১৫ অক্টোবর ২০২৫, বুধবার, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
ডায়মন্ড হারবারে তৃণমূল কর্মীকে গুলি, গ্রেফতার ৩

বিপাশা চক্রবর্তী
- আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, শুক্রবার
- / 84
পুবের কলম প্রতিবেদন, ডায়মন্ড হারবারঃ তৃণমূল কর্মীকে প্রকাশ্যে গুলি। শুক্রবার সন্ধে নাগাদ ঘটনাটি ঘটেছে ডায়মন্ড হারবার পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের রেল কলোনী সংলগ্ন মাঠে। পুরসভার পিছনের এলাকায়। জখম তৃণমূল কর্মী বিশাল খেয়ারি হাসপাতালে ভর্তি।
অভিযোগ, দিনের পর দিন মাঠে মদ, গাঁজার আসর চলত। তারই প্রতিবাদ করতে গেলে ডোঙা ওরফে বুদ্ধদেব চিত্রকর ও সৌরিশ দে সহ বেশ কয়েকজন বিশালকে লক্ষ করে গুলি চালায় বলে অভিযোগ। পায়ে গুলি লাগে বিশালের। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশ।
পুলিশ এই ঘটনায় সৌরিশ দে, বুদ্ধদেব চিত্রকর (ডোঙা), রাজেশ পান্ডেকে গ্রেফতার করেছে। এলাকায় উত্তেজনা রয়েছে।