২০ অগাস্ট ২০২৫, বুধবার, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

দেশ চায় বিজেপি হারুকঃ মমতা

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, সোমবার
  • / 20

পুবের কলম, ওয়েবডেস্কঃ দ্বিতীয় দফায় তিনদিনের সফরে গোয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় বর্তমানে একসঙ্গে গোয়া সফরে রয়েছেন। গোয়ার বেনৌলিম থেকেই বিজেপি বিরুদ্ধে তীব্র বিষোদগার করে তিনি বলেন, কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করছে বিজেপি।  দেশের গণতন্ত্র ধবংস করতে চায় বিজেপি। মমতা এদিন বলেন, গোয়া, উত্তরপ্রদেশ, সহ রাজ্যেই ক্ষমতাচ্যুত হোক বিজেপি। অর্মত্য সেনকে সরিয়েছে বিজেপি। দেশ চায় বিজেপি হারুক। ৩ দিনের সফরে গোয়ায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

আরও পড়ুন: কংগ্রেসের চাপেই গব্বর সিং ট্যাক্স কমাচ্ছেন মোদি: জয়রাম

মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা এখানে বিজেপি বিরোধী ভোট ভাগাভাগি করতে আসিনি। বিজেপি বিরোধী ভোট একজোট করতে এসেছি। বিজেপির বিরুদ্ধে একমাত্র আমরা লড়াই করছি। অন্য কেউ আমাদের সমর্থন করতে চাইলে স্বাগত।’

আরও পড়ুন: স্বাধীনতা দিবসের ভাষণে মোদির মুখে আরএসএস-এর প্রশংসা

সোমবার গোয়ায় বেনৌলিম থেকে মমতা বিজেপিকে কটাক্ষ করে বলেন, ‘যার হৃদয় বড়, সেই প্রকৃত হিন্দু। বিজেপিকে যারা বোঝানোর চেষ্টা করে তারাই হিন্দু। ত্যাগের নামই হিন্দু। বাংলায় কোনও ভোট সন্ত্রাস হয়নি। ফেক ভিডিও তুলে বিজেপি সন্ত্রাসের অভিযোগ আনছে। ইতিহাসকে বিকৃত করেছে বিজেপি।

আরও পড়ুন: অসমে বিজেপির বিভেদমূলক অ্যাজেন্ডা সমস্ত সীমা লঙ্ঘন করেছে,অসমবাসী রুখে দাঁড়ান: মমতা

 

গোয়া থেকে কংগ্রেস ও সিপিএমের বিরুদ্ধে ক্ষোভ দেন উগরে দেন তৃণমূল সুপ্রিমো। মমতা বলেন, কিছু দল আছে, যারা কাউকে কিছু দেয় না,  কারুর জন্য কিছু করে না। কংগ্রেসও সিপিএমের মতো সমঝোতা করে। সেই কারণেই আমি কংগ্রেস ছেড়েছিলাম।

ইতিমধ্যেই গোয়া বিধানসভা নির্বাচনে মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির সঙ্গে জোটের কথা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। গোয়াতেও ‘খেলা হবে’ স্লোগান দিয়ে বিজেপির বিরুদ্ধে কটাক্ষ করতে ছাড়েননি নেত্রী।

 

এদিন গোয়ার যোগ দিলেন এনসিপি বিধায়ক আলেমাও চার্চিল। ২০১৪ সালে প্রথম তৃণমূলে যোগ দেন আলেমাও চার্চিল। গোয়ায় মদন মিত্রর-র উপস্থিতিতে সেই যোগদান পর্ব হয়েছিল। এরপর দক্ষিণ গোয়া লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রতীকে নির্বাচনে লড়েন করেন তিনি। তাঁর জামানত বাজেয়াপ্ত হয়। এরপর তৃণমূল ছেড়ে দেন তিনি। আবার তৃণমূলে ফিরলেন আলেমাও চার্চিল।

