২৫ অক্টোবর ২০২৫, শনিবার, ৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মর্মান্তিকঃ উত্তরপ্রদেশে একটি বিয়ের অনুষ্ঠানে কুয়োয় পড়ে নিহত কমপক্ষে ১৩ জন মহিলা

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৭ ফেব্রুয়ারী ২০২২, বৃহস্পতিবার
  • / 37

 

পুবের কলম ওয়েবডেস্কঃ পূর্ব উত্তর প্রদেশের কুশিনগর জেলার একটি গ্রামে বিয়ের অনুষ্ঠান চলাকালীন ‘দুর্ঘটনাক্রমে’ একটি কুয়োয় মৃত্যু হয়েছে কমপক্ষে ১৩ জন মহিলার। বৃহস্পতিবার সকালে কুশিনগর জেলা প্রশাসন সংবাদসংস্থা কে এই কথা জানিয়েছে।বুধবার গভীর রাতে এই ঘটনা ঘটে।

আরও পড়ুন: ৮০ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন ইসরাইলের, লাগাতার বিমান হামলায় বাড়ছে নিহতের সংখ্যা

প্রশাসনিক কর্তারা বলেন, মহিলারা একটি কুয়োর ঢালাই স্ল্যাবের উপর বসে ছিলেন যা “ওভারলোডিংয়ের” কারণে ভেঙে গিয়ে কুয়োর মধ্যে ঢুকে যায়।

আরও পড়ুন: কুলতলিতে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক শ্রমিকের

বিবাহ অনুষ্ঠানে অনেকেই ভিড় করেছিলেন। চলছিল নানা আচার অনুষ্ঠান। মাত্রারিক্ত ভিড়ের মধ্যে ওই ঢাকা কুয়োর ওপর বসে পড়েন মহিলারা। প্রত্যক্ষদর্শীদের কথায় খুব সম্ভবত ওই ঢাকা পাতকুয়োর কথা কারুর মাথাতেই আসেনি। ভিড়ের জন্য ওই স্ল্যাবের ওপর বসতে বা দাঁড়াতে যান মহিলারা। আচমকাই সেটা ভেঙে কুয়োর মধ্যে ঢুকে যায়। বিয়ের বাড়ির উচ্ছ্বাস নিমেষেই বদলে যায় কান্না আর আর্তচিৎকারে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: মুসলিম দোকানদারদের ‘গুলি’ করার হুমকি পদ্ম বিধায়কের

জানা গেছে, কুশিনগরে নেবুয়া নওরঙ্গিয়া থানার নওরঙ্গিয়া স্কুল টোলায় একটি বাড়িতে বিয়ে হয়েছিল। এ সময় গ্রামের মহিলা ও কিশোরীরা বিয়ে বাড়ির পাশের কুয়োয় দাঁড়িয়ে ছিলেন। গায়ে হলুদের জন্য হলুদ কোটা হচ্ছিল। মহিলা ও মেয়েরা দাঁড়িয়ে থাকার কারণে হঠাৎ কূপের লোহার জাল ভেঙ্গে যাওয়ায় মহিলা ও মেয়েরা কুয়োয় পড়ে যান।১১ জন কিশোরী ও মহিলার মৃত্যুর খবর পাওয়া গেছে। গোটা ঘটনায় শোক প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মর্মান্তিকঃ উত্তরপ্রদেশে একটি বিয়ের অনুষ্ঠানে কুয়োয় পড়ে নিহত কমপক্ষে ১৩ জন মহিলা

আপডেট : ১৭ ফেব্রুয়ারী ২০২২, বৃহস্পতিবার

 

পুবের কলম ওয়েবডেস্কঃ পূর্ব উত্তর প্রদেশের কুশিনগর জেলার একটি গ্রামে বিয়ের অনুষ্ঠান চলাকালীন ‘দুর্ঘটনাক্রমে’ একটি কুয়োয় মৃত্যু হয়েছে কমপক্ষে ১৩ জন মহিলার। বৃহস্পতিবার সকালে কুশিনগর জেলা প্রশাসন সংবাদসংস্থা কে এই কথা জানিয়েছে।বুধবার গভীর রাতে এই ঘটনা ঘটে।

আরও পড়ুন: ৮০ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন ইসরাইলের, লাগাতার বিমান হামলায় বাড়ছে নিহতের সংখ্যা

প্রশাসনিক কর্তারা বলেন, মহিলারা একটি কুয়োর ঢালাই স্ল্যাবের উপর বসে ছিলেন যা “ওভারলোডিংয়ের” কারণে ভেঙে গিয়ে কুয়োর মধ্যে ঢুকে যায়।

আরও পড়ুন: কুলতলিতে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক শ্রমিকের

বিবাহ অনুষ্ঠানে অনেকেই ভিড় করেছিলেন। চলছিল নানা আচার অনুষ্ঠান। মাত্রারিক্ত ভিড়ের মধ্যে ওই ঢাকা কুয়োর ওপর বসে পড়েন মহিলারা। প্রত্যক্ষদর্শীদের কথায় খুব সম্ভবত ওই ঢাকা পাতকুয়োর কথা কারুর মাথাতেই আসেনি। ভিড়ের জন্য ওই স্ল্যাবের ওপর বসতে বা দাঁড়াতে যান মহিলারা। আচমকাই সেটা ভেঙে কুয়োর মধ্যে ঢুকে যায়। বিয়ের বাড়ির উচ্ছ্বাস নিমেষেই বদলে যায় কান্না আর আর্তচিৎকারে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: মুসলিম দোকানদারদের ‘গুলি’ করার হুমকি পদ্ম বিধায়কের

জানা গেছে, কুশিনগরে নেবুয়া নওরঙ্গিয়া থানার নওরঙ্গিয়া স্কুল টোলায় একটি বাড়িতে বিয়ে হয়েছিল। এ সময় গ্রামের মহিলা ও কিশোরীরা বিয়ে বাড়ির পাশের কুয়োয় দাঁড়িয়ে ছিলেন। গায়ে হলুদের জন্য হলুদ কোটা হচ্ছিল। মহিলা ও মেয়েরা দাঁড়িয়ে থাকার কারণে হঠাৎ কূপের লোহার জাল ভেঙ্গে যাওয়ায় মহিলা ও মেয়েরা কুয়োয় পড়ে যান।১১ জন কিশোরী ও মহিলার মৃত্যুর খবর পাওয়া গেছে। গোটা ঘটনায় শোক প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ।