০৮ অগাস্ট ২০২৫, শুক্রবার, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বিয়েবাড়ি যাওয়ার পথে বাসের ধাক্কায় মৃত ৫ আহত আরও ৬

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৪ অগাস্ট ২০২১, শনিবার
  • / 38

ওবাইদুল্লাহ লস্কর–ডায়মন্ড হারবার রোডে মর্মান্তিক পথ দুর্ঘটনা। লরি ও বরযাত্রী বোঝাই অটোর সংঘর্ষে মৃতু্য শিশু-সহ ৫ জনের। গুরুতর জখম হয়েছেন আরও ৬। দুর্ঘটনার অভিঘাতে দুমড়েমুচড়ে তালগোল পাকিয়ে যায় অটোটি। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ফলতা থানার ফতেপুর পেট্রোল পাম্পের কাছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ফলতা থানার পুলিশ।

আরও পড়ুন: তেলেঙ্গানায় রাসায়নিক কারখানায় বিস্ফোরণ মৃত্যু ৫, মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর– শুক্রবার রাতে ফলতার বঙ্গনগরে একটি বিয়ে বাড়িতে যোগ দিতে দোস্তিপুর এলাকা থেকে মনসারহাট গ্রাম থেকে একটি ডিজেলচালিত অটোতে করে রওনা দেন বরযাত্রীরা। পরে ফতেপুরের কাছে কলকাতার দিক থেকে আসা একটি বাস অটোতে ধাক্কা দিয়ে বেরিয়ে যায়। ঘটনাস্থলেই মৃতু্য হয় অটোর চালক— সুখেন্দু কয়াল– আকাশ মণ্ডল– রোহন মণ্ডল– প্রিয়ব্রত শিকদার– কৃষ্ণ মণ্ডল। গুরুতর জখম হন বাকি যাত্রীরাও।

আরও পড়ুন: আজেরি ও আর্মেনীয় সেনার গুলি বিনিময় নিহত ৫

তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে উদ্ধারকাজে হাত লাগায়। আহতদের উদ্ধার করে পাঠায় ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য ডায়মন্ড হারবার পুলিশ মর্গে পাঠিয়েছে পুলিশ। বাকি ৬ জন আহতের মধ্যে তিনজনকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। ডায়মন্ড হারবারে চিকিৎসা চলছে আরও তিন যাত্রীর। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী নিয়ে পৌঁছান ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল) সন্দীপ সেন।

আরও পড়ুন: পর্যটকদের নৌকার উপর ভেঙে পড়ল পাহাড়! মৃত ৫, নিখোঁজ ২০, দেখুন শিউরে ওঠা ভিডিও

ডায়মন্ড হারবার মহকুমা শাসক সুকান্ত সাহা জানিয়েছেন–ফলতা থানার ফতেপুর পেট্রোল পাম্পের কাছে ধর্মতলা-রায়চক রুটের একটি বাসের ধাক্কায় এই পাঁচ বরযাত্রীর মৃতু্য হয়। এদিকে– খবর পেয়ে রাতেই হাসপাতালে আহতদের দেখতে ডায়মন্ড হারবার সুপার স্পেশ্যালিটি হাসপাতাল পৌঁছোয় যুব নেতা জাহাঙ্গীর খান। আহতদের চিকিৎসার পাশাপাশি ঘটনায় মৃতদের পরিবারের পাশে থাকার কথা জানান তিনি। দুর্ঘটনায় মৃতদের পরিবারকে প্রতি ২ লক্ষ টাকা করে সাহায্যের কথা জানান। ঘটনায় ঘাতক বাস ও গাড়ির চালককে আটক করেছে পুলিশ। একসঙ্গে পাঁচজনের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে মনসারহাট গ্রামে।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিয়েবাড়ি যাওয়ার পথে বাসের ধাক্কায় মৃত ৫ আহত আরও ৬

আপডেট : ১৪ অগাস্ট ২০২১, শনিবার

ওবাইদুল্লাহ লস্কর–ডায়মন্ড হারবার রোডে মর্মান্তিক পথ দুর্ঘটনা। লরি ও বরযাত্রী বোঝাই অটোর সংঘর্ষে মৃতু্য শিশু-সহ ৫ জনের। গুরুতর জখম হয়েছেন আরও ৬। দুর্ঘটনার অভিঘাতে দুমড়েমুচড়ে তালগোল পাকিয়ে যায় অটোটি। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ফলতা থানার ফতেপুর পেট্রোল পাম্পের কাছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ফলতা থানার পুলিশ।

আরও পড়ুন: তেলেঙ্গানায় রাসায়নিক কারখানায় বিস্ফোরণ মৃত্যু ৫, মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর– শুক্রবার রাতে ফলতার বঙ্গনগরে একটি বিয়ে বাড়িতে যোগ দিতে দোস্তিপুর এলাকা থেকে মনসারহাট গ্রাম থেকে একটি ডিজেলচালিত অটোতে করে রওনা দেন বরযাত্রীরা। পরে ফতেপুরের কাছে কলকাতার দিক থেকে আসা একটি বাস অটোতে ধাক্কা দিয়ে বেরিয়ে যায়। ঘটনাস্থলেই মৃতু্য হয় অটোর চালক— সুখেন্দু কয়াল– আকাশ মণ্ডল– রোহন মণ্ডল– প্রিয়ব্রত শিকদার– কৃষ্ণ মণ্ডল। গুরুতর জখম হন বাকি যাত্রীরাও।

আরও পড়ুন: আজেরি ও আর্মেনীয় সেনার গুলি বিনিময় নিহত ৫

তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে উদ্ধারকাজে হাত লাগায়। আহতদের উদ্ধার করে পাঠায় ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য ডায়মন্ড হারবার পুলিশ মর্গে পাঠিয়েছে পুলিশ। বাকি ৬ জন আহতের মধ্যে তিনজনকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। ডায়মন্ড হারবারে চিকিৎসা চলছে আরও তিন যাত্রীর। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী নিয়ে পৌঁছান ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল) সন্দীপ সেন।

আরও পড়ুন: পর্যটকদের নৌকার উপর ভেঙে পড়ল পাহাড়! মৃত ৫, নিখোঁজ ২০, দেখুন শিউরে ওঠা ভিডিও

ডায়মন্ড হারবার মহকুমা শাসক সুকান্ত সাহা জানিয়েছেন–ফলতা থানার ফতেপুর পেট্রোল পাম্পের কাছে ধর্মতলা-রায়চক রুটের একটি বাসের ধাক্কায় এই পাঁচ বরযাত্রীর মৃতু্য হয়। এদিকে– খবর পেয়ে রাতেই হাসপাতালে আহতদের দেখতে ডায়মন্ড হারবার সুপার স্পেশ্যালিটি হাসপাতাল পৌঁছোয় যুব নেতা জাহাঙ্গীর খান। আহতদের চিকিৎসার পাশাপাশি ঘটনায় মৃতদের পরিবারের পাশে থাকার কথা জানান তিনি। দুর্ঘটনায় মৃতদের পরিবারকে প্রতি ২ লক্ষ টাকা করে সাহায্যের কথা জানান। ঘটনায় ঘাতক বাস ও গাড়ির চালককে আটক করেছে পুলিশ। একসঙ্গে পাঁচজনের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে মনসারহাট গ্রামে।