পুবের কলম, ওয়েবডেস্ক: হুগলির ধনেখালিতে মা ও মেয়ের আত্মহত্যার চেষ্টা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের দাবি, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) নিয়ে আতঙ্কেই এই ঘটনা ঘটে। শনিবার কানানদী এলাকার বাসিন্দা ওই মহিলা ও তাঁর মেয়েকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে ধনেখালি গ্রামীণ হাসপাতালে এবং পরে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়।
পরিবারের সদস্যদের অভিযোগ, আট বছর আগে হরিপালে বিয়ে হয়েছিল ওই মহিলার। কিন্তু শ্বশুরবাড়ির সঙ্গে মনোমালিন্যের জেরে তিনি গত কয়েক বছর ধরে বাপের বাড়িতে থাকছিলেন। তাঁদের দাবি, SIR শুরু হওয়ার পর পরিবারের অন্যরা এনিউমারেশন ফর্ম পেলেও তিনি পাননি। শ্বশুরবাড়ির ঠিকানায় ফর্ম গেলে তা আটকে রাখা হতে পারে, এই আশঙ্কা থেকেই মানসিক চাপে ভুগছিলেন তিনি।
ধনেখালির তৃণমূল বিধায়ক অসীমা পাত্র রবিবার মহিলার পরিবারের সঙ্গে দেখা করে বলেন,“SIR নিয়ে বিজেপি অযথা আতঙ্ক ছড়াচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দুইজনের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।” ওই মহিলার দাদার অভিযোগ,“বাড়ির সবাই ফর্ম পেয়েছে, শুধু বোন পায়নি। এই আতঙ্কেই চরম সিদ্ধান্ত নেয়।” রাজ্যে SIR প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে একাধিক আত্মহত্যা ও আতঙ্কজনক ঘটনার খবর সামনে এসেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই রাজ্যবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।



























