বাংলাদেশ বিমান দুর্ঘটনায় মৃত বেড়ে ৩১, আহত ১৬৫
- আপডেট : ২২ জুলাই ২০২৫, মঙ্গলবার
- / 189
পুবের কলম,ওয়েবডেস্ক: বাংলাদেশের উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনা কাণ্ডে মৃত বেড়ে ৩১। আহতের সংখ্যা ১৬৫। মঙ্গলবার ঢাকার বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী চিকিৎসক মুহাম্মদ সায়েদুর রহমান সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২০ জনের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে, তবে ৬ জনের দেহ চিহ্নিত করা সম্ভব হয়নি।
এখনও পর্যন্ত পাওয়া সাক্ষাৎকারে ঢাকার সিএমএইচে ভর্তি হওয়া পড়ুয়াদের মধ্যে ২৮ জন আহত এবং ১৬ জন নিহত হয়েছেন। এছাড়া লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার, উত্তরায় ১৩ জন আহত এবং ২ জন নিহত-এর সংখ্যা প্রকাশ পেয়েছে। উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে রয়েছে ১ জন আহত, কোন নিহত নেই। এছাড়াও, শহীদ মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন ১ জন আহত, নিহত নেই। ইউনাইটেড হাসপাতালে আছেন ২ জন আহত এবং ১ জন নিহত আর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রয়েছেন ৩ জন আহত, নিহত নেই।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী চিকিৎসক মো. সায়েদুর রহমান আজ সকালে ২৭ জনের মৃত্যুর তথ্য পেশ করেছিলেন। যার মধ্যে ২৫ জন শিশু। বাকি দুজনের একজন বিমানের পাইলট এবং অন্যজন শিক্ষিকা।
বাংলাদেশ বিমান দুর্ঘটনায় মৃতদের মধ্যে বেশিরভাগ পড়ুয়া। স্কুলের ক্লাস চলাকালীনই সেনাবাহিনীর প্রশিক্ষণ বিমানটি সেখানে ভেঙে পড়ে। বিমানটি ভেঙে পড়ের সঙ্গে সঙ্গে সেটিতে আগুন ধরে যায়। সেই লেলিহান অগ্নিশিখায় ঝলসে যায় প্রায় ২০০ জন পড়ুয়া। তাদের মধ্যে কয়েকজন শিক্ষকও ছিলেন বলে জানা গিয়েছে।





































