ব্রিকস সম্মেলনে সন্ত্রাসবাদ নিয়ে সুর চড়ালেন প্রধানমন্ত্রী

- আপডেট : ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার
- / 189
ব্রাসলিয়া: ব্রিকস সম্মেলনে যোগ দিতে শনিবার বিকেলে ব্রাজিলে পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার ব্রাজিলে ১৭ তম ব্রিকস সম্মেলনে যোগ দিয়ে ‘গ্লোবাল সাউথ’ দেশগুলির হয়ে সওয়াল করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একইসঙ্গে সন্ত্রাসবাদ ইস্যুতেও সুর চড়ালেন তিনি। মোদি সাফ বার্তা, “সন্ত্রাসবাদ মানবতার জন্য ক্ষতিকর। পহেলগাঁও হামলা শুধু ভারতের উপর আঘত এমন নয়। এটি মানবতার উপরও আঘাত এনেছে।” এরপরেই সন্ত্রাসকে মদত দেওয়ার অভিযোগে পাকিস্তানের বিরুদ্ধে সুর চড়িয়েছেন তিনি। ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য ব্রিকস দেশগুলির কাছে আহ্বান জানিয়েছেন নমো।
‘শান্তি ও নিরাপত্তা এবং বৈশ্বিক শাসনের সংস্কার’ বিষয়ক আলোচনাসভায় বক্তব্য রাখতে গিয়ে মোদি বলেন, “বিশ শতকে নির্মিত বিশ্বব্যাপী প্রতিষ্ঠানে মানবতার দুই-তৃতীয়াংশ এখনও যথাযথ প্রতিনিধিত্বের অভাব রয়েছে। এই অন্তর্ভুক্তির এই অভাব এই জাতীয় সংস্থাগুলির বিশ্বাসযোগ্যতা এবং কার্যকারিতা প্রভাবিত করে।” উপমা টেনে প্রধানমন্ত্রীর বক্তব্য, “গ্লোবাল সাউথকে ছাড়া আন্তর্জাতিক গোষ্ঠীগুলি যেন এমন একটি মোবাইল ফোন, যার সিম আছে কিন্তু নেটওয়ার্ক নেই।” এই পরিস্থিতি বদলাতে জোরাল সওয়াল করেন মোদি। তাঁর সাফ কথা, সফটওয়্যারের যুগে টাইপরাইটার চলতে পারে না।
উল্লেখ্য, ভারত, চিন, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা ও রাশিয়াকে নিয়ে তৈরি হয়েছে ব্রিকস গোষ্ঠী। প্রত্যেক বছর ঘুরিয়ে ফিরিয়ে কোনও না কোনও সদস্য দেশ ব্রিকস সম্মেলনের আয়োজন করে। গত বছরের অক্টোবর মাসে এই সম্মেলনের আসর বসেছিল রাশিরার কাজানে। আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়, নিরাপত্তা ও বিশ্বশান্তি নিয়ে প্রত্যেক বছর আলোচনা হয় ব্রিকস সম্মেলনে।