দেশের প্রধান বিরোধীমুখ মমতাই, দাবি সমীক্ষায়

- আপডেট : ২২ জানুয়ারী ২০২২, শনিবার
- / 10
পুবের কলম প্রতিবেদকঃ কংগ্রেস যতই মানতে অস্বীকার করুক– দেশে বিজেপি বিরোধী মুখ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই। ইন্ডিয়া টু-ডে’র মুড অব দ্য নেশন-এর সমীক্ষায় স্পষ্ট বলা হয়েছে– দেশে বিরোধীদের প্রধান মুখ এই মুহূর্তে মমতাই। বাংলায় ২০২১ বিধানসভা ভোটে যেভাবে মমতার নেতৃত্বে বিজেপিকে ধরাশায়ী করেছে তৃণমূল– সেটাই তাঁকে দেশে বিরোধীদের প্রধান মুখ হিসেবে উঠে আসতে সাহায্য করেছে। মমতার পর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। যদিও এই দু’জনের থেকে অনেকটাই পিছিয়ে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি। সমীক্ষায় বেশিরভাগ মানুষই মনে করছেন– এই মুহূর্তে মোদি সরকারকে টক্কর দেওয়ার ক্ষেত্রে যোগ্য মুখ মমতাই। মমতার পর বিরোধী জোটের নেতৃত্ব দেওয়ার লড়াইয়ে রয়েছেন কেজরিওয়াল। মুখ্যমন্ত্রী হিসেবে দেশের মধ্যে অন্যতম জনপ্রিয় মমতাই। তবে সব থেকে বেশি জনপ্রিয় ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক।