পুবের কলম, ওয়েবডেস্ক: নারী নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে ডাবল ইঞ্জিনের সরকার। এক নাবালিকাকে ধর্ষণের ভয়াবহ অভিযোগ উঠেছে গুজরাটে। অভিযোগ, প্রথমে নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয়। তারপরই তাকে ধর্ষণ করে গোপনাঙ্গে লোহার রড ঢুকিয়ে দেওয়া হয়। নির্মম অত্যাচারে অচৈত হয়ে পড়লে ছয় বছর বয়সী নাবালিকাকে অন্যত্র ফেলে দেওয়া হয়। এই মর্মান্তিক ঘটনা নিয়ে প্রশ্ন উঠছে, কোথায় ডাবল ইঞ্জিনের রাজ্য নারী নিরাপত্তা! পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম রামসিং তেরাসিং দাদবেজার। বয়স ৩৫। পুলিশের দাবি, জেরায় অপরাধের কথা স্বীকার করেছে অভিযুক্ত।
জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে ৪ ডিসেম্বর গুজরাটের রাজকোটের অহলকোটে। সম্প্রতি পুলিশে অভিযোগ দায়ের হওয়ার পর ঘটনাটি প্রকাশ্যে আসে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাবালিকার বাবা-মা চাষের জমিতে ভাগচাষি হিসেবে কাজ করেন। এ দিন নাবালিকা মা-বাবার সঙ্গে জমির কাছেই খেলছিল। সেই সময়েই রামসিং তাকে অপহরণ করে দূরে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। ভয় পেয়ে নাবালিকা চিৎকার করতে শুরু করলে, রাগের বশে তার যৌনাঙ্গে লোহার রড ঢুকিয়ে দেয় রামসিং। কিছু সময় পরে ক্ষেত থেকে কিছুটা দূরে তাকে রক্তাকত অবস্থায় উদ্ধার করেন পরিবারের লোকজন।
রাজকোটের পুলিশ সুপার (গ্রামীণ) বিজয়সিং গুর্জার জানান, অভিযোগের পরে ১০০ জনেরও বেশি কৃষককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পুলিশের ১০টি বিশেষ দল তদন্ত করছে। রামসিং তেরাসিং দাদবেজার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।





























