৯০ –পা রাখলেন দালায় লামা, শুভেচ্ছাবার্তা মোদির

- আপডেট : ৬ জুলাই ২০২৫, রবিবার
- / 289
পুবের কলম,ওয়েবডেস্ক: ৯০ বছরে পদার্পণ করলেন দালায় লামা। বর্তমানে তিব্বতের সর্বোচ্চ ও প্রধান আধ্যাত্মিক নেতা তিনি। ১৪ তম দালায় লামা ১৯৩৫ সালের ৬ জুলাই উত্তর-পূর্ব তিব্বতের ছোট্ট কৃষিপ্রধান গ্রাম ট্যাক্সটারে জন্মগ্রহণ করেন। মাত্র ২ বছর বয়েসেই তাঁর জীবনের মোড় বদলে যায়। তাঁকে লামো ধোনডুপকে ১৩তম দালাই লামার পুনর্জন্ম হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। ১৯৩৯ সালের অক্টোবরে, তাঁকে লাসায় আনা হয় এবং ১৯৪০ সালের ২২ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে তিব্বত রাষ্ট্রের প্রধান হিসেবে অধিষ্ঠিত করা হয়।
আধ্যাতিক নেতার জন্মদিনকে বিশেষ করতে নানা বিশেষ প্রার্থনার আয়োজন করা হয় তিব্বতে। আর তাঁর এই বিশেষ দিনে দেশ, বিদেশ থেকে জন্মদিনের শুভেচ্ছা জানান আমজনতা থেকে উচ্চ-স্তরের মানুষরা। ১৪ তম দালায় লামার জন্মবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। এক্স হ্যান্ডেলে তিনি জানান, “প্রেম, করুণা, ধৈর্য এবং নৈতিক শৃঙ্খলার” প্রতীক দালায় লামা।
তাঁর বার্তা সমস্ত ধর্মের প্রতি শ্রদ্ধা এবং প্রশংসা জাগিয়ে তুলেছে। আমরা তাঁর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। তিব্বতি বৌদ্ধদের আধ্যাত্মিক নেতা দালাই লামা শুধু একটি ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধান নন, তিনি আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ এক ব্যক্তিত্ব। বুধবার তিনি জানিয়েছেন, তাঁর মৃত্যুর পর একজন উত্তরসূরি থাকবেন। ধারণা করা হচ্ছে, আজ নিজের জন্মদিনে উত্তরসূরি বেছে নেবেন তিনি।