মাইলস্টোন দুর্ঘটনায় এবার শোকপ্রকাশ পাকিস্তানি অভিনেত্রী ইয়ুমনা জায়েদীর

- আপডেট : ২৩ জুলাই ২০২৫, বুধবার
- / 45
পুবের কলম ওয়েবডেস্ক: পাকিস্তানি অভিনেত্রী ইয়ুমনা জায়েদী সাম্প্রতিক কালে বাংলাদেশে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনা নিয়ে গভীর শোক প্রকাশ করেছেন। বাংলাদেশের মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনার শোক ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। অনেকেই এই ঘটনায় মর্মাহত। এবার পাকিস্তানি অভিনেত্রী ইয়ুমনা জায়েদি বাংলাদেশের এই ঘটনায় শোক প্রকাশ করেছেন।
মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনার শোক এই মূহুর্তে ছড়িয়ে পড়েছে সারা বিশ্বজুড়ে। তিনি তার সোশাল মিডিয়া সাইটে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ছেন। তিনি বলেন এফ-সেভেন বিমান দুর্ঘটনায় প্রিয়জনদের হারানো পরিবারগুলোর প্রতি আমাদের গভীর শোক ও প্রার্থনা। এই ঘটনাটি একেবারে অনাকাঙ্খিত ছিল বলেও জানিয়েছেন।
এমনকি তিনি তার পোস্টের সঙ্গে ভালোবাসার ইমোজি ও লাল-সবুজ রঙের পতাকাও জুড়ে দিয়েছেন। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত মারা গেছে ৩১ জন, ও আহত হয়েছে শতাধিক বলে সূত্রের খবর। বিমানটি, উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয়।
অভিনেত্রীর এই পোস্ট দুই দেশের মধ্যে মানবিকতা ও শিল্পজগতের এর মধ্যে এক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার ইঙ্গিতও দিয়েছে বটে। মূলত তিনি এই সমস্যার সমাধান ও একে অপরের প্রতি সহানুভূতি রক্ষা করার প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন।