পুবের কলম ওয়েবডেস্ক: মঙ্গলবার বিধানসভা থেকে পুকুর ভরাট নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। জলাশয় ও পুকুর ভরাট করে বেআইনি নির্মাণ করলে তা ভেঙে দেওয়া হবে। পরিবেশের সঙ্গে কোনও আপস নয় বলে জানান মুখ্যমন্ত্রী।
জলাশয় বুজিয়ে দেওয়া নিয়ে একাধিক অভিযোগ করা হয়। বিরোধী দলগুলিও এই অভিযোগ করে। এই ‘অপরাধ’ বরদাস্ত করা হবে না বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। বিধানসভায় তিনি বলেন, “জোর করে পুকুর ভরাট করলে নির্মাণ ভেঙে দেওয়া হবে। স্থানীয় কিছু ইনফ্লুয়েন্সে অনেকে এমন করেন। পরিবেশ বাঁচাতে কোনও আপস নয়। অভিযোগ এলে পরিবেশ বিভাগ কঠোর ব্যবস্থা নেবে।”
উল্লেখ্য, বিধানসভার চলতি বাদল অধিবেশনে পুকুর ভরাট নিয়েই কড়া বার্তা দিয়েছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। জলাভূমির চরিত্র বদল করা যাবে না বলে জানিয়েছিলেন তিনি। জলাভূমি ভরাটের অভিযোগ প্রমাণিত হলে তিন বছরের কারাদণ্ড এবং পাঁচ লাখ টাকার জরিমানার শাস্তির বিধান রয়েছে। এবার পুকুর ভরাট নিয়ে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর।
ডিভিসির ছাড়া জল ও লাগাতার বর্ষণের জেরে ঘাটাল বন্যা কবলিত। সেই কথা বন্যাত্রাণ নিয়ে নাম না নিয়ে কেন্দ্রকে বিঁধেছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় সরকার বন্যাত্রাণ নিয়ে রাজ্যকে বারবার বঞ্চিত করছে বলে অভিযোগ করেছেন মমতা। তিনি বলেন, “ড্রেজিং হয় না। অন্য রাজ্যের ছাড়া জলে ক্ষতিপূরণ দিতে হয় আমাদের।”
























