বানভাসি এলাকা পরিদর্শনে বুধবার আকাশপথে রওনা দিচ্ছেন মুখ্যমন্ত্রী
- আপডেট : ৩ অগাস্ট ২০২১, মঙ্গলবার
- / 76
পুবের কলম, ওয়েবডেস্কঃ লাগাতার বৃষ্টির কারণে জেলার একাধিক অঞ্চল বানভাসি। বেড়েছে সাধারণ মানুষের জল যন্ত্রণা। হাওড়া-হুগলির একাধিক এলাকা জলবন্দি। এবার এই সব দুর্গত এলাকা খতিয়ে দেখতে বুধবার আকাশপথে রওনা দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাওড়া, হুগলির একাধিক প্লাবিত এলাকা ঘুরে দেখবেন তিনি। আমফান থেকে ইয়াস প্রাকৃতিক বিপর্যয়ে মুখ্যমন্ত্রী একাধিক এলাকা পরিদর্শন সেরেছিলেন। এবারেও তার অন্যথা হল না। হেলিকপ্টারে এই সমস্ত দুর্গত এলাকায় যাবেন তিনি। সেখানে জেলা প্রশাসনের জরুরি বৈঠকের সম্ভাবনাও রয়েছে মুখ্যমন্ত্রীর।
সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে হাওড়া, হুগলি, ঘাটালের প্লাবন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। মন্ত্রীদের মন্ত্রীদের কড়া নির্দেশ দিয়েছেন এই সমস্ত এলাকা ঘুরে দেখার জন্য। একই সঙ্গে এই প্লাবনে বাড়ি ভেঙে, দেওয়াল ধসে কিংবা তড়িদাহত হয়ে যাঁদের মৃত্যু হয়েছে সেই তালিকাও সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে চেয়ে পাঠান তিনি।
নবান্ন সূত্রে খবর, বুধবার সমস্ত দুর্গত এলাকা আকাশপথে পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী নিজে। এখনও অবধি যা খবর, তাতে বুধবার প্রথমে নবান্নে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ডে পৌঁছবেন। আকাশপথে হাওড়া এবং হুগলির বিস্তীর্ণ এলাকা পরিদর্শন করবেন।








































