সংঘর্ষ যুদ্ধে পরিণত হতে পারে: থাই প্রধানমন্ত্রী
থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘর্ষ: ভারতীয়দের জন্য সতর্কতা জারি কেন্দ্রের

- আপডেট : ২৫ জুলাই ২০২৫, শুক্রবার
- / 51
পুবের কলম ওয়েব ডেস্ক: থাইল্যান্ড-কম্বোডিয়ার সংঘর্ষ চূড়ান্ত আকার ধারণ করছে। পরিস্থিতি ভয়াবহ। সংশ্লিষ্ট ঘটনায় এখনও পর্যন্ত ১৫ জন নিহত হয়েছে । নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।
এই আবহে শুক্রবার ভারতের থাইল্যান্ড স্থিত দূতাবাস সে দেশে বসবাসকারী বা ভ্রমণকারী ভারতীয়দের জন্য সতর্কতা জারি করেছে। সাতটি প্রদেশে ভ্রমণ এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে দূতাবাসের তরফে।
জানা গেছে, শুক্রবারই থাইল্যান্ডের কার্যকরী প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই ‘ যুদ্ধ পরিস্থিতির’ কথা জানিয়ে একটি পোস্ট করেছিলেন । তিনি সোস্যাল সাইটে লেখেন, যে কম্বোডিয়ার সঙ্গে লড়াই যুদ্ধের রূপ ধারণ করতে পারে। তবে আপাতত এটি সংঘর্ষের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। এর পরেই নাগরিকদের সতর্ক করল ভারত।
সংঘর্ষের আবহে উভয় পক্ষের ১,৫০,০০০ এরও বেশি লোক বাস্তুচ্যুত হয়েছে বলে জানা গেছে।
* ঘটনা প্রেক্ষিতে চিনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, বেইজিং থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে পরিস্থিতির উত্তেজনা কমাতে গঠনমূলক ভূমিকা পালন করতে প্রস্তুত।
* মার্কিন নাগরিকদের থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তের ৫০ কিলোমিটার (৩০ মাইল) মধ্যে সমস্ত ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে দেশটির পররাষ্ট্র দফতর।