ভোটকে সামনে রেখে তৃণমূলকে সর্বভারতীয় দলে পরিণত করতে চাইছে বাংলার শাসকদল।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দেশ চায় বিজেপি হারুকঃ মমতা

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ দ্বিতীয় দফায় তিনদিনের সফরে গোয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় বর্তমানে একসঙ্গে গোয়া সফরে রয়েছেন। গোয়ার বেনৌলিম থেকেই বিজেপি বিরুদ্ধে তীব্র বিষোদগার করে তিনি বলেন, কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করছে বিজেপি।  দেশের গণতন্ত্র ধবংস করতে চায় বিজেপি। মমতা এদিন বলেন, গোয়া, উত্তরপ্রদেশ, সহ রাজ্যেই ক্ষমতাচ্যুত হোক বিজেপি। অর্মত্য সেনকে সরিয়েছে বিজেপি। দেশ চায় বিজেপি হারুক। ৩ দিনের সফরে গোয়ায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

আরও পড়ুন: কংগ্রেসের চাপেই গব্বর সিং ট্যাক্স কমাচ্ছেন মোদি: জয়রাম

মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা এখানে বিজেপি বিরোধী ভোট ভাগাভাগি করতে আসিনি। বিজেপি বিরোধী ভোট একজোট করতে এসেছি। বিজেপির বিরুদ্ধে একমাত্র আমরা লড়াই করছি। অন্য কেউ আমাদের সমর্থন করতে চাইলে স্বাগত।’

আরও পড়ুন: স্বাধীনতা দিবসের ভাষণে মোদির মুখে আরএসএস-এর প্রশংসা

সোমবার গোয়ায় বেনৌলিম থেকে মমতা বিজেপিকে কটাক্ষ করে বলেন, ‘যার হৃদয় বড়, সেই প্রকৃত হিন্দু। বিজেপিকে যারা বোঝানোর চেষ্টা করে তারাই হিন্দু। ত্যাগের নামই হিন্দু। বাংলায় কোনও ভোট সন্ত্রাস হয়নি। ফেক ভিডিও তুলে বিজেপি সন্ত্রাসের অভিযোগ আনছে। ইতিহাসকে বিকৃত করেছে বিজেপি।

আরও পড়ুন: অসমে বিজেপির বিভেদমূলক অ্যাজেন্ডা সমস্ত সীমা লঙ্ঘন করেছে,অসমবাসী রুখে দাঁড়ান: মমতা

 

গোয়া থেকে কংগ্রেস ও সিপিএমের বিরুদ্ধে ক্ষোভ দেন উগরে দেন তৃণমূল সুপ্রিমো। মমতা বলেন, কিছু দল আছে, যারা কাউকে কিছু দেয় না,  কারুর জন্য কিছু করে না। কংগ্রেসও সিপিএমের মতো সমঝোতা করে। সেই কারণেই আমি কংগ্রেস ছেড়েছিলাম।

ইতিমধ্যেই গোয়া বিধানসভা নির্বাচনে মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির সঙ্গে জোটের কথা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। গোয়াতেও ‘খেলা হবে’ স্লোগান দিয়ে বিজেপির বিরুদ্ধে কটাক্ষ করতে ছাড়েননি নেত্রী।

 

এদিন গোয়ার যোগ দিলেন এনসিপি বিধায়ক আলেমাও চার্চিল। ২০১৪ সালে প্রথম তৃণমূলে যোগ দেন আলেমাও চার্চিল। গোয়ায় মদন মিত্রর-র উপস্থিতিতে সেই যোগদান পর্ব হয়েছিল। এরপর দক্ষিণ গোয়া লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রতীকে নির্বাচনে লড়েন করেন তিনি। তাঁর জামানত বাজেয়াপ্ত হয়। এরপর তৃণমূল ছেড়ে দেন তিনি। আবার তৃণমূলে ফিরলেন আলেমাও চার্চিল।

ভোটকে সামনে রেখে তৃণমূলকে সর্বভারতীয় দলে পরিণত করতে চাইছে বাংলার শাসকদল।