৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ভাঙল ১০০ বছরের রেকর্ড, অতিবর্ষণে  বিপর্যস্ত মরুরাজ্য  

ইমামা খাতুন
  • আপডেট : ২ জুন ২০২৩, শুক্রবার
  • / 168

পুবের কলম,ওয়েবডেস্ক: রেকর্ড বৃষ্টি রাজস্থানে! শুধু মে মাসে সে রাজ্যে ৬২.৪ মিমি বৃষ্টিপাত হয়েছে। যা ১০০ বছরের রেকর্ড ভঙ্গ করেছে বলে দাবি আবহাওয়াবিদরা।

ভাঙল ১০০ বছরের রেকর্ড, অতিবর্ষণে  বিপর্যস্ত মরুরাজ্য  

আরও পড়ুন: বিধ্বস্ত গাজা পুনর্নির্মাণই সমাধানের পথ: জর্ডান পররাষ্ট্রমন্ত্রী

গ্রীষ্মে ভারী বর্ষণে  বিপর্যস্ত রাজস্থান৷ মরুরাজ্যের ফতেপুর সিটি ও শেখাওয়াতি অঞ্চলে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে৷ বিপর্যস্ত বিস্তৃত এলাকা বিদ্যুৎহীন৷ বসতবাড়ি, গবাদি পশু, কৃষিজ ফসল-সহ জনজীবন ব্যাপক ক্ষতির সম্মুখীন৷

আরও পড়ুন: দক্ষিণবঙ্গে সক্রিয় হয়েছে মৌসুমী বায়ু, বাড়বে বৃষ্টির পরিমাণ

ভাঙল ১০০ বছরের রেকর্ড, অতিবর্ষণে  বিপর্যস্ত মরুরাজ্য  

আরও পড়ুন: ঘূর্ণিঝড় বিপর্যয় : তছনছ হতে পারে ভারত ও  পাক

হাওয়া অফিস প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরে মে মাসে ৬২.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে সে রাজ্যে। গত বছর এই একই মাসে বর্ষণের পরিমাণ ছিল মাত্র ১৩.৬ মিলিমিটার! অর্থাৎ, গত বছরের তুলনায় এই বছর মে মাসে প্রায় ৫ গুণ বেশি বৃষ্টি হয়েছে রাজস্থানে। আরও কয়েক দিন ভারী বর্ষণ চলবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

ভাঙল ১০০ বছরের রেকর্ড, অতিবর্ষণে  বিপর্যস্ত মরুরাজ্য  

প্রসঙ্গত, এখনও পর্যন্ত মে মাসে দেশের এই মরু রাজ্যে ১৯১৭ সালে ৭১.৯ মিমি বৃষ্টি হয়েছিল। আর সেই মতো ১৯৭১-২০২০ সালের তথ্যের ভিত্তিতে মে মাসে সে রাজ্যে বৃষ্টিপাত হয়েছে তার দীর্ঘ সময়ের গড় (এলপিএ) এর ৪৫৮ শতাংশ, যা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি।তবে ভারী বর্ষণে উত্তর এবং উত্তর পশ্চিম ভারতের তীব্র গরম অনেকটাই প্রশমিত হয়েছে৷

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভাঙল ১০০ বছরের রেকর্ড, অতিবর্ষণে  বিপর্যস্ত মরুরাজ্য  

আপডেট : ২ জুন ২০২৩, শুক্রবার

পুবের কলম,ওয়েবডেস্ক: রেকর্ড বৃষ্টি রাজস্থানে! শুধু মে মাসে সে রাজ্যে ৬২.৪ মিমি বৃষ্টিপাত হয়েছে। যা ১০০ বছরের রেকর্ড ভঙ্গ করেছে বলে দাবি আবহাওয়াবিদরা।

ভাঙল ১০০ বছরের রেকর্ড, অতিবর্ষণে  বিপর্যস্ত মরুরাজ্য  

আরও পড়ুন: বিধ্বস্ত গাজা পুনর্নির্মাণই সমাধানের পথ: জর্ডান পররাষ্ট্রমন্ত্রী

গ্রীষ্মে ভারী বর্ষণে  বিপর্যস্ত রাজস্থান৷ মরুরাজ্যের ফতেপুর সিটি ও শেখাওয়াতি অঞ্চলে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে৷ বিপর্যস্ত বিস্তৃত এলাকা বিদ্যুৎহীন৷ বসতবাড়ি, গবাদি পশু, কৃষিজ ফসল-সহ জনজীবন ব্যাপক ক্ষতির সম্মুখীন৷

আরও পড়ুন: দক্ষিণবঙ্গে সক্রিয় হয়েছে মৌসুমী বায়ু, বাড়বে বৃষ্টির পরিমাণ

ভাঙল ১০০ বছরের রেকর্ড, অতিবর্ষণে  বিপর্যস্ত মরুরাজ্য  

আরও পড়ুন: ঘূর্ণিঝড় বিপর্যয় : তছনছ হতে পারে ভারত ও  পাক

হাওয়া অফিস প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরে মে মাসে ৬২.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে সে রাজ্যে। গত বছর এই একই মাসে বর্ষণের পরিমাণ ছিল মাত্র ১৩.৬ মিলিমিটার! অর্থাৎ, গত বছরের তুলনায় এই বছর মে মাসে প্রায় ৫ গুণ বেশি বৃষ্টি হয়েছে রাজস্থানে। আরও কয়েক দিন ভারী বর্ষণ চলবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

ভাঙল ১০০ বছরের রেকর্ড, অতিবর্ষণে  বিপর্যস্ত মরুরাজ্য  

প্রসঙ্গত, এখনও পর্যন্ত মে মাসে দেশের এই মরু রাজ্যে ১৯১৭ সালে ৭১.৯ মিমি বৃষ্টি হয়েছিল। আর সেই মতো ১৯৭১-২০২০ সালের তথ্যের ভিত্তিতে মে মাসে সে রাজ্যে বৃষ্টিপাত হয়েছে তার দীর্ঘ সময়ের গড় (এলপিএ) এর ৪৫৮ শতাংশ, যা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি।তবে ভারী বর্ষণে উত্তর এবং উত্তর পশ্চিম ভারতের তীব্র গরম অনেকটাই প্রশমিত হয়েছে৷