২৭ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

শহিদ ঝন্টু শেখের পরিবারের পাশে কংগ্রেস

চামেলি দাস
  • আপডেট : ৩০ মে ২০২৫, শুক্রবার
  • / 259

পুবের কলম ওয়েবডেস্ক: দেশের জন্য সেনা জওয়ানরা প্রাণ দিতেও প্রস্তুত থাকেন। তাই সেই মানুষগুলোর পরিবারের পাশে থাকা আমাদের কর্তব্য। সম্প্রতি রাজ্য সফরে এসে এমনই মন্তব্য করেছিলেন কংগ্রেস নেতা তথা রাজ্যসভার সাংসদ ইমরান প্রতাপগড়ি। তিনি শহিদ ঝন্টু আলি শেখের পরিবারের পাশে থাকার আশ্বাসও দিয়েছিলেন।

সেইমতো বৃহস্পতিবার শহিদের বাড়িতে বিশেষ আর্থিক সাহায্য নিয়ে হাজির হলেন কংগ্রেসের এক প্রতিনিধি দল। কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের জাতীয় নেতা ইমরান প্রতাপগড়ির ব্যক্তিগত উদ্যোগে শহিদ ঝন্টু আলির স্ত্রী ও মাকে এক লাখ করে মোট দুই লাখ টাকা দেওয়া হয়।

আরও পড়ুন: কেরলে কংগ্রেস মুসলিম লিগের কাছে আত্মসমর্পণ করেছে, ভেল্লাপল্লি নাটেশনের অভিযোগ

এ দিনের প্রতিনিধি দলে ছিলেন প্রদেশ কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের ইনচার্জ ডা. জামাল হাসান, সংগঠনের রাজ্য চেয়ারম্যান সামিম আখতার, আবদুল সালাম সিদ্দিকী-সহ অন্যান্যরা। এক প্রশ্নের জবাবে সামিম আখতার বলেন, অনেক রাজনৈতিক দল আছে যারা মানুষের মধ্যে বিভেদ করে। অনেক মানুষ আছে যারা সবকিছুতেই জাত-পাত খুঁজে বেড়ান। আমরা এইসব করি না। দেশের জওয়ানদের সম্মান ও তাঁদের পরিবারের পাশে থাকা আমাদের অঙ্গীকার। তাই শহিদ পরিবারের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। আগামীতেও কংগ্রেস এইসব মানবিক কাজ চালিয়ে যাবে।

আরও পড়ুন: বিহার নির্বাচনে আরও ৬ আসনে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস

রাজ্য সরকারের তরফেও সেই পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উদ্যোগ নিয়ে পরিবারের পাশে মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।

আরও পড়ুন: ‘রাহুলও সংবিধান রক্ষার জন্য লড়ছেন’ — নোবেলজয়ী মাচাদোর সঙ্গে তুলনা টেনে বার্তা কংগ্রেসের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শহিদ ঝন্টু শেখের পরিবারের পাশে কংগ্রেস

আপডেট : ৩০ মে ২০২৫, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্ক: দেশের জন্য সেনা জওয়ানরা প্রাণ দিতেও প্রস্তুত থাকেন। তাই সেই মানুষগুলোর পরিবারের পাশে থাকা আমাদের কর্তব্য। সম্প্রতি রাজ্য সফরে এসে এমনই মন্তব্য করেছিলেন কংগ্রেস নেতা তথা রাজ্যসভার সাংসদ ইমরান প্রতাপগড়ি। তিনি শহিদ ঝন্টু আলি শেখের পরিবারের পাশে থাকার আশ্বাসও দিয়েছিলেন।

সেইমতো বৃহস্পতিবার শহিদের বাড়িতে বিশেষ আর্থিক সাহায্য নিয়ে হাজির হলেন কংগ্রেসের এক প্রতিনিধি দল। কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের জাতীয় নেতা ইমরান প্রতাপগড়ির ব্যক্তিগত উদ্যোগে শহিদ ঝন্টু আলির স্ত্রী ও মাকে এক লাখ করে মোট দুই লাখ টাকা দেওয়া হয়।

আরও পড়ুন: কেরলে কংগ্রেস মুসলিম লিগের কাছে আত্মসমর্পণ করেছে, ভেল্লাপল্লি নাটেশনের অভিযোগ

এ দিনের প্রতিনিধি দলে ছিলেন প্রদেশ কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের ইনচার্জ ডা. জামাল হাসান, সংগঠনের রাজ্য চেয়ারম্যান সামিম আখতার, আবদুল সালাম সিদ্দিকী-সহ অন্যান্যরা। এক প্রশ্নের জবাবে সামিম আখতার বলেন, অনেক রাজনৈতিক দল আছে যারা মানুষের মধ্যে বিভেদ করে। অনেক মানুষ আছে যারা সবকিছুতেই জাত-পাত খুঁজে বেড়ান। আমরা এইসব করি না। দেশের জওয়ানদের সম্মান ও তাঁদের পরিবারের পাশে থাকা আমাদের অঙ্গীকার। তাই শহিদ পরিবারের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। আগামীতেও কংগ্রেস এইসব মানবিক কাজ চালিয়ে যাবে।

আরও পড়ুন: বিহার নির্বাচনে আরও ৬ আসনে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস

রাজ্য সরকারের তরফেও সেই পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উদ্যোগ নিয়ে পরিবারের পাশে মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।

আরও পড়ুন: ‘রাহুলও সংবিধান রক্ষার জন্য লড়ছেন’ — নোবেলজয়ী মাচাদোর সঙ্গে তুলনা টেনে বার্তা কংগ্রেসের