০৫ নভেম্বর ২০২৫, বুধবার, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নিয়ম লঙ্ঘন হচ্ছে! কর্নাটকের আরবি স্কুলগুলির পঠনপাঠনের রিপোর্ট তলব রাজ্যের শিক্ষামন্ত্রীর

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৮ অক্টোবর ২০২২, শুক্রবার
  • / 57

পুবের কলম, ওয়েবডেস্ক: কর্নাটকের আরবি স্কুলগুলির পঠনপাঠনের রিপোর্ট তলব করলেন স্কুল শিক্ষা ও সাক্ষরতা মন্ত্রী, কোডাগু জেলার ইনচার্জ বি সি নাগেশ। আরবি স্কুলগুলিতে ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান কিভাবে পড়ানো হয় তা খতিয়ে দেখতে এই তলব বলে জানিয়েছেন রাজ্যের মন্ত্রী। রাজ্যে এই মুহূর্তে ১০৬টি সাহায্যপ্রাপ্ত ও ৮০টি অনুদানবিহীন আরবি স্কুল রয়েছে। বিজেপি শাসিত কর্নাটক রাজ্যে আরবি স্কুলগুলিতে কন্নড়, ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান বিষয়গুলি ঠিকভাবে পড়ানো হচ্ছে না বলে অভিযোগ জমা পড়ে। তার পরেই এই রিপোর্ট তলব।

শুক্রবার রাজ্যের শিক্ষামন্ত্রী মন্ত্রী বি সি নাগেশ মাদিকেরিতে সাংবাদিকদের সামনে বলেন, শিক্ষা সব শিশুর অধিকার। যাতে ধর্মের কারণে কোনো শিশু লেখাপড়া থেকে বঞ্চিত না হয় সেটা দেখতে হবে। রাজ্যে পরিচালিত আরবি স্কুলগুলি নিয়মানুযায়ী পরিচালিত হচ্ছে না। ভাষা ও বিজ্ঞানের সঠিক শিক্ষা দেওয়া হয় না।

আরও পড়ুন: নির্যাতিতার পরিবারকে ন্যায়বিচার দিতে সবকিছু করব: গণধর্ষণ-কাণ্ডে মুখ খুললেন বোস

মন্ত্রী জানান, যেহেতু বেশ কয়েকজন শিক্ষাবিদ এবং অন্যরা এই বিষয়ে তাদের উদ্বেগ প্রকাশ করেছেন, তাই শিক্ষা বিভাগের কমিশনারের কাছে একটি বিশদ রিপোর্ট চাওয়া হয়েছে।

আরও পড়ুন: সরকারি জায়গায় আরএসএসের কর্মসূচির অনুমতি দেবেন না, কর্নাটক সরকারকে আর্জি কংগ্রেস নেতার

মন্ত্রী নাগেশ আরও বলেন, খুব কম মাদ্রাসা আছে যেখানে আরবি শিক্ষা নিয়ম মেনে দেওয়া হয়। অনেকেই শিক্ষা বিভাগের নিয়মকে লঙ্ঘন করে, পঠন পাঠন চালিয়ে যাচ্ছে। রাজ্যে ১০৬টি সাহায্যপ্রাপ্ত এবং ৮০টি অনুদানবিহীন আরবি স্কুল চলছে। রিপোর্ট পেলে আমরা অধ্যয়নের বিষয় স্পষ্ট ধারণা পাব।

আরও পড়ুন: ভিনরাজ্যে কাজে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মর্মান্তিক মৃত্যু মুর্শিদাবাদের ৫ পরিযায়ী শ্রমিকের

শিক্ষামন্ত্রী বলেন, পরিসংখ্যান অনুযায়ী প্রতি বছর ২৭ হাজার শিক্ষার্থী আরবি স্কুলে ভর্তি হয়। কতজন প্রকৃতপক্ষে আরবি স্কুলে যোগদান করছে তার পরিসংখ্যানে বিশাল পার্থক্য রয়েছে। আক্ষেপের সঙ্গে মন্ত্রী জানান, দুঃখের বিষয় মাদ্রাসা থেকে আসা পড়ুয়ারা অন্যান্য অ্যাকাডেমিক শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতায় পেরে উঠছে না। রাজ্যের আরবি স্কুলগুলির ছাত্রদেরও,অন্যান্য স্কুলের সমান শিক্ষা সুবিধা থাকা উচিত বলে মন্ত্রী দাবি করেন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নিয়ম লঙ্ঘন হচ্ছে! কর্নাটকের আরবি স্কুলগুলির পঠনপাঠনের রিপোর্ট তলব রাজ্যের শিক্ষামন্ত্রীর

আপডেট : ২৮ অক্টোবর ২০২২, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্ক: কর্নাটকের আরবি স্কুলগুলির পঠনপাঠনের রিপোর্ট তলব করলেন স্কুল শিক্ষা ও সাক্ষরতা মন্ত্রী, কোডাগু জেলার ইনচার্জ বি সি নাগেশ। আরবি স্কুলগুলিতে ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান কিভাবে পড়ানো হয় তা খতিয়ে দেখতে এই তলব বলে জানিয়েছেন রাজ্যের মন্ত্রী। রাজ্যে এই মুহূর্তে ১০৬টি সাহায্যপ্রাপ্ত ও ৮০টি অনুদানবিহীন আরবি স্কুল রয়েছে। বিজেপি শাসিত কর্নাটক রাজ্যে আরবি স্কুলগুলিতে কন্নড়, ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান বিষয়গুলি ঠিকভাবে পড়ানো হচ্ছে না বলে অভিযোগ জমা পড়ে। তার পরেই এই রিপোর্ট তলব।

শুক্রবার রাজ্যের শিক্ষামন্ত্রী মন্ত্রী বি সি নাগেশ মাদিকেরিতে সাংবাদিকদের সামনে বলেন, শিক্ষা সব শিশুর অধিকার। যাতে ধর্মের কারণে কোনো শিশু লেখাপড়া থেকে বঞ্চিত না হয় সেটা দেখতে হবে। রাজ্যে পরিচালিত আরবি স্কুলগুলি নিয়মানুযায়ী পরিচালিত হচ্ছে না। ভাষা ও বিজ্ঞানের সঠিক শিক্ষা দেওয়া হয় না।

আরও পড়ুন: নির্যাতিতার পরিবারকে ন্যায়বিচার দিতে সবকিছু করব: গণধর্ষণ-কাণ্ডে মুখ খুললেন বোস

মন্ত্রী জানান, যেহেতু বেশ কয়েকজন শিক্ষাবিদ এবং অন্যরা এই বিষয়ে তাদের উদ্বেগ প্রকাশ করেছেন, তাই শিক্ষা বিভাগের কমিশনারের কাছে একটি বিশদ রিপোর্ট চাওয়া হয়েছে।

আরও পড়ুন: সরকারি জায়গায় আরএসএসের কর্মসূচির অনুমতি দেবেন না, কর্নাটক সরকারকে আর্জি কংগ্রেস নেতার

মন্ত্রী নাগেশ আরও বলেন, খুব কম মাদ্রাসা আছে যেখানে আরবি শিক্ষা নিয়ম মেনে দেওয়া হয়। অনেকেই শিক্ষা বিভাগের নিয়মকে লঙ্ঘন করে, পঠন পাঠন চালিয়ে যাচ্ছে। রাজ্যে ১০৬টি সাহায্যপ্রাপ্ত এবং ৮০টি অনুদানবিহীন আরবি স্কুল চলছে। রিপোর্ট পেলে আমরা অধ্যয়নের বিষয় স্পষ্ট ধারণা পাব।

আরও পড়ুন: ভিনরাজ্যে কাজে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মর্মান্তিক মৃত্যু মুর্শিদাবাদের ৫ পরিযায়ী শ্রমিকের

শিক্ষামন্ত্রী বলেন, পরিসংখ্যান অনুযায়ী প্রতি বছর ২৭ হাজার শিক্ষার্থী আরবি স্কুলে ভর্তি হয়। কতজন প্রকৃতপক্ষে আরবি স্কুলে যোগদান করছে তার পরিসংখ্যানে বিশাল পার্থক্য রয়েছে। আক্ষেপের সঙ্গে মন্ত্রী জানান, দুঃখের বিষয় মাদ্রাসা থেকে আসা পড়ুয়ারা অন্যান্য অ্যাকাডেমিক শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতায় পেরে উঠছে না। রাজ্যের আরবি স্কুলগুলির ছাত্রদেরও,অন্যান্য স্কুলের সমান শিক্ষা সুবিধা থাকা উচিত বলে মন্ত্রী দাবি করেন।