পুবের কলম ওয়েবডেস্কঃ স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিয়েছিলেন টুইট বার্তা। ৭৫ তম স্বাধীনতা দিবসের দিন রেড রোডে পতাকা উত্তোলন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তার আগে নিজের লেখা কবিতা টুইট করেন মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন , ‘এই ধরণীর মাটির বাঁধন/ বাঁধুক জোরে মোদের/ সোনার চেয়েও যে খাঁটি/ দেশটা সবার নিজের…’। ফেসবুকে এর পাশাপাশি মমতা লেখেন, ”ভারতবর্ষের ৭৫ তম স্বাধীনতা দিবসে দেশমাতৃকাকে আমার প্রণাম জানাই। আজকের এই শুভ দিনে আমার রচনা ও ভাবনায় একটি গান রইল সবার জন্য। গানটিতে কণ্ঠ দিয়েছেন ইন্দ্রনীল সেন, মনোময় ভট্টাচার্য, তৃষা পাড়ুই ও দেবজ্যোতি বোস। দেশবাসীকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। ঐক্য, সম্প্রীতি ও সর্বধর্ম সমন্বয়ের পরম্পরা এই দেশের গৌরব বৃদ্ধি করেছে। নাগরিক হিসেবে সেই ঐতিহ্য অটুট রাখাই হোক আমাদের আজকের শপথ।”
৩০ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
স্বাধীনতা দিবসে কবিতা লিখলেন মুখ্যমন্ত্রী
-
সুস্মিতা - আপডেট : ১৫ অগাস্ট ২০২১, রবিবার
- 34
ট্যাগ :
সর্বধিক পাঠিত



































