ইরানে গিয়ে নিখোঁজ তিন ভারতীয়!

- আপডেট : ২৮ মে ২০২৫, বুধবার
- / 180
পুবের কলম ওয়েবডেস্ক: ইরানে গিয়ে নিখোঁজ তিন ভারতীয়! গত ১৭ দিন ধরে নিরুদ্দেশ বলে খবর। অস্ট্রেলিয়ায় যাওয়ার কথা ছিল তাঁদের। ইরান হয়ে অস্ট্রেলিয়া যাওয়ার কথা ছিল। পাঞ্জাবের এক এজেন্টের মাধ্যমে অস্ট্রেলিয়া যাচ্ছিলেন ওই তিন ভারতীয়। ইরানে পৌঁছতেই তিনজনকে অপহরণ করা হয় বলে খবর। দড়ি দিয়ে বাঁধা তিনজনের ছবি পাঞ্জাবে থাকা পরিবারের কাছে পাঠিয়েছে অপহরণকারীরা। ১ কোটি টাকা মুক্তিপণও দাবি করা হয়েছে।
তেহরানের ভারতীয় দূতাবাস সূত্রের খবর, ইরানে যাওয়ার পরেই খোঁজ মিলছে না তিনজনের। তাঁদের পরিবারের সদস্যরা দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে উদ্বেগ প্রকাশ করেছেন। ইতিমধ্যেই ইরানের প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছে ভারতীয় দূতাবাস। তিন ভারতীয় নাগরিককে যেন সুস্থভাবে দ্রুত উদ্ধার করা যায়, এই বার্তা দেওয়া হয়েছে ইরানের প্রশাসনকে। তিন ভারতীয়ের পরিবারের সঙ্গেও যোগাযোগ রাখছে তেহরানের ভারতীয় দূতাবাস।
গত ১ মে তেহরানে পৌঁছন পাঞ্জাবের বাসিন্দা হুশনপ্রীত সিং, জসপাল সিং এবং অমৃতপাল সিং। পাঞ্জাবেরই এক এজেন্টের সাহায্যে অস্ট্রেলিয়ায় যাচ্ছিলেন তাঁরা। দুবাই-ইরান হয়ে অস্ট্রেলিয়ায় পৌঁছনোর কথা। ইরানে থাকার ব্যবস্থা করা হবে বলে আশ্বাসও দিয়েছিল ওই এজেন্ট। ইরানে পৌঁছতেই তিনজনকে অপহরণ করা হয় বলে খবর। ১ কোটি টাকা মুক্তিপণও দাবি করা হয়েছে। টাকা না পাঠালে খুন করা হবে বলেও হুমকি দেয় অপহরণকারীরা। তারপরও দিনদশেক তিন ভারতীয়র সঙ্গে ফোনে যোগাযোগ পরিবারের সদস্যরা। তবে ১১ মে থেকে সেই যোগাযোগও বিছিন্ন হয়ে গেছে। এজেন্টও উধাও। ইরানের কোথায় রয়েছেন তিন ভারতীয়, উদ্বেগে পরিবার।