। শোকবার্তা পাঠিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, সমবেদনা জানিয়েছে সিএবি। একনিষ্ঠ এই ক্রীড়া সাংবাদিককে হারিয়ে শোকের ছায়া ময়দানে। রেখে গেলেন স্ত্রী মিতালী এবং কন্যা কথাকলিকে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মাত্র ৫৮ তেই জীবনের ইনিংসে দাঁড়ি টানলেন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক পার্থ রুদ্র

আপডেট : ১৩ নভেম্বর ২০২১, শনিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ মাত্র ৫৮তেই জীবনের ইনিংসে দাঁড়ি টানলেন ক্রীঁড়া সাংবাদিক পার্থ রুদ্র।ভুগছিলেন কোলন ক্যান্সারে। চিকিৎসা চালিয়ে যেতে দরকার ছিল বিপুল পরিমান অর্থের। সতীর্থ সাংবাদিক কে জীবনের ইনিংসে নট আউট রাখতে  সাহায্যের হাতও বাড়িয়ে দিয়েছিলেন অন্য সাংবাদিকরা। তবু হলনা শেষ রক্ষা।

 দীর্ঘ ২৮ বছরের ক্রীড়া সাংবাদিক জীবন। মূলত ক্রিকেট সাংবাদিক হিসেবে কাজ করতেন। দীর্ঘ দিন ধরে যুক্ত ছিলেন আজকাল পত্রিকার সঙ্গে। ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে সফরসঙ্গী ক্রীড়া সাংবাদিক পার্থ রুদ্রর প্রতিবেদনের জন্য মুখিয়ে থাকতেন অনেকেই। আটের দশকের সেই সময়ে না ছিল ইন্টারনেট, না ছিল স্মার্টফোন জামানা। ক্রীড়া প্রতিবেদকের প্রতিবেদনই সেই চাহিদা মেটাত।

বাংলা ও ইংরাজি, এই দুই ভাষাতেই পার্থ ছিলেন অত্যন্ত সাবলীল। লেখায় বারবার ফুটে উঠেছে সেই ছাপ। খবরের কাগজের চাকরি ছাড়ার পর তিনি প্রাক্তন ভারত অধিনায়ক ও বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের ম্যানেজার হিসাবেও দীর্ঘদিন দায়িত্ব সামলেছেন।

নিজে ২২ ইয়ার্ডস বলে একটি ছবিও প্রজোযনা করেন। শোকবার্তা পাঠিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, সমবেদনা জানিয়েছে সিএবি। একনিষ্ঠ এই ক্রীড়া সাংবাদিককে হারিয়ে শোকের ছায়া ময়দানে। রেখে গেলেন স্ত্রী মিতালী এবং কন্যা কথাকলিকে।