০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য চুল দান তরুণীদের

রফিকুল হাসান
  • আপডেট : ১৯ অক্টোবর ২০২১, মঙ্গলবার
  • / 31

জিশান আলি মিঞা, ডোমকল : ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য চুল দান করলেন ছয় তরুণী। চুল দান কারী গুলসনা খাতুন, দীপা দাস, উর্মিলা বিশ্বাসরা বলছেন চুল নারীর সৌন্দর্য বৃদ্ধি করে, কিন্তু ক্যান্সার আক্রান্ত রোগীদের কেমোথেরাপির পর মাথার চুল উঠে যায়। ফলে ক্যান্সার আক্রান্ত রোগীরা, বিশেষ করে মহিলারা সামাজিক লজ্জায় বাইরে বেরোতে পারেন না। ক্যান্সার থেকে সেরে ওঠা মহিলারা যাতে  দান করা চুল গুলি পরচুলা হিসেবে ব্যবহার করতে পারে তার জন্যই এই চুল দান। 

আরও পড়ুন: দিল্লিতে তরুণীকে রাস্তায় ফেলে কোপাল যুবক, রাজধানীতে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন

গুলসনা, উর্মিলারা কলেজ পড়ুয়া। দীপা একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন। তাদের অপর তিন সহযোদ্ধা শ্রাবণী চৌধুরী, সহেলী চক্রবর্তী, নিকিতা পাটোয়ারীও এদিন চুল দান করেছেন। রক্ত যোদ্ধা হিসেবে তারা একে অপরকে চেনেন। একসঙ্গে কাজ করেন। ফলে মরোনাপন্ন রোগীদের রক্ত দিয়ে বাঁচানোর পাশাপাশি ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য কিছু করার লক্ষ্যেই তারা নিজেদের লম্বা চুল দান করার সিদ্ধান্ত নেন। সোমবার তাদের সংগঠনের মোট ছয় জন তরুণী তাদের চুল দান করেন। ইতিমধ্যে তাদের চুল তুলে দিয়েছেন একটি স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে। আগামী দিন কয়েকের মধ্যেই তারা জানতে পারবেন তাদের দান করা চুল কারা পাচ্ছেন। গুলসনা বলেন, আমাদের দান করা চুল পরে ক্যান্সার থেকে সুস্থ হয়ে ওঠা রোগীদের মুখে যদি হাসি ফোঁটে তবেই আমাদের চুলের সৌন্দর্যের দাম বলে মনে করব।

আরও পড়ুন: শহরের বুকে প্রকাশ্য রাস্তায় কুপিয়ে খুন তরুণীকে, গ্রেফতার ৩

আরও পড়ুন: মুসলিম বাড়িতে ঢুকে যুবতীকে যৌন নির্যাতনের অভিযোগ ৪ উগ্র হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে  

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য চুল দান তরুণীদের

আপডেট : ১৯ অক্টোবর ২০২১, মঙ্গলবার

জিশান আলি মিঞা, ডোমকল : ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য চুল দান করলেন ছয় তরুণী। চুল দান কারী গুলসনা খাতুন, দীপা দাস, উর্মিলা বিশ্বাসরা বলছেন চুল নারীর সৌন্দর্য বৃদ্ধি করে, কিন্তু ক্যান্সার আক্রান্ত রোগীদের কেমোথেরাপির পর মাথার চুল উঠে যায়। ফলে ক্যান্সার আক্রান্ত রোগীরা, বিশেষ করে মহিলারা সামাজিক লজ্জায় বাইরে বেরোতে পারেন না। ক্যান্সার থেকে সেরে ওঠা মহিলারা যাতে  দান করা চুল গুলি পরচুলা হিসেবে ব্যবহার করতে পারে তার জন্যই এই চুল দান। 

আরও পড়ুন: দিল্লিতে তরুণীকে রাস্তায় ফেলে কোপাল যুবক, রাজধানীতে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন

গুলসনা, উর্মিলারা কলেজ পড়ুয়া। দীপা একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন। তাদের অপর তিন সহযোদ্ধা শ্রাবণী চৌধুরী, সহেলী চক্রবর্তী, নিকিতা পাটোয়ারীও এদিন চুল দান করেছেন। রক্ত যোদ্ধা হিসেবে তারা একে অপরকে চেনেন। একসঙ্গে কাজ করেন। ফলে মরোনাপন্ন রোগীদের রক্ত দিয়ে বাঁচানোর পাশাপাশি ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য কিছু করার লক্ষ্যেই তারা নিজেদের লম্বা চুল দান করার সিদ্ধান্ত নেন। সোমবার তাদের সংগঠনের মোট ছয় জন তরুণী তাদের চুল দান করেন। ইতিমধ্যে তাদের চুল তুলে দিয়েছেন একটি স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে। আগামী দিন কয়েকের মধ্যেই তারা জানতে পারবেন তাদের দান করা চুল কারা পাচ্ছেন। গুলসনা বলেন, আমাদের দান করা চুল পরে ক্যান্সার থেকে সুস্থ হয়ে ওঠা রোগীদের মুখে যদি হাসি ফোঁটে তবেই আমাদের চুলের সৌন্দর্যের দাম বলে মনে করব।

আরও পড়ুন: শহরের বুকে প্রকাশ্য রাস্তায় কুপিয়ে খুন তরুণীকে, গ্রেফতার ৩

আরও পড়ুন: মুসলিম বাড়িতে ঢুকে যুবতীকে যৌন নির্যাতনের অভিযোগ ৪ উগ্র হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে