ফের পিছিয়ে গেল DA মামলার শুনানি

- আপডেট : ১৪ মে ২০২৫, বুধবার
- / 182
পুবের কলম ওয়েবডেস্ক: ফের পিছিয়ে গেল ডিএ (DA) মামলার শুনানি। বুধবার সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বা মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলার শুনানি হল না। এই নিয়ে ১৮ বার পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। এ দিকে বার বার এ ভাবে মামলা পিছনোয় হতাশ মামলাকারীরা। শেষ বার এই শুনানি হয়েছিল ২০২৪ সালের ১ ডিসেম্বর।
সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের ডিএ মামলাটি ১১ মে বদল করে মামলা পাঠানো হয় বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে। নতুন বেঞ্চের তালিকায় মামলাটি ছিল ৪০ নম্বরে। সেখানেই বুধবার শুনানির কথা ছিল। কিন্তু শুনানি আবার পিছিয়ে গেল। আগামী শুক্রবার শীর্ষ আদালতে ডিএ মামলার শুনানি হতে পারে।
২০২২ সালের ২০ মে হাই কোর্ট কেন্দ্রের সমতুল ৩১ শতাংশ হারে ডিএ দেওয়ার নির্দেশ দেয় রাজ্যকে। কিন্তু হাই কোর্টের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। ২০২২ সালের ৩ নভেম্বর মামলা দায়ের হয় শীর্ষ আদালতে। প্রথম শুনানি হয় সে বছরের ২৮ নভেম্বর। তবে এই মামলা বিচারাধীন থাকা অবস্থাতেই কয়েক দফায় ডিএ বৃদ্ধির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।