৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মার্কিন মুলুকে মেয়র হলেন এই তিন আরব মুসলিম

মাসুদ আলি
  • আপডেট : ৫ নভেম্বর ২০২১, শুক্রবার
  • / 53

পুবের কলম ওয়েবডেস্ক : ইতিহাস সৃষ্টি হল মার্কিন যুক্তরাষ্ট্রে।মিশিগান অঙ্গরাজ্যে মেয়র পদে নির্বাচিত হয়ে ইতিহাস তৈরি করলেন তিন আরব-আমেরিকান মুসলিম প্রার্থী। মিশিগানের তিনটি শহর – ডিয়ারবর্ন, ডিয়ারবর্ন হাইটস এবং হ্যামট্রামক-এ মেয়র হন এই তিনজন।

ডিয়ারবর্ন শহরে লেবানিজ বংশদ্ভুত তরুণ আরব-আমেরিকান রাজনীতিবিদ আবদুল্লাহ হামমুদ মিশিগান রাজ্যের প্রতিনিধি সভার প্রাক্তন সদস্য গেরি ওরোনচাককে পরাজিত করে জয়ী হন। নির্বাচনে মোট ভোটের ৫৫ শতাংশ ভোট পেয়েছেন তিনি।

আরও পড়ুন: সংঘাতের আবহে ইরানের পাশে নয়াদিল্লি, ভারতবাসীকে কৃতজ্ঞতা জানাল তেহরান

অপরদিকে হ্যামট্রেমিক শহরে বর্তমান মেয়র ক্যারেন ম্যাজেয়স্কিকে পরাজিত করেন আমর গালিব। ইয়েমেন থেকে অভিবাসী হয়ে আসা মার্কিন স্বাস্থ্য কর্মকর্তা আমর গালিব নতুন মেয়র হিসেবে নির্বাচিত হন। মোট ভোটের ৬৮ শতাংশ লাভ করেছেন তিনি।৪২ বছর বয়সী আমর গালিব সমর্থকদের উদ্দেশ্যে বলেন, ‘আজকের রাত আমেরিকানদের স্বপ্ন বাঁচিয়ে রাখার বাস্তব উদাহরণ।’নির্বাচনে জয়ের পর আবদুল্লাহ হামমুদ সমর্থকদের কাছে এই বিজয়কে ‘ডিয়ারবর্নের জন্য নতুন যুগ’ হিসেবে উল্লেখ করেন।

আরও পড়ুন: মার্কিন ভিসা বাতিলের অর্ধেক ভারতীয় পড়ুয়া, সরকার কী পদক্ষেপ নিচ্ছে তা নিয়ে প্রশ্ন কংগ্রেসের

তিনি আরও বলেন, এক জন অভিবাসী হিসাবে ১৭ বছর বয়সে কারখানার কাজ নিয়ে এখানে এসেছিলাম। এখন মেয়র হিসেবে স্থানীয় কমিউনিটির সেবা করার সুযোগ ও মর্যাদা লাভ করেছি।’

আরও পড়ুন: আমেরিকায় গ্রেফতার পঞ্জাবে গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড

আমর গালিবের এই বিজয়ে এক শ’ বছরের মধ্যে প্রথম অ-পোলিশ ও আরব মেয়র পেল হ্যামট্রেমিক।৫৮ বছরের লেবানিজ-আমেরিকান বিল বাজ্জি, ডিয়ারবর্ন হাইটসের জন্য নির্বাচিত হওয়া প্রথম মুসলিম আরব-আমেরিকান মেয়র হয়েছেন।“আমি আমাদের শহরের সেবা করতে চাই। আমার উদ্দেশ্য জনগণ এবং বাসিন্দাদের প্রতিনিধিত্ব করা।”

বাজ্জি দশ বছর বয়সে মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসী হন। উচ্চ বিদ্যালয়ের পর, তিনি মেরিন কর্পস রিজার্ভে যোগদান করেন এবং ১৯৮৪ থেকে ১ ৯৮৮ সাল পর্যন্ত সক্রিয় পরিষেবায় দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত মেরিন কর্পস রিজার্ভে দায়িত্ব পালন করেন এবং সামরিক পুলিশ এবং গোয়েন্দা পরিষেবায় কর্মরত শ্যুটিং সার্জেন্টের পদে উন্নীত হন। তিনি ২ ০১৬ সালে তিনি মেরিন রিজার্ভ থেকে অবসর নেন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মার্কিন মুলুকে মেয়র হলেন এই তিন আরব মুসলিম

আপডেট : ৫ নভেম্বর ২০২১, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্ক : ইতিহাস সৃষ্টি হল মার্কিন যুক্তরাষ্ট্রে।মিশিগান অঙ্গরাজ্যে মেয়র পদে নির্বাচিত হয়ে ইতিহাস তৈরি করলেন তিন আরব-আমেরিকান মুসলিম প্রার্থী। মিশিগানের তিনটি শহর – ডিয়ারবর্ন, ডিয়ারবর্ন হাইটস এবং হ্যামট্রামক-এ মেয়র হন এই তিনজন।

ডিয়ারবর্ন শহরে লেবানিজ বংশদ্ভুত তরুণ আরব-আমেরিকান রাজনীতিবিদ আবদুল্লাহ হামমুদ মিশিগান রাজ্যের প্রতিনিধি সভার প্রাক্তন সদস্য গেরি ওরোনচাককে পরাজিত করে জয়ী হন। নির্বাচনে মোট ভোটের ৫৫ শতাংশ ভোট পেয়েছেন তিনি।

আরও পড়ুন: সংঘাতের আবহে ইরানের পাশে নয়াদিল্লি, ভারতবাসীকে কৃতজ্ঞতা জানাল তেহরান

অপরদিকে হ্যামট্রেমিক শহরে বর্তমান মেয়র ক্যারেন ম্যাজেয়স্কিকে পরাজিত করেন আমর গালিব। ইয়েমেন থেকে অভিবাসী হয়ে আসা মার্কিন স্বাস্থ্য কর্মকর্তা আমর গালিব নতুন মেয়র হিসেবে নির্বাচিত হন। মোট ভোটের ৬৮ শতাংশ লাভ করেছেন তিনি।৪২ বছর বয়সী আমর গালিব সমর্থকদের উদ্দেশ্যে বলেন, ‘আজকের রাত আমেরিকানদের স্বপ্ন বাঁচিয়ে রাখার বাস্তব উদাহরণ।’নির্বাচনে জয়ের পর আবদুল্লাহ হামমুদ সমর্থকদের কাছে এই বিজয়কে ‘ডিয়ারবর্নের জন্য নতুন যুগ’ হিসেবে উল্লেখ করেন।

আরও পড়ুন: মার্কিন ভিসা বাতিলের অর্ধেক ভারতীয় পড়ুয়া, সরকার কী পদক্ষেপ নিচ্ছে তা নিয়ে প্রশ্ন কংগ্রেসের

তিনি আরও বলেন, এক জন অভিবাসী হিসাবে ১৭ বছর বয়সে কারখানার কাজ নিয়ে এখানে এসেছিলাম। এখন মেয়র হিসেবে স্থানীয় কমিউনিটির সেবা করার সুযোগ ও মর্যাদা লাভ করেছি।’

আরও পড়ুন: আমেরিকায় গ্রেফতার পঞ্জাবে গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড

আমর গালিবের এই বিজয়ে এক শ’ বছরের মধ্যে প্রথম অ-পোলিশ ও আরব মেয়র পেল হ্যামট্রেমিক।৫৮ বছরের লেবানিজ-আমেরিকান বিল বাজ্জি, ডিয়ারবর্ন হাইটসের জন্য নির্বাচিত হওয়া প্রথম মুসলিম আরব-আমেরিকান মেয়র হয়েছেন।“আমি আমাদের শহরের সেবা করতে চাই। আমার উদ্দেশ্য জনগণ এবং বাসিন্দাদের প্রতিনিধিত্ব করা।”

বাজ্জি দশ বছর বয়সে মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসী হন। উচ্চ বিদ্যালয়ের পর, তিনি মেরিন কর্পস রিজার্ভে যোগদান করেন এবং ১৯৮৪ থেকে ১ ৯৮৮ সাল পর্যন্ত সক্রিয় পরিষেবায় দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত মেরিন কর্পস রিজার্ভে দায়িত্ব পালন করেন এবং সামরিক পুলিশ এবং গোয়েন্দা পরিষেবায় কর্মরত শ্যুটিং সার্জেন্টের পদে উন্নীত হন। তিনি ২ ০১৬ সালে তিনি মেরিন রিজার্ভ থেকে অবসর নেন।