১৪ জানুয়ারী ২০২৬, বুধবার, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

গাছের পাতা ও আংটিতে কাবার ছবি এঁকে এশিয়া এবং ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম কাশ্মীরি যুবকের

পুবের কলম, ওয়েবডেস্ক: মক্কার কাবার ছবি গাছের পাতায় এবং আংটির উপর এঁকে রেকর্ড গড়লেন কাশ্মীরের এক যুবক। কাশ্মীরের কুলগাম জেলার কুলপোরা গ্রামের বাসিন্দা মুদাসির রহমান দার। কাবার সেই ছবি এঁকে এশিয়া এবং ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলেছেন ২৬ বছর বয়সী মুদাসির। তিনিই কাশ্মীরের প্রথম শিল্পী যিনি এই দুই রেকর্ড গড়তে সমর্থ হলেন। ছোট থেকেই আঁকার প্রতি ভালবাসা এবং আগ্রহ ছিল মুদাসিরের। যদিও শিল্পী হওয়ার প্রচলিত শিক্ষার সুযোগ পাননি তিনি।

নেটমাধ্যমে নিজের শিল্পকলা সকলের সামনে তুলে ধরেছেন বলে জানিয়েছেন তিনি। ভবিষ্যতে সমাজের বিভিন্ন সমস্যা নিজের আঁকায় তুলে ধরতে চান বলেও জানান মুদাসির। দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার এই তরুণ শিল্পী একটি আংটি ও পাতায় পবিত্র কাবার সবচেয়ে ছোট পেইন্টিং তৈরি করে এই কৃতিত্ব অর্জন করেছেন। মুদাসির জানান, ছোটবেলা থেকেই তিনি চিত্রকলার প্রতি আগ্রহী ছিলেন কিন্তু উপযুক্ত প্ল্যাটফর্মের অভাবে লক্ষ্য অর্জনে অনেক পিছিয়ে ছিলেন তিনি।

আরও পড়ুন: ‘ইনসাফ পেয়েছি’, অপারেশন সিঁদুরে খুশি নিহত আদিলের বাবা-দাদা

অবশেষে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার কাজ স্বীকৃতি পেয়েছে, যা তাকে খ্যাতি এনে দেয়।একটি সর্ব ভারতীয় সংবাদমাধ্যমকে মুদাসির বলেন,  তার প্রধান লক্ষ্য সমাজে  মাদকদ্রব্যের অপব্যবহার, শিশুশ্রম এই সমস্ত সামাজিক কুফলকে শিল্পকর্মের মাধ্যমে তুলে ধরা। ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম ওঠায় উচ্ছ্বসিত এই তরুণ কিন্তু  তার শিল্পকর্ম প্রদর্শনের জন্য একটি প্ল্যাটফর্ম চান মুদাসির। মুদাসির বলেন, কাশ্মীরের তরুণরা প্রতিভার অধিকারী হলেও তাদের শিল্প প্রদর্শনের জন্য এবং তাদের দক্ষতা দেখানোর জন্য একটি প্ল্যাটফর্ম খুব জরুরী।

আরও পড়ুন: পাকিস্তান থেকে পায়ে হেঁটে মক্কায় গেলেন যুবক

আরও পড়ুন: মক্কায় হজযাত্রীদের জন্য দিন-রাত জমজমের পানি
ট্যাগ :
সর্বধিক পাঠিত

দুর্নীতি দমন আইন নিয়ে সুপ্রিম কোর্টের বিভক্ত মত; মামলা যাবে বৃহত্তর বেঞ্চে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গাছের পাতা ও আংটিতে কাবার ছবি এঁকে এশিয়া এবং ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম কাশ্মীরি যুবকের

আপডেট : ৫ অক্টোবর ২০২১, মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্ক: মক্কার কাবার ছবি গাছের পাতায় এবং আংটির উপর এঁকে রেকর্ড গড়লেন কাশ্মীরের এক যুবক। কাশ্মীরের কুলগাম জেলার কুলপোরা গ্রামের বাসিন্দা মুদাসির রহমান দার। কাবার সেই ছবি এঁকে এশিয়া এবং ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলেছেন ২৬ বছর বয়সী মুদাসির। তিনিই কাশ্মীরের প্রথম শিল্পী যিনি এই দুই রেকর্ড গড়তে সমর্থ হলেন। ছোট থেকেই আঁকার প্রতি ভালবাসা এবং আগ্রহ ছিল মুদাসিরের। যদিও শিল্পী হওয়ার প্রচলিত শিক্ষার সুযোগ পাননি তিনি।

নেটমাধ্যমে নিজের শিল্পকলা সকলের সামনে তুলে ধরেছেন বলে জানিয়েছেন তিনি। ভবিষ্যতে সমাজের বিভিন্ন সমস্যা নিজের আঁকায় তুলে ধরতে চান বলেও জানান মুদাসির। দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার এই তরুণ শিল্পী একটি আংটি ও পাতায় পবিত্র কাবার সবচেয়ে ছোট পেইন্টিং তৈরি করে এই কৃতিত্ব অর্জন করেছেন। মুদাসির জানান, ছোটবেলা থেকেই তিনি চিত্রকলার প্রতি আগ্রহী ছিলেন কিন্তু উপযুক্ত প্ল্যাটফর্মের অভাবে লক্ষ্য অর্জনে অনেক পিছিয়ে ছিলেন তিনি।

আরও পড়ুন: ‘ইনসাফ পেয়েছি’, অপারেশন সিঁদুরে খুশি নিহত আদিলের বাবা-দাদা

অবশেষে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার কাজ স্বীকৃতি পেয়েছে, যা তাকে খ্যাতি এনে দেয়।একটি সর্ব ভারতীয় সংবাদমাধ্যমকে মুদাসির বলেন,  তার প্রধান লক্ষ্য সমাজে  মাদকদ্রব্যের অপব্যবহার, শিশুশ্রম এই সমস্ত সামাজিক কুফলকে শিল্পকর্মের মাধ্যমে তুলে ধরা। ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম ওঠায় উচ্ছ্বসিত এই তরুণ কিন্তু  তার শিল্পকর্ম প্রদর্শনের জন্য একটি প্ল্যাটফর্ম চান মুদাসির। মুদাসির বলেন, কাশ্মীরের তরুণরা প্রতিভার অধিকারী হলেও তাদের শিল্প প্রদর্শনের জন্য এবং তাদের দক্ষতা দেখানোর জন্য একটি প্ল্যাটফর্ম খুব জরুরী।

আরও পড়ুন: পাকিস্তান থেকে পায়ে হেঁটে মক্কায় গেলেন যুবক

আরও পড়ুন: মক্কায় হজযাত্রীদের জন্য দিন-রাত জমজমের পানি