২৬ জুলাই ২০২৫, শনিবার, ১০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘর্ষ: মৃত বেড়ে ১২

ইমামা খাতুন
  • আপডেট : ২৪ জুলাই ২০২৫, বৃহস্পতিবার
  • / 51

পুবের কলম, ওয়েব ডেস্ক: দক্ষিণ-পূর্ব এশিয়ায় রক্তক্ষয়ী সংঘাত! থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘর্ষে মৃত বেড়ে ১২। জানা গেছে,বৃহস্পতিবার কম্বোডিয়ার একটি সামরিক লক্ষ্যবস্তুতে এফ-১৬ যুদ্ধবিমান দিয়ে হামলা চালিয়েছে থাইল্যান্ড। উভয় দেশই এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে। ১১ শতাব্দীর একটি শিব মন্দিরকে কেন্দ্র করে শতাব্দীপ্রাচীন সীমান্ত বিরোধ ফের মাথাচাড়া দিয়ে উঠেছে।  কয়েক সপ্তাহ ধরে চলা এই সংঘর্ষে ইতিমধ্যে ১২ জন নিহত হয়েছেন।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, বুধবার সীমান্তে গোলাগুলির ঘটনায় থাইল্যান্ডের দুই নাগরিক মৃত্যু হয়েছিল। বদলা নিতে বৃহস্পতিবার এফ ১৬ যুদ্ধবিমান নিয়ে কম্বোডিয়ার সামরিক ঘাঁটিতে হামলা চালায় থাইল্যান্ড। ফের এই ঘটনায় পাল্টা হামলা চালায় কম্বোডিয়াও।  থাইল্যান্ডের ফ্যানম ডং রাক হাসপাতালে হামলা করেছে তারা। এখনও পর্যন্ত এই সংঘর্ষে ১২ থাই নাগরিকের মৃত্যুর কথা জানা গিয়েছে। আহত ১৪।

আরও পড়ুন: থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘর্ষ: ভারতীয়দের জন্য সতর্কতা জারি কেন্দ্রের 

 

আরও পড়ুন: ফিলিস্তিনকে রাষ্ট্রের মর্যাদা ফ্রান্সের!

দশকের পর দশক ধরেই সীমান্ত সংঘাত চলে আসছে দুই দেশের মধ্যে। যার কেন্দ্রীয় চরিত্র ১০০০ বছর পুরনো একটি শিবমন্দির। থাইল্যান্ড ও কম্বোডিয়া, দুই দেশই ওই মন্দিরের উপর নিজেদের অধিকার দাবি করে দুই দেশই।  নাম, প্রাসাত তা মুয়েন থম।  এই মন্দিরটি মূলত প্রাসাত তা মুয়েন আর্কিওলজিকাল সাইট-এর একটি অংশ। যেখানে তিনটি প্রাচীন মন্দির রয়েছে যথাক্রমে প্রাসাত তা মুয়েন থম , প্রাসাত তা মুয়েন, এবং প্রাসাত তা মুয়েন তট। প্রাসাত তা মুয়েন থম—প্রধান এবং সবচেয়ে পুরনো মন্দির। এই মন্দিরকে কেন্দ্র করেই দ্বন্দ্বের সূত্রপাত।

আরও পড়ুন: ভারত-পাকিস্তান সংঘাতের লাইভ আপডেট

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘর্ষ: মৃত বেড়ে ১২

আপডেট : ২৪ জুলাই ২০২৫, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েব ডেস্ক: দক্ষিণ-পূর্ব এশিয়ায় রক্তক্ষয়ী সংঘাত! থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘর্ষে মৃত বেড়ে ১২। জানা গেছে,বৃহস্পতিবার কম্বোডিয়ার একটি সামরিক লক্ষ্যবস্তুতে এফ-১৬ যুদ্ধবিমান দিয়ে হামলা চালিয়েছে থাইল্যান্ড। উভয় দেশই এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে। ১১ শতাব্দীর একটি শিব মন্দিরকে কেন্দ্র করে শতাব্দীপ্রাচীন সীমান্ত বিরোধ ফের মাথাচাড়া দিয়ে উঠেছে।  কয়েক সপ্তাহ ধরে চলা এই সংঘর্ষে ইতিমধ্যে ১২ জন নিহত হয়েছেন।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, বুধবার সীমান্তে গোলাগুলির ঘটনায় থাইল্যান্ডের দুই নাগরিক মৃত্যু হয়েছিল। বদলা নিতে বৃহস্পতিবার এফ ১৬ যুদ্ধবিমান নিয়ে কম্বোডিয়ার সামরিক ঘাঁটিতে হামলা চালায় থাইল্যান্ড। ফের এই ঘটনায় পাল্টা হামলা চালায় কম্বোডিয়াও।  থাইল্যান্ডের ফ্যানম ডং রাক হাসপাতালে হামলা করেছে তারা। এখনও পর্যন্ত এই সংঘর্ষে ১২ থাই নাগরিকের মৃত্যুর কথা জানা গিয়েছে। আহত ১৪।

আরও পড়ুন: থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘর্ষ: ভারতীয়দের জন্য সতর্কতা জারি কেন্দ্রের 

 

আরও পড়ুন: ফিলিস্তিনকে রাষ্ট্রের মর্যাদা ফ্রান্সের!

দশকের পর দশক ধরেই সীমান্ত সংঘাত চলে আসছে দুই দেশের মধ্যে। যার কেন্দ্রীয় চরিত্র ১০০০ বছর পুরনো একটি শিবমন্দির। থাইল্যান্ড ও কম্বোডিয়া, দুই দেশই ওই মন্দিরের উপর নিজেদের অধিকার দাবি করে দুই দেশই।  নাম, প্রাসাত তা মুয়েন থম।  এই মন্দিরটি মূলত প্রাসাত তা মুয়েন আর্কিওলজিকাল সাইট-এর একটি অংশ। যেখানে তিনটি প্রাচীন মন্দির রয়েছে যথাক্রমে প্রাসাত তা মুয়েন থম , প্রাসাত তা মুয়েন, এবং প্রাসাত তা মুয়েন তট। প্রাসাত তা মুয়েন থম—প্রধান এবং সবচেয়ে পুরনো মন্দির। এই মন্দিরকে কেন্দ্র করেই দ্বন্দ্বের সূত্রপাত।

আরও পড়ুন: ভারত-পাকিস্তান সংঘাতের লাইভ আপডেট