০২ জানুয়ারী ২০২৬, শুক্রবার, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পুজোর আগেই পাহাড়ে চালু ট্রয় ট্রেন খুশি পর্যটক-ব্যবসায়ী উভয়

পুবের কলম ওয়েবডেস্কঃ প্রায় দেড় বছর পর পাহাড়ে ফের চালু হল ট্রয় ট্রেন পরিষেবা। বুধবার নিউ-জলপাইগুড়ি স্টেশন থেকে চালু হল ‘ওয়ার্লড হেরিটেজ’ খ্যাত এই রেল পরিষেবা।  

কোভিড আবহে  দীর্ঘদিন ধরে ট্রয় ট্রেন পরিষেবা বন্ধ ছিল। ভাটা পড়েছিল পর্যটন ব্যবসায়। পড়ে পড়ে মার খাচ্ছিল পাহাড়ের পর্যটন ব্যবসা। যদিও জয় রাইড চালু ছিল। মূলত এবার ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও ভ্রমণ ব্যবসায়ীদের কথা ভেবেই চালু হল ট্রয় ট্রেন। প্রসঙ্গত– করোনার দ্বিতীয় ঢেউয়ে সেই জয় রাইড পরিষেবাও বন্ধ হয়ে যায়। অন্যদিকে– পর্যটনের দ্বার খুলে দেওয়া হলেও দার্জিলিং সহ তরাই ডুর্য়াস ও পাহাড়ে পর্যটকদের খুব একটা দেখা পাওয়া যাচ্ছিল না।

স্বাভাবিকভাবেই পর্যটক ব্যবসায়ীদের এতে মাথায় হাত পড়েছিল। কিন্ত পুজোর আগে এই টয় ট্রেন পরিষেবা চালু হওয়ায় আশার আলো দেখতে পাচ্ছেন ব্যবসায়ীরা। অপরদিকে– খুশির হাওয়া পর্যটক মহলেও। স্বভাবতই খুশির হাওয়া সমতল ও পাহাড় জুড়ে।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

রাশিয়ায় আছড়ে পড়ল ইউক্রেনীয় ড্রোন, হামলা নিহত ২৪ জন নাগরিক

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পুজোর আগেই পাহাড়ে চালু ট্রয় ট্রেন খুশি পর্যটক-ব্যবসায়ী উভয়

আপডেট : ২৫ অগাস্ট ২০২১, বুধবার

পুবের কলম ওয়েবডেস্কঃ প্রায় দেড় বছর পর পাহাড়ে ফের চালু হল ট্রয় ট্রেন পরিষেবা। বুধবার নিউ-জলপাইগুড়ি স্টেশন থেকে চালু হল ‘ওয়ার্লড হেরিটেজ’ খ্যাত এই রেল পরিষেবা।  

কোভিড আবহে  দীর্ঘদিন ধরে ট্রয় ট্রেন পরিষেবা বন্ধ ছিল। ভাটা পড়েছিল পর্যটন ব্যবসায়। পড়ে পড়ে মার খাচ্ছিল পাহাড়ের পর্যটন ব্যবসা। যদিও জয় রাইড চালু ছিল। মূলত এবার ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও ভ্রমণ ব্যবসায়ীদের কথা ভেবেই চালু হল ট্রয় ট্রেন। প্রসঙ্গত– করোনার দ্বিতীয় ঢেউয়ে সেই জয় রাইড পরিষেবাও বন্ধ হয়ে যায়। অন্যদিকে– পর্যটনের দ্বার খুলে দেওয়া হলেও দার্জিলিং সহ তরাই ডুর্য়াস ও পাহাড়ে পর্যটকদের খুব একটা দেখা পাওয়া যাচ্ছিল না।

স্বাভাবিকভাবেই পর্যটক ব্যবসায়ীদের এতে মাথায় হাত পড়েছিল। কিন্ত পুজোর আগে এই টয় ট্রেন পরিষেবা চালু হওয়ায় আশার আলো দেখতে পাচ্ছেন ব্যবসায়ীরা। অপরদিকে– খুশির হাওয়া পর্যটক মহলেও। স্বভাবতই খুশির হাওয়া সমতল ও পাহাড় জুড়ে।