০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

মঞ্চে উঠে কেঁদে ফেললেন কেজরিওয়াল…… কিন্তু কেন?

ইমামা খাতুন
  • আপডেট : ৭ জুন ২০২৩, বুধবার
  • / 11

পুবের কলম, ওয়েবডেস্ক: তিনি আপ সুপ্রিমো, দিল্লির মুখ্যমন্ত্রী। মঞ্চে উঠে চোখের জল ধরে রাখতে পারলেন না অরবিন্দ কেজরিওয়াল। শহরের একটি নতুন স্কুল উদ্বোধনে গিয়েছিলেন তিনি। আর সেখানেই জেল বন্দী সিসোদিয়ার কথা মনে করে কান্নায় ভেঙে পড়েন কেজরি।

দিল্লি মদ দুর্নীতি কাণ্ডে গত কয়েকমাস ধরে জেলে রয়েছেন মণীশ  সিসোদিয়া। গ্রেফতারির আগে তাঁর বাড়িতে তল্লাশি এবং তাঁকে তলব,   জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।

সিসোদিয়া বারবার দাবি করেছিলেন তিনি নির্দোষ। আজ তাঁর কথা মনে করে চোখে জল কেজরিওয়ালের।  নতুন স্কুলের উদ্বোধনে গিয়ে আজ তিনি বলেন, ‘আমি আজ মণীশজিকে খুব মিস করছি। তিনি এই কাজ শুরু করেছিলেন। তাঁর স্বপ্ন ছিল প্রতিটি শিশু সর্বোত্তম শিক্ষা লাভ করবে। তাঁকে জেলে পাঠানো হয়েছে, কারণ তিনি স্কুল তৈরি করেছিলেন এবং চেয়েছিলেন শিশুরা উপযুক্ত শিক্ষা লাভ করুক।’

তিনি নাম না করে  গেরুয়া শিবিরকে কটাক্ষ করে বলেছেন, ‘এরা নিশ্চিত করতে চান যে দিল্লিতে শিক্ষার বিপ্লব শেষ হয়ে গিয়েছে। কিন্তু আমরা তা হতে দেব না। ‘ একই সঙ্গে তিনি ভারাক্রান্ত গলায় বলেন, ‘মিথ্যা মামলা করা হয়েছে, মিথ্যা অভিযোগ আনা হয়েছে। একজন ভালো মানুষকে জেলে রেখেছে। দেশে অনেক ডাকাত স্বাধীন ঘুর বেড়াচ্ছে। সুশিক্ষা এবং ভালো স্কুল তৈরি করতে না চাইলে মণীশ সিসোদিয়াকে জেলে পাঠানো হতো না।’

এদিন কেজরিওয়াল বলেন, ‘আমাদের তাঁর স্বপ্ন পূরণ করতে হবে। তাঁর কাজ যেন বন্ধ না হয়, তা নিশ্চিত করতে হবে। আমার বিশ্বাস তিনি দ্রুত মুক্তি পাবেন। সত্য কখনো হারতে পারে না। যাঁরা সত্যের পথে চলে, ইশ্বর তাঁদের সাহায্য করেন।’

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মঞ্চে উঠে কেঁদে ফেললেন কেজরিওয়াল…… কিন্তু কেন?

আপডেট : ৭ জুন ২০২৩, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্ক: তিনি আপ সুপ্রিমো, দিল্লির মুখ্যমন্ত্রী। মঞ্চে উঠে চোখের জল ধরে রাখতে পারলেন না অরবিন্দ কেজরিওয়াল। শহরের একটি নতুন স্কুল উদ্বোধনে গিয়েছিলেন তিনি। আর সেখানেই জেল বন্দী সিসোদিয়ার কথা মনে করে কান্নায় ভেঙে পড়েন কেজরি।

দিল্লি মদ দুর্নীতি কাণ্ডে গত কয়েকমাস ধরে জেলে রয়েছেন মণীশ  সিসোদিয়া। গ্রেফতারির আগে তাঁর বাড়িতে তল্লাশি এবং তাঁকে তলব,   জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।

সিসোদিয়া বারবার দাবি করেছিলেন তিনি নির্দোষ। আজ তাঁর কথা মনে করে চোখে জল কেজরিওয়ালের।  নতুন স্কুলের উদ্বোধনে গিয়ে আজ তিনি বলেন, ‘আমি আজ মণীশজিকে খুব মিস করছি। তিনি এই কাজ শুরু করেছিলেন। তাঁর স্বপ্ন ছিল প্রতিটি শিশু সর্বোত্তম শিক্ষা লাভ করবে। তাঁকে জেলে পাঠানো হয়েছে, কারণ তিনি স্কুল তৈরি করেছিলেন এবং চেয়েছিলেন শিশুরা উপযুক্ত শিক্ষা লাভ করুক।’

তিনি নাম না করে  গেরুয়া শিবিরকে কটাক্ষ করে বলেছেন, ‘এরা নিশ্চিত করতে চান যে দিল্লিতে শিক্ষার বিপ্লব শেষ হয়ে গিয়েছে। কিন্তু আমরা তা হতে দেব না। ‘ একই সঙ্গে তিনি ভারাক্রান্ত গলায় বলেন, ‘মিথ্যা মামলা করা হয়েছে, মিথ্যা অভিযোগ আনা হয়েছে। একজন ভালো মানুষকে জেলে রেখেছে। দেশে অনেক ডাকাত স্বাধীন ঘুর বেড়াচ্ছে। সুশিক্ষা এবং ভালো স্কুল তৈরি করতে না চাইলে মণীশ সিসোদিয়াকে জেলে পাঠানো হতো না।’

এদিন কেজরিওয়াল বলেন, ‘আমাদের তাঁর স্বপ্ন পূরণ করতে হবে। তাঁর কাজ যেন বন্ধ না হয়, তা নিশ্চিত করতে হবে। আমার বিশ্বাস তিনি দ্রুত মুক্তি পাবেন। সত্য কখনো হারতে পারে না। যাঁরা সত্যের পথে চলে, ইশ্বর তাঁদের সাহায্য করেন।’