১৭ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
কাশ্মীরের পূর্ণরাজ্যের মর্যাদা ফেরানোর দাবিতে মোদিকে চিঠি রাহুলের

কিবরিয়া আনসারি
- আপডেট : ১৬ জুলাই ২০২৫, বুধবার
- / 21
পুবের কলম, ওয়েবডেস্ক: কাশ্মীরের পূর্ণরাজ্যের মর্যাদা ফেরানো হোক, এমনই দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধি। তিনি বলেছেন, কাশ্মীরবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সেই প্রতিশ্রুতিপূরণ করা কেন্দ্রের কর্তব্য।
প্রধানমন্ত্রীকে চিঠিতে রাহুল লিখেছেন, ‘গত পাঁচ বছর কাশ্মীরবাসী লাগাতার পূর্ণরাজ্যের মর্যাদা ফেরানোর দাবি জানিয়ে আসছে। অতীতে একাধিকবার কেন্দ্রশাসিত অঞ্চলকে রাজ্যের মর্যাদায় উন্নীত করার উদাহরণ রয়েছে। কিন্তু এভাবে একটি পূর্ণরাজ্যকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার উদাহরণ নেই।”