পুবের কলম, ওয়েবডেস্কঃ করোনা সংক্রমণের হার ক্রমশই উর্দ্ধমুখী। প্রথম ঢেউয়ের করোনা যে ভাবে আতঙ্ক ধরিয়েছিল ফের সেই আতঙ্ক আবার এসে উপস্থিত হয়েছে মানুষের জীবনে। ২০২১ এর শেষের দিকে কিছুদিন করোনা সংক্রমণের হার ছিল নিম্নমুখী। কিন্তু ফের সেই উদ্বেগ মাথাচাড়া দিয়ে উঠেছে।
দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ১৭ হাজার ১০০ জন। একলাফে দেশে দৈনিক সংক্রমণ বেড়েছে ২৮.০২ শতাংশ।
বৃহস্পতিবার স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, দৈনিক আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৪২১, বুধবার যে সংখ্যাটা ছিল ১৪ হাজার ২২। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৯ জনের। বুধবারের তুলনায় পজিটিভিটি রেট বেড়েছে কিছুটা। বুধবার যে হার ছিল ২৩.১৭ শতাংশ, বৃহস্পতিবার সেটাই বেড়ে হয়েছে ২৪.৭১ শতাংশ। একদিনে দেশে ওমিক্রন আক্রান্ত ৩ হাজার ৭ জন। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে মোট ৩০২ জনের।
করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই শুক্রবারই সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করতে পারেন প্রধানমন্ত্রী। বৈঠকে উপস্থিত থাকার কথা আছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে, এমন ভয়াবহ আকারে সংক্রমণ ছড়ানোর পিছনে রয়েছে ওমিক্রন।
এদিকে মুখ্যমন্ত্রী বৃহস্পতিবারই নবান্নে মন্ত্রিসভার বৈঠক থেকে রাজ্যের সকল মানুষকে কোভিডবিধি মেনে চলার পরামর্শ দেন। মুখ্যমন্ত্রী খুব কঠোরভাবে বলেছেন, নিজের স্বার্থেই মানুষকে মাস্ক পরতে হবে। কাউকে মাস্ক পরিয়ে দেওয়াটা সরকারের কাজ নয়। সকলকেই রাস্তায় বের হলে হাতে গ্লাভস পরার পরামর্শ দেন তিনি। সেইসঙ্গে মেয়েদের মাথায় কাপড় ঢেকে বের হওয়ার পরামর্শ দেন তিনি।




























