০১ অগাস্ট ২০২৫, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

এস আই আর নিয়ে জেলার কর্মীদের সঙ্গে ভারর্চুয়াল বৈঠকে বসবেন অভিষেক

ইমামা খাতুন
  • আপডেট : ১ অগাস্ট ২০২৫, শুক্রবার
  • / 16

পুবের কলম প্রতিবেদক : বেশি বকি নেই ছাব্বিশের মহারণ। আর সেই মহাযুদ্ধের আগে এখন রণঘুঁটি সাজাতে ব্যস্ত সবপক্ষ। জয়ের লক্ষ্যে ময়দানে নেমে পড়েছে তৃণমূলও। ছাব্বিশের ভোটে উত্তরবঙ্গে বিশেষ নজর তৃণমূলের। আর সেই উত্তরবঙ্গ বিজয়ের লক্ষ্যে রণকৌশল সাজাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

নির্বাচনী প্রস্তুতিতে জেলা ধরে ধরে সাংগঠনিক বৈঠক শুরু করবে তৃণমূল। আগামী সোমবার থেকেই সেই বৈঠক শুরু করছেন অভিষেক বন্দোপাধ্যায়। কিছুদিনের মধ্যেই পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় স্পেশাল ইনটেনসিভ রিভিশন প্রক্রিয়া শুরু করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। এই এসআইআর প্রক্রিয়ায় একজনও বৈধ ভোটারের নাম যাতে বাদ না,যায় তা নিশ্চিত করতে চাইছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: পথবাতি প্রকল্পে সুন্দরবনের রাস্তা সেজে উঠল আলোর সাজে

একই সঙ্গে ভিন রাজ্যে পশ্চিমবঙ্গের বাসিন্দা বাংলাভাষীদের আটক করা, নিগ্রহ ও হেনস্থার বিরুদ্ধেও সোচ্চার হয়েছেন মমতা এবং অভিষেক। বিজেপি শাসিত রাজ্যে বাংলায় কথা বললেই বাংলাদেশি তকমা দিয়ে নির্যাতনের ঘটনা নিয়ে লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার কর্মসূচি ঘোষণা করেছে তৃণমূল।

আরও পড়ুন: সিএএ নিয়ে মাঠে বিজেপি, পাল্টা বাঙালি অস্মিতার ডাক মমতার

এই প্রেক্ষাপটে এসআইআর প্রক্রিয়া শুরু হলে তৃণমূলের বিভিন্ন স্তরের নেতা,কর্মীদের কী করতে হবে এবং ভিন রাজ্যে বাঙালি নিগ্রহ নিয়ে সাংগঠনিক দিক থেকে তৃণমূলই বা কী করবে, তার রোডম্যাপ ব্যাখ্যা করবেন অভিষেক। আগামী ৫ অগস্ট ভার্চুয়াল বৈঠকে এ বিষয়ে দিক নির্দেশ করবেন তিনি। ওই দিন বিকেল চারটেয় শুরু হওয়া বৈঠকে তৃণমূলের ব্লক,পঞ্চায়েত, টাউন স্তর থেকে জেলা ও রাজ্য স্তরের নেতৃত্ব, সাংসদ, বিধায়ক, কাউন্সিলার, শাখা সংগঠনের নেতৃত্বকে অনলাইনে উপস্থিত থাকতে হবে। প্রায় চার হাজারের বেশি সাংগঠনিক নেতা ও জনপ্রতিনিধি ভার্চুয়াল বৈঠকে থাকবেন।

আরও পড়ুন: এসআইআর-এর বিরুদ্ধে ইন্ডিয়া ব্লকের প্রতিবাদ অব্যাহত, পোস্টারে মোদি ও নির্বাচন কমিশনের কার্টুন প্রদর্শন

গত মার্চ মাসেও অভিষেক তৃণমূলের বিভিন্ন স্তরের নেতৃত্বকে নিয়ে ভার্চুয়াল বৈঠক করেছিলেন। সেখানে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের বুথ ভিত্তিক ময়নাতদন্ত, সাংগঠনিক ফাঁকফোকর, নেতৃত্বের মধ্যে সমন্বয়ের অভাব, দলীয় কোন্দল সহ বিভিন্ন ইস্যু নিয়ে তিনি নিজের বক্তব্য জানান। কয়েকটি জেলায় ২০২৬ সালে বিধানসভা নির্বাচনে কতগুলি আসন জয়ের জন্য টার্গেট করতে হবে, তাও নির্দিষ্ট ভাবে উল্লেখ করে দিয়েছিলেন অভিষেক।

গত ফেব্রুয়ারি মাসে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলীয় সভায় মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় হরিয়ানা, পঞ্জাব, বিহারের বাসিন্দাদের নাম ঢোকানো হচ্ছে বলে অভিযোগ করেছিলেন। তৃণমূল এরপর জেলায় জেলায় বুথ স্তরে ভোটার তালিকা পরীক্ষার কাজ শুরু করে। একটি ভোট কুশলী সংস্থা বিভিন্ন জেলায় তৃণমূল নেতাদের নিয়ে এই বিষয়ে কর্মশালা করে। বুথ স্তরে এ ভাবে ভোটার তালিকা পরীক্ষা করার পরে জেলার নেতারা রাজ্য নেতৃত্বকে রিপোর্ট জমা দেন।

ওই রিপোর্টকে মাথায় রেখেই এসআইআর শুরু হলে বুথ স্তরে তৃণমূল নেতা, কর্মীদের কী কী কাজ করতে হবে, ভার্চুয়াল বৈঠকে তা নিয়ে অভিষেক নির্দেশ দিতে পারেন বলে মনে করা হচ্ছে। এসআইআর প্রক্রিয়ায় প্রামাণ্য নথি নিয়ে কোনও সমস্যা তৈরি হলে অথবা কোনও বৈধ ভোটার হেনস্থার মুখে পড়লে, নিচুতলার নেতৃত্বকে কী করতে হবে, সেই নির্দেশ দিতে পারেন অভিষেক। অন্য রাজ্যে কর্মসূত্রে যাঁরা রয়েছেন, তাঁদের নাম যাতে ভোটার তালিকা থেকে কোনও ভাবে বাদ না,যায় সে দিকেও নজর রাখার কথা বলতে পারেন তিনি।

ভিন রাজ্যে বাংলাভাষীদের নিগ্রহের প্রতিবাদে আগামী ২ অগস্ট থেকে প্রতি শনি ও রবিবার মেয়ো রোডে গান্ধী মূর্তির সামনে সাড়ে চার মাসের টানা প্রতিবাদ কর্মসূচি পালন করতে চলেছে তৃণমূল। এর পাশাপাশি বিজেপি শাসিত রাজ্যে কোনও বাংলাভাষী নির্যাতনের মুখে পড়েছে, এই খবর পেলে তিনি যে এলাকার বাসিন্দা সেই এলাকার তৃণমূল নেতৃত্বকে কী করতে হবে তা নিয়েও প্রয়োজনীয় পরামর্শ দিতে পারেন অভিষেক।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এস আই আর নিয়ে জেলার কর্মীদের সঙ্গে ভারর্চুয়াল বৈঠকে বসবেন অভিষেক

আপডেট : ১ অগাস্ট ২০২৫, শুক্রবার

পুবের কলম প্রতিবেদক : বেশি বকি নেই ছাব্বিশের মহারণ। আর সেই মহাযুদ্ধের আগে এখন রণঘুঁটি সাজাতে ব্যস্ত সবপক্ষ। জয়ের লক্ষ্যে ময়দানে নেমে পড়েছে তৃণমূলও। ছাব্বিশের ভোটে উত্তরবঙ্গে বিশেষ নজর তৃণমূলের। আর সেই উত্তরবঙ্গ বিজয়ের লক্ষ্যে রণকৌশল সাজাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

নির্বাচনী প্রস্তুতিতে জেলা ধরে ধরে সাংগঠনিক বৈঠক শুরু করবে তৃণমূল। আগামী সোমবার থেকেই সেই বৈঠক শুরু করছেন অভিষেক বন্দোপাধ্যায়। কিছুদিনের মধ্যেই পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় স্পেশাল ইনটেনসিভ রিভিশন প্রক্রিয়া শুরু করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। এই এসআইআর প্রক্রিয়ায় একজনও বৈধ ভোটারের নাম যাতে বাদ না,যায় তা নিশ্চিত করতে চাইছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: পথবাতি প্রকল্পে সুন্দরবনের রাস্তা সেজে উঠল আলোর সাজে

একই সঙ্গে ভিন রাজ্যে পশ্চিমবঙ্গের বাসিন্দা বাংলাভাষীদের আটক করা, নিগ্রহ ও হেনস্থার বিরুদ্ধেও সোচ্চার হয়েছেন মমতা এবং অভিষেক। বিজেপি শাসিত রাজ্যে বাংলায় কথা বললেই বাংলাদেশি তকমা দিয়ে নির্যাতনের ঘটনা নিয়ে লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার কর্মসূচি ঘোষণা করেছে তৃণমূল।

আরও পড়ুন: সিএএ নিয়ে মাঠে বিজেপি, পাল্টা বাঙালি অস্মিতার ডাক মমতার

এই প্রেক্ষাপটে এসআইআর প্রক্রিয়া শুরু হলে তৃণমূলের বিভিন্ন স্তরের নেতা,কর্মীদের কী করতে হবে এবং ভিন রাজ্যে বাঙালি নিগ্রহ নিয়ে সাংগঠনিক দিক থেকে তৃণমূলই বা কী করবে, তার রোডম্যাপ ব্যাখ্যা করবেন অভিষেক। আগামী ৫ অগস্ট ভার্চুয়াল বৈঠকে এ বিষয়ে দিক নির্দেশ করবেন তিনি। ওই দিন বিকেল চারটেয় শুরু হওয়া বৈঠকে তৃণমূলের ব্লক,পঞ্চায়েত, টাউন স্তর থেকে জেলা ও রাজ্য স্তরের নেতৃত্ব, সাংসদ, বিধায়ক, কাউন্সিলার, শাখা সংগঠনের নেতৃত্বকে অনলাইনে উপস্থিত থাকতে হবে। প্রায় চার হাজারের বেশি সাংগঠনিক নেতা ও জনপ্রতিনিধি ভার্চুয়াল বৈঠকে থাকবেন।

আরও পড়ুন: এসআইআর-এর বিরুদ্ধে ইন্ডিয়া ব্লকের প্রতিবাদ অব্যাহত, পোস্টারে মোদি ও নির্বাচন কমিশনের কার্টুন প্রদর্শন

গত মার্চ মাসেও অভিষেক তৃণমূলের বিভিন্ন স্তরের নেতৃত্বকে নিয়ে ভার্চুয়াল বৈঠক করেছিলেন। সেখানে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের বুথ ভিত্তিক ময়নাতদন্ত, সাংগঠনিক ফাঁকফোকর, নেতৃত্বের মধ্যে সমন্বয়ের অভাব, দলীয় কোন্দল সহ বিভিন্ন ইস্যু নিয়ে তিনি নিজের বক্তব্য জানান। কয়েকটি জেলায় ২০২৬ সালে বিধানসভা নির্বাচনে কতগুলি আসন জয়ের জন্য টার্গেট করতে হবে, তাও নির্দিষ্ট ভাবে উল্লেখ করে দিয়েছিলেন অভিষেক।

গত ফেব্রুয়ারি মাসে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলীয় সভায় মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় হরিয়ানা, পঞ্জাব, বিহারের বাসিন্দাদের নাম ঢোকানো হচ্ছে বলে অভিযোগ করেছিলেন। তৃণমূল এরপর জেলায় জেলায় বুথ স্তরে ভোটার তালিকা পরীক্ষার কাজ শুরু করে। একটি ভোট কুশলী সংস্থা বিভিন্ন জেলায় তৃণমূল নেতাদের নিয়ে এই বিষয়ে কর্মশালা করে। বুথ স্তরে এ ভাবে ভোটার তালিকা পরীক্ষা করার পরে জেলার নেতারা রাজ্য নেতৃত্বকে রিপোর্ট জমা দেন।

ওই রিপোর্টকে মাথায় রেখেই এসআইআর শুরু হলে বুথ স্তরে তৃণমূল নেতা, কর্মীদের কী কী কাজ করতে হবে, ভার্চুয়াল বৈঠকে তা নিয়ে অভিষেক নির্দেশ দিতে পারেন বলে মনে করা হচ্ছে। এসআইআর প্রক্রিয়ায় প্রামাণ্য নথি নিয়ে কোনও সমস্যা তৈরি হলে অথবা কোনও বৈধ ভোটার হেনস্থার মুখে পড়লে, নিচুতলার নেতৃত্বকে কী করতে হবে, সেই নির্দেশ দিতে পারেন অভিষেক। অন্য রাজ্যে কর্মসূত্রে যাঁরা রয়েছেন, তাঁদের নাম যাতে ভোটার তালিকা থেকে কোনও ভাবে বাদ না,যায় সে দিকেও নজর রাখার কথা বলতে পারেন তিনি।

ভিন রাজ্যে বাংলাভাষীদের নিগ্রহের প্রতিবাদে আগামী ২ অগস্ট থেকে প্রতি শনি ও রবিবার মেয়ো রোডে গান্ধী মূর্তির সামনে সাড়ে চার মাসের টানা প্রতিবাদ কর্মসূচি পালন করতে চলেছে তৃণমূল। এর পাশাপাশি বিজেপি শাসিত রাজ্যে কোনও বাংলাভাষী নির্যাতনের মুখে পড়েছে, এই খবর পেলে তিনি যে এলাকার বাসিন্দা সেই এলাকার তৃণমূল নেতৃত্বকে কী করতে হবে তা নিয়েও প্রয়োজনীয় পরামর্শ দিতে পারেন অভিষেক।