১৩ অক্টোবর ২০২৫, সোমবার, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির দাবি ও ব্যবসা বন্ধের কথা ৫০ বার বলেছেন ট্রাম্প: জয়রাম রমেশ

কিবরিয়া আনসারি
  • আপডেট : ১০ অক্টোবর ২০২৫, শুক্রবার
  • / 158

পুবের কলম ওয়েবডেস্ক: এই নিয়ে ৫০ বার। তাঁর দৌলতেই ভারত ও পাকিস্তানের সংঘর্ষবিরতি সম্পন্ন হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার বার ট্রাম্পের এহেন দাবির পরও নরেন্দ্র মোদির মৌনতাকে নিশানা করে সরব হল কংগ্রেস।

কংগ্রেস সাংসদ জয়রাম রমেশের প্রশ্ন, ‘ডোনাল্ডভাই যে দাবি করছেন সে বিষয়ে আমাদের প্রধানমন্ত্রী নীরব কেন?’ হোয়াইট হাউসে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলন করেন ট্রাম্প। সেখানেই ফের ভারত-পাক যুদ্ধ থামানোর দাবি করেন তিনি।

আরও পড়ুন: চিনের ওপর ১০০ শতাংশ শুল্ক ট্রাম্পের

সাংবাদিক সম্মেলনে ট্রাম্প বলেন, এই বছর মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত থামাতে পেরেছিলেন তিনি। গত মে মাস থেকে একাধিকবার একাধিক জায়গায় এই দাবি করেছেন ট্রাম্প। বলেছেন, বাণিজ্যের হুঁশিয়ারি দিয়ে তিনি যুদ্ধ থামিয়েছেন। পাকিস্তান যুদ্ধ থামানোর জন্য ট্রাম্পকে কৃতিত্ব দিয়েছেন। এমনকী নোবেল শান্তি পুরস্কারের জন্য তাঁর নাম প্রস্তাব অবধি করেছেন।

আরও পড়ুন: গবেষণায় বরাদ্দ কমিয়েছে ট্রাম্প, এবার আমেরিকা ছাড়ছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক

যদিও ভারত আগেও এই দাবি নাকচ করেছে। ট্রাম্পের কথায়, ‘ভারত এবং পাকিস্তান দুই পারমাণবিক শক্তিধর দেশ। আমি ওই সংঘাত থামিয়েছিলাম বাণিজ্য আর শুল্কের জোরে। আমি বলেছিলাম, যদি তোমরা যুদ্ধ করো, তাহলে দু’দেশের ওপরই ১০০ শতাংশ শুল্ক বসাব। সঙ্গে সঙ্গে তারা যুদ্ধ থামিয়ে দেয়।’ তিনি আরও দাবি করেন, ‘যুদ্ধটা পারমাণবিক হতে পারত, কিন্তু সেটা রুখে দেওয়া হয়েছিল আমার সিদ্ধান্তে।’

আরও পড়ুন: মুসলিম সংগঠনগুলির তহবিল বন্ধের পথে ট্রাম্প

কংগ্রেসের সাধারণ সম্পাদক, যোগাযোগের দায়িত্বে থাকা জয়রাম রমেশ তার এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী কির স্টারমারের মধ্যে সাক্ষাতের কথা উল্লেখ করেছেন। যেখানে মোদি ট্রাম্পের প্রতি প্রশংসার কথা বলছেন।

কংগ্রেস নেতা এবং রাজ্যসভার সাংসদ জয়রাম রমেশ প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের বারবার করা দাবির বিষয়ে নীরব থাকার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আবারও সমালোচনা করেছেন, যিনি একাধিকবার বলেছেন যে তিনি ভারত ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য যুদ্ধ বন্ধ করেছেন। রমেশ প্রশ্ন তোলেন যে মোদি কেন এখনও ট্রাম্পের দাবির প্রতি প্রকাশ্যে প্রতিক্রিয়া জানাননি, যা ইঙ্গিত দেয় যে মার্কিন যুক্তরাষ্ট্র বাণিজ্য চাপের মাধ্যমে দুই দেশের মধ্যে শত্রুতা বন্ধে একটি নির্ধারক ভূমিকা পালন করেছে।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স -এ একটি পোস্টে জয়রাম রমেশ উল্লেখ করেছেন যে ডোনাল্ড ট্রাম্প গত দুই মাস ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে মে মাসে চার দিনের যুদ্ধ বন্ধ করার জন্য ধারাবাহিকভাবে কৃতিত্ব দাবি করে আসছেন। ট্রাম্প নোবেল শান্তি পুরুস্কার পাননি। যদিও গত ২০ জুন ভারত-পাক যুদ্ধ থামাতে ট্রাম্পের ভূমিকার ভূয়সী প্রশংসা করে তাঁর নাম নোবেল শান্তি পুরস্কারের জন্য প্রস্তাব করেছিল পাকিস্তান।

পাকিস্তানের বিদেশ দফতরের তরফে একটি বিবৃতি দিয়ে বলা হয়, ‘‘ক্রমবর্ধমান আঞ্চলিক অস্থিরতার মধ্যেই অসাধারণ কূটনৈতিক দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়েছেন ট্রাম্প। কৌশলে তিনি ভারত এবং পাকিস্তানের মধ্যে সমঝোতা করিয়েছেন। পরিস্থিতির খুব দ্রুত অবনতি হচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত ট্রাম্প দুই পরমাণু শক্তিধর রাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি নিশ্চিত করেছেন। এর ফলে বৃহত্তর সংঘাত এড়ানো গিয়েছে। লক্ষ লক্ষ মানুষের বিপর্যয় আটকানো গিয়েছে।’’ ভারত অবশ্য বরাবরই বলে এসেছে, পাকিস্তানের সঙ্গে সংঘাত থামাতে তৃতীয় কোনও পক্ষের কোনও ভূমিকা নেই।

কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ রাষ্ট্রপতি ট্রাম্পকে ‘ভারতের উপর চাপিয়ে দেওয়ার’ অভিযোগ করেছেন এবং জাতীয় স্বার্থের চেয়ে ব্যক্তিগত কূটনীতিকে অগ্রাধিকার দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি তীব্র সমালোচনা করেছেন। রমেশ বলেন, মোদির উচিত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছ থেকে অনুপ্রেরণা নেওয়া এবং ছবি তোলা এবং ব্যক্তিগত সম্পর্কের উপর নির্ভর না করে ওয়াশিংটনের বিরুদ্ধে দাঁড়ানো।

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির দাবি ও ব্যবসা বন্ধের কথা ৫০ বার বলেছেন ট্রাম্প: জয়রাম রমেশ

আপডেট : ১০ অক্টোবর ২০২৫, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্ক: এই নিয়ে ৫০ বার। তাঁর দৌলতেই ভারত ও পাকিস্তানের সংঘর্ষবিরতি সম্পন্ন হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার বার ট্রাম্পের এহেন দাবির পরও নরেন্দ্র মোদির মৌনতাকে নিশানা করে সরব হল কংগ্রেস।

কংগ্রেস সাংসদ জয়রাম রমেশের প্রশ্ন, ‘ডোনাল্ডভাই যে দাবি করছেন সে বিষয়ে আমাদের প্রধানমন্ত্রী নীরব কেন?’ হোয়াইট হাউসে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলন করেন ট্রাম্প। সেখানেই ফের ভারত-পাক যুদ্ধ থামানোর দাবি করেন তিনি।

আরও পড়ুন: চিনের ওপর ১০০ শতাংশ শুল্ক ট্রাম্পের

সাংবাদিক সম্মেলনে ট্রাম্প বলেন, এই বছর মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত থামাতে পেরেছিলেন তিনি। গত মে মাস থেকে একাধিকবার একাধিক জায়গায় এই দাবি করেছেন ট্রাম্প। বলেছেন, বাণিজ্যের হুঁশিয়ারি দিয়ে তিনি যুদ্ধ থামিয়েছেন। পাকিস্তান যুদ্ধ থামানোর জন্য ট্রাম্পকে কৃতিত্ব দিয়েছেন। এমনকী নোবেল শান্তি পুরস্কারের জন্য তাঁর নাম প্রস্তাব অবধি করেছেন।

আরও পড়ুন: গবেষণায় বরাদ্দ কমিয়েছে ট্রাম্প, এবার আমেরিকা ছাড়ছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক

যদিও ভারত আগেও এই দাবি নাকচ করেছে। ট্রাম্পের কথায়, ‘ভারত এবং পাকিস্তান দুই পারমাণবিক শক্তিধর দেশ। আমি ওই সংঘাত থামিয়েছিলাম বাণিজ্য আর শুল্কের জোরে। আমি বলেছিলাম, যদি তোমরা যুদ্ধ করো, তাহলে দু’দেশের ওপরই ১০০ শতাংশ শুল্ক বসাব। সঙ্গে সঙ্গে তারা যুদ্ধ থামিয়ে দেয়।’ তিনি আরও দাবি করেন, ‘যুদ্ধটা পারমাণবিক হতে পারত, কিন্তু সেটা রুখে দেওয়া হয়েছিল আমার সিদ্ধান্তে।’

আরও পড়ুন: মুসলিম সংগঠনগুলির তহবিল বন্ধের পথে ট্রাম্প

কংগ্রেসের সাধারণ সম্পাদক, যোগাযোগের দায়িত্বে থাকা জয়রাম রমেশ তার এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী কির স্টারমারের মধ্যে সাক্ষাতের কথা উল্লেখ করেছেন। যেখানে মোদি ট্রাম্পের প্রতি প্রশংসার কথা বলছেন।

কংগ্রেস নেতা এবং রাজ্যসভার সাংসদ জয়রাম রমেশ প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের বারবার করা দাবির বিষয়ে নীরব থাকার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আবারও সমালোচনা করেছেন, যিনি একাধিকবার বলেছেন যে তিনি ভারত ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য যুদ্ধ বন্ধ করেছেন। রমেশ প্রশ্ন তোলেন যে মোদি কেন এখনও ট্রাম্পের দাবির প্রতি প্রকাশ্যে প্রতিক্রিয়া জানাননি, যা ইঙ্গিত দেয় যে মার্কিন যুক্তরাষ্ট্র বাণিজ্য চাপের মাধ্যমে দুই দেশের মধ্যে শত্রুতা বন্ধে একটি নির্ধারক ভূমিকা পালন করেছে।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স -এ একটি পোস্টে জয়রাম রমেশ উল্লেখ করেছেন যে ডোনাল্ড ট্রাম্প গত দুই মাস ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে মে মাসে চার দিনের যুদ্ধ বন্ধ করার জন্য ধারাবাহিকভাবে কৃতিত্ব দাবি করে আসছেন। ট্রাম্প নোবেল শান্তি পুরুস্কার পাননি। যদিও গত ২০ জুন ভারত-পাক যুদ্ধ থামাতে ট্রাম্পের ভূমিকার ভূয়সী প্রশংসা করে তাঁর নাম নোবেল শান্তি পুরস্কারের জন্য প্রস্তাব করেছিল পাকিস্তান।

পাকিস্তানের বিদেশ দফতরের তরফে একটি বিবৃতি দিয়ে বলা হয়, ‘‘ক্রমবর্ধমান আঞ্চলিক অস্থিরতার মধ্যেই অসাধারণ কূটনৈতিক দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়েছেন ট্রাম্প। কৌশলে তিনি ভারত এবং পাকিস্তানের মধ্যে সমঝোতা করিয়েছেন। পরিস্থিতির খুব দ্রুত অবনতি হচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত ট্রাম্প দুই পরমাণু শক্তিধর রাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি নিশ্চিত করেছেন। এর ফলে বৃহত্তর সংঘাত এড়ানো গিয়েছে। লক্ষ লক্ষ মানুষের বিপর্যয় আটকানো গিয়েছে।’’ ভারত অবশ্য বরাবরই বলে এসেছে, পাকিস্তানের সঙ্গে সংঘাত থামাতে তৃতীয় কোনও পক্ষের কোনও ভূমিকা নেই।

কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ রাষ্ট্রপতি ট্রাম্পকে ‘ভারতের উপর চাপিয়ে দেওয়ার’ অভিযোগ করেছেন এবং জাতীয় স্বার্থের চেয়ে ব্যক্তিগত কূটনীতিকে অগ্রাধিকার দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি তীব্র সমালোচনা করেছেন। রমেশ বলেন, মোদির উচিত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছ থেকে অনুপ্রেরণা নেওয়া এবং ছবি তোলা এবং ব্যক্তিগত সম্পর্কের উপর নির্ভর না করে ওয়াশিংটনের বিরুদ্ধে দাঁড়ানো